PIPERINOX এর মাধ্যমে ভূঁড়ি সামলান

রাত জেগে কাজ করলে আমাদের হজম ও খিদের সমস্যা হয়, ওজন দ্রুত পরিবর্তন হয় এবং গ্যাস্ট্রো-ইন্টেস্টেনাইল ডিসঅর্ডার দেখা দেয়। ফলে ওজন বৃদ্ধি পায়। তাড়াহুড়া করে প্রকৃতির বিরুদ্ধে গিয়ে ওজন কমানোর চেষ্টা করলে বেশিরভাগ সময়েই তা উল্টো ফল দেয়। আপনি হয়তো ওজন কমিয়ে নিলেন। কিন্তু দেখা গেল যে অন্য কোন শারীরিক অসুবিধা আপনার জীবনে আসতে শুরু করলো। তাই তাড়াহুড়া না করে স্বাভাবিক নিয়মে যদি ওজন কমানোর চেষ্টা করেন, তাহলে সেটা যেমন কার্যকরী হবে তেমনি হবে দীর্ঘস্থায়ী। আমি এমন একটি খাদ্য পরিপূরকের কথা উল্লেখ করছি যেটি ব্যবহারে কোন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই প্রাকৃতিকভাবে ওজন কমানো সম্ভব হবে। PIPERINOX হল একটি বিশেষায়িত খাদ্য পরিপূরক। যা কালো মরিচ, তেতো কমলা এবং দারুচিনিযুক্ত সামগ্রীর কারণে শরীরের ওজন নিয়ন্ত্রণে সহায়তা করে। ক্যাপাসেইসিনযুক্ত উপাদানের জন্য এটি ওজন হ্রাসে অবদান রাখে এবং ক্রোম উপাদানটি রক্তে সঠিক গ্লুকোজ হজম এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। PIPERINOX এ অন্তর্ভূক্ত তিক্ত কমলা এক্সট্রাক্ট কার্বোহাইড্রেটের বিপাক এবং চর্বির বিপাকে সহায়তা করে। পণ্যটিতে অন্তর্ভূক্ত ‘মেডিকেল আদা’ ইমিউন সিস্টেমের কার্যকারিতা সমর্থন করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। কালো মরিচ ক্ষুদ্র রক্তনালী এবং কোষের মাধ্যমে রক্ত সঞ্চালনকে সমর্থন করে লিভারকে পরিস্কার করতে সহায়তা করে। বিস্তারিত

উপাদানঃ গুরানা বীজের নির্যাস (পাউলিনিয়া কাপান), ক্যাপসুল শেল (হাইড্রোক্সাই প্রোপাইল মিথাইলসেলোজ), দারুচিনি বার্ক এক্সট্র্যাক্ট (দারুচিনি ক্যাসিয়া), তিতা কমলা ফলের নির্যাস (সাইট্রাস অরান্টিয়াম), আদা রাইজোমস এক্সট্র্যাক্ট (জিঙ্গিবার অফিসিনালে), কেয়েন মরিচ ফলের নির্যাস (ক্যাপসিকাম অ্যানিউয়াম এল), অ্যান্টি-কেকিং এজেন্ট (ফ্যাটি অ্যাসিডের ম্যাগনেসিয়াম লবণ), কালো গোলমরিচ ফলের নির্যাস (বায়োপেরিন)। বিস্তারিত

Level 0

আমি সুমন আচার্য্য। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস