বর্তমানে ইমেল মার্কেটিং অনেক সহজ এবং কম খরচে করা যায়। যারা শুধু মাত্র ইমে পাঠাতে পারেন তারাত্ত ইমেল মার্কেটিং করতে পারেন। এজন্য বাড়তি কোন যোগ্যতা না থাকলেত্ত চলবে। কিন্তু পরিশ্রম আর ধর্য্য নিয়ে কাজ করার মন-মানসিকতা থাকতে হবে। আর এইটাতেই আমরা বেশির ভাগই ফেল পরে যাই। আপনারা যারা ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেট অথবা যে কোন ভাবে অনলাইন থেকে আয় করেন বা করতে চাইছেন তাদের জন্য ইমেল লিস্ট বা ইমেল অ্যাড্রেস খুবই জরুরী এক বিষয়।
বাংলাদেশে এই সময়ে সর্ব প্রথম " হাবিব আইটি " থেকে ইমেল লিস্ট বিক্রয় করা হচ্ছে একদম স্বল্প মূল্যে বলা যায় পানির দামে। যে কোন দেশের যে কোন নিশের উপর ইমেল লিস্ট কিনতে পারবেন খুব কম দামে। এখানে প্রায় ১৫০ টি দেশের বিভিন্ন নিশের উপর প্রায় ৩, ৫৫, ০০, ০০০ (তিন কোটি পন্চাশ লক্ষ) ইমেল লিস্ট সংগ্রহ আছে এবং সংগ্রহ কাজ চলছে। আমরা অনেকে ফাইবার.কম থেকেত্ত ইমেল লিস্ট ক্রয় করে থাকি। কিন্তু বাংলাদেশেত্ত এই রকম একটি প্রতিষ্ঠান আছে তা হয়তবা অনেকেই জানেন না। তাদেরকে জানানোর জন্যই আজকের এই লেখা। এই ইমেল লিস্ট গুলো দিয়ে ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, লিড জেনারেট ছাড়াত্ত প্রায় ১৫ ভাবে আয় করা যায়। বিস্তারিত জনতে যোগাযোগ করতে পারেন (মোবাইল : ০১৭৯৩ ৬৯৯ ৬৩৮, ইমেল : [email protected])। লেখার কোন প্রকার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আমি habib38। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ইমেইল মার্কেটীং করা একটু কষ্ট কর।
যে হারে পরিশ্রম করতে হয় অন্যগুলাতে এর থেকে কম করলেও ভাল অবস্থানে থাকা যায়।