বিশ্বের বাজারে বাংলাদেশ ও বেশ তাল মিলিয়ে চলছিল। হঠাৎ করেই করোনা ভাইরাসের এক ঝড় এসে পুরো পৃথিবী কে এলোমেলো করে দিলো। সাথে বাংলাদেশ এর ব্যবসার বাজারেও চলে এল মন্দা অবস্থা। মানুষ তাই নিজের ব্যবসা কে ধরে রাখতে ফেসবুকে ব্যবসার পেজ করে নিচ্ছে আবার কেউ সাইট করে নিচ্ছে। কিন্তু আমরা জানিনা অনেকেই ব্যবসার প্রচারনার ও প্রসারনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ন ফেসবুক পেজ ও ওয়েবসাইট। আসুন জেনে নেই কোনটার প্রয়োজনীয়তা টা কতটুকু-
ফেসবুক পেজ এর গুরুত্বঃ আজকাল সবাই ফেসবুকে একটা পেজ খুলে নিজের মনের মত প্রোডাক্ট এর ছবি তুলে টিউন করে বিক্রির কথা ভাবি। আসলেই কি বিক্রি হয় এতে? কখনোই না। তবে কি করা যেতে পারে ফেসবুকে? ফেসবুকে টিউন/পেজ বুষ্টিং করে আপনি টার্গেট করে মানুষের কাছে নিজের প্রোডাক্ট এর প্রচারনা চালাতে পারবেন। যত বেশী প্রচারনা তত বেশী প্রসারনা। তবে হ্যা একটি ফেসবুক পেজ খুললেই সব কিছু শেষ না। একটি ফেসবুক পেজ এর কভার ফটো এমনভাবে সাজাতে হবে যাতে এটি মোবাইল ও ডেস্কটপ ভিউ টা সুন্দর থাকে। একটি পেজ এর লাইক কমপক্ষে ১০০০ থাকতে হবে। এক্ষেত্রে লাইক বাড়াতে হলে আপনি আপনার পেজ বুষ্টিং করে নিতে পারেন।
ওয়েবসাইট এর গুরুত্বঃ আপনার কাষ্টমার আপনার কাছ থেকে কোন সার্ভিস/প্রোডাক্ট নিতে প্রথমেই দেখবে আপনার ফেসবুক পেজ এর দেয়া তথ্য যাচাই করে নিতে চাইবে। এক্ষেত্রে যেটি সবসময় হয় একজন কাষ্টমার দেখে যে আপনার ফেসবুকে আপনার পেজ এ দেয়া তথ্যাদির মধ্যে কোন ওয়েবসাইট আছে কিনা। যদি না থাকে তবে ভাববে যে আপনি ব্যবসা বাজারে খুব বেশি দিন আসেন নি। অথবা আপনার কাছ থেকে কোন সার্ভিস নিতে পিছপা হবেন। তাই যেটি করতে পারেন আপনার ফেসবুক এর সাথে আপনি আপনার একটি ওয়েবসাইট ও খুলে নিতে পারেন।
কোথায় পাবেন এ সকল সার্ভিস? চিন্তার কোন কারন নেই। আপনার ব্যবসার প্রচারনা ও প্রসারনার সুবিধার্থে আমরা "কর্পো সল্যুশন" নিয়ে এসেছি ওয়েবসাইট_সার্ভিস। আমরা খুব কম সময়ে ও কম খরচে আপনাকে দিচ্ছি একটি আকর্ষনীয় ওয়েবসাইট যার মাধ্যমে অনলাইনে ব্যবসা করেই খুলে নিতে পারেন আপনার ভাগ্যের চাকা।
#ওয়েবসাইট_সার্ভিস_সমূহঃ
ই-কমার্স ওয়েবসাইট
অনলাইন নিউজপেপার/ ই-পেপার/ নিউজ পোর্টাল
কর্পোরেট ওয়েবসাইট
ব্যক্তিগত ওয়েবসাইট
ফাউন্ডেশন/ এন জি ও ওয়েবসাইট
ইনস্টেকটিউনসউট ওয়েবসাইট
ট্রাভেল/ট্যুরিজম কম্পানী ওয়েবসাইট
ফার্নিচার কোম্পানী ওয়েবসাইট
রিয়েল এস্টেট কোম্পানী ওয়েবসাইট
কন্সট্রাকশন কোম্পানী ওয়েবসাইট
বায়িং হাউজ ওয়েবসাইট
গার্মেন্টস ওয়েবসাইট
ইন্টেরিয়র ফার্ম ওয়েবসাইট
ডেন্টাল ওয়েবসাইট
অনলাইন শপ ওয়েবসাইট
ক্লিনিক/হসপিটাল ওয়েবসাইট
সহ কাষ্টমারের চাহিদা মত ওয়েবসাইট সার্ভিস প্রদান করা হয়।
যোগাযোগ করুন -
সীমান্ত রোমেল
মোবাইলঃ ০১৯৭২০৭৯৮৫৬/ ০১৬১৮৪৪৮৯৪৮
ই-মেইলঃ [email protected]
ফেসবুক ঃ http://facebook.com/simantoromel.bd
আমি প্রোগ্রামার রোমেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 87 টি টিউন ও 732 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ফেসবুকে আমি http://www.facebok.com/simantoromel.bd আমার ওয়েবসাইট http://www.corposolution.com