দেখুন কিভাবে শুধু মাত্র ক্যাপচা পূরণ করে দৈনিক ৪০-৫০ টাকা ইনকাম করবেন পেমেন্ট প্রুপসহ

বর্তমানে অনলাইনে ইনকাম করতে কে না চায়। আবার যদি সেটা আমরা মোবাইলে করতে পারি তাহলে তো অনেক আনন্দের বিষয়। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দৈনিক ক্যাপচা পূরন করে ৪০ থেকে ৫০ টাকায খুব সহজে ইনকাম করতে পারবেন। আসলে আমরা অনেকেই বিভিন্ন সিকিউরিটির জন্য ক্যাপচা পূরণ করে থাকি। সেই ক্যাপচা পূরণ করে এখন ইনকাম করার একটি মাধ্যম চলে এসেছে। তার আগে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ইতিমধ্যে আমি তিনবার পেমেন্ট পেয়েছি। আপনারা নিচের স্ক্রিনশটটি প্রমাণ দেখে নিবেন।

তো চলুন তাহলে শুরু করা যাক,

প্রথমে আপনাদেরকে এই লিংকেক্লিক করে ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর মেনুবারে ক্লিক করবেন।

Registration এ ক্লিক করবেন।

Registration ক্লিক করার পরে আপনাকে একটা ফরম দেয়া হবে। এরপর আপনি আপনার Email, Password এবং Captcha টি পূরণ করবেন। পাসওয়ার্ডটি অনেক কঠিন দিতে হবে। আমি উদাহরণ দিয়ে দিচ্ছি, কেমন ধরনের দিবেন। যেমন,

Tech@TuNes999
KaRim22AhMed#$
BanGla71@DesH

এই রকম দিবেন। না হলে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সমস্যা হবে।

এরপর আপনার ইমেইলে একটি মেইল যাবে সেটাকে ভেরিফাই করে নিবেন। এবার দুইটা অপশন আসবে। এখানে আপনাকে "I am a worker" দিতে হবে। ব্যাস কাজ শেষ। দেখুন আমার ইতিমধ্যে একাউন্ট করা রয়েছে এবং আমার ব্যালেন্স রয়েছে 1.3 ডলার।

একটু নিচে নামলেই আপনারা দেখতে পাবেন Client Key নামে একটা কোড রয়েছে। সেই কোডটি কপি করে রাখবেন।

এখন আপনাদেরকে গুগল প্লেস্টোরে চলে যেতে হবে এবং 2Captcha Bot নামে এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। আমি ডাউনলোড লিংক দিয়ে দিচ্ছি। Download 2Captcha Bot

ডাউনলোড শেষে এখানে আপনাদের সেই Client Key টি পেস্ট করতে হবে।

আপনি এখন কাজের জন্য পুরোপুরি ভাবে তৈরি। এবার আপনাকে "I am not Robot" লেখাতে ক্লিক করতে হবে।

দেখুন এখানে আমাকে Stairs (সিড়ি) সিলেক্ট করতে বলছে। আপনাদেরকে গাড়ি, ট্রাফিক লাইট, সাইকেল, মটোরসাইকেল এই গুলো সিলেক্ট করে ওকে করে দিবেন।

আর বাম পাশের মেনু বার থেকে আপনার ব্যালান্স চেক করে নিবেন।

এভাবেই আপনারা ক্যাপচা পূরণ করতে থাকবেন। এখানে আপনি প্রতি ১০০০ ক্যাপচা পুরন করলে পাবেন ১ ডলার। আর ১ ডলারের মূল্য ৮৫ টাকা। এবার আসি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, আপনারা (০.৫ $) হাফ ডলার বা ৪২ টাকা হলে Withdraw দিতে পারবেন। এক্ষেত্রে আপনাকে ৫০০ টি Captcha পূরণ করা লাগবে। আপনাদের ইন্টারনেট স্পিড ভালো থাকলে প্রতি ঘন্টায় প্রায় ১০০ টি পূরণ করতে পারবেন।

পেমেন্ট সিস্টেম

পেমেন্ট এর জন্য রয়েছে Paypal, Payeer, Bitcoin, Perfect Money ইত্যাদি। কিন্তু প্রশ্ন হলো আপনারতো এগুলো নেই তাহলে আপনি কিভাবে Withdraw দিবেন? আসলে এটা খুবই সহজ। আমাদের একটি 2Captcha নিয়ে গ্রুপ রয়েছে। যেখান থেকে আপনি আমাদের Coinbase একাউন্টে Withdraw দিলে আমরা আপনাকে টাকাটা বিকাশে ট্রানস্ফার করে দেব। আমি গ্রুপের লিংক দিয়ে দিচ্ছি। আমাদের গ্রুপ। অবশ্যই আমাকে বিশ্বাস না হলে গ্রুপের টিউন এবং টিউমেন্ট গুলো থেকে জেনে নেবেন আমরা ট্রাস্টেড কিনা! যাইহোক এভাবে আপনারা ক্যাপচা পূরণ করে ইনকাম করতে পারবেন এবং বিকাশে টাকা নিতে পারবেন। ধন্যবাদ।

আরও পড়ুন, ড্রপবক্স কি এবং ড্রপবক্স ব্যবহার করে কি কি সুবিধা পাওয়া যায়।

Level 1

আমি রাগীব হাসান আবিদ। , Student বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

Nothing is impossible, Just you have to Believe. -Ragib Hasan Abid


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস