আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং শিখুন, ইন্টারনেটে নিজের ক্যারিয়ার গড়ুন!

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম; IT City- আইটি সিটি এর পক্ষ হতে আপনাকে শুভেচ্ছা এবং স্বাগতম। IT City হলো বাংলাদেশে সর্বপ্রথম স্বল্পমূল্যে অনলাইন আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং লার্নিং প্লাটফর্ম।

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং কি?

আমরা সবাই ইন্টারনেট হতে ইনকাম করতে চাই তবে আক্ষেপের বিষয় যে আমরা এখনও অনেকে আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর প্রথাগত সংজ্ঞাটাই জানি না! আউটসোর্সিং শব্দের "আউট" অর্থ "বাহির" এবং "সোর্স" অর্থ "উৎস" মূলত  ইন্টারনেটের মাধ্যমে বাহিরের উৎস হতে হতে ইনকাম'ই আউটসোর্সিং। আর ফ্রিল্যান্সিং হলো কোন মাইক্রোজব ওয়ার্কিং প্লাটফর্ম (ফ্রিল্যান্সিং প্লাটফর্ম) যেমন ফ্রিল্যান্সার, আপওয়ার্ক, ফাইবার প্রভৃতি হতে কোন নির্দিষ্ট কাজের বিনিময়ে ইনকাম করা।

আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে সত্যিই কি ক্যারিয়ার গড়া সম্ভব?

যদি এক কথাতে উত্তর দিতে হয় তাহলে বলবো "হ্যা সম্ভব"।
আপনি Google এ গিয়ে লিখুন  How many websites are created every minute? তাহলে Google আপনাকে বলে দিবে প্রতি মিনিটে গড়ে ৩৮০ টি করে নতুন ওয়েবসাইট তৈরী হচ্ছে। তাহলে প্রতি ঘন্টার তৈরী হচ্ছে  ৩৮০x৬০=২২, ৮০০ ওয়েবসাইট আর প্রতিদিন তৈরী নতুন ওয়েবসাইটের সংখ্যা ২২, ৮০০x২৪=৫, ৪৭, ২০০ টি।
একবার ভেবে দেখুন তো এতোগুলো ওয়েবসাইট তৈরী করতে কতোজন দক্ষ ওয়েব ডিজাইনার কিংবা ওয়েব ডেভোলপার দরকার?
এটা তো গেল শুধু ওয়েব ডেভোলপিং ক্যাটাগরি এছাড়াও ফ্রিল্যান্সিং প্লাটফর্মে প্রোগ্রামিং, ফটোশপ, আর্টিকেল রাইটিং, কনটেন্ট ক্রিয়েশন, রিভিউ রাইটিং, মোবাইল এপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডাটা এন্টি, এসইও, ডিজিটাল মার্কেটিং, রিসার্চ রাইটিং, ট্রান্সেলেটিং প্রভৃতি শত শত প্রজেক্ট ক্যাটাগরি রয়েছে যেখান হতে উন্মুক্তভাবে আপনি ইনকাম করতে পারেন।
অন্যদিকে আউটসোর্সিং এর বিস্তৃত প্লাটফর্মে আপনি ব্লগিং, ই কমার্স বিজন্যেস, সোস্যাল মার্কেটিং, সিপিএ মার্কেটিং, এফিলিয়েট মার্কেটিং, ক্রিপ্টো ট্রেডিং, ইউটিউবিং, ই-কমার্স এবং এফ-কমার্স বিজন্যেস প্রভৃতি বিভিন্ন উপায়ে ইন্টারনেট হতে ইনকাম করতে পারেন।
এবার আপনিই ভাবুন ইন্টারনেটের এই মুক্ত প্লাটফর্মে আপনি কেন নিজের লাইফ এবং ক্যারিয়ার সফলভাবে গড়তে পারবেন না?
আপনার প্রয়োজন শুধু সঠিক গাইডলাইনে সঠিক জ্ঞান এবং শিক্ষাকে কাজে লাগিয়ে দক্ষভাবে ইন্টারনেট জগতে নিজেকে স্ট্যাবলিশ করা।

IT City- আইটি সিটি এর কোর্সে আপনি কি কি শিখতে পারবেন?

 

★আউটসোর্সিং এন্ড ফ্রিল্যান্সিং কনটেন্টঃ

(১) প্রোগ্রামিং
(২) ওয়েব ডিজাইন এন্ড ওয়েব ডেভলপমেন্ট
(৩) এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন)
(৪) অনলাইন সোস্যাল মার্কেটিং
(৫) ব্লগিং
(৬) ই-কমার্স বিজন্যেস
(৭) এফ-কমার্স বিজন্যেস
(৮) ডিজিটাল মার্কেটিং
(৯) সিপিএ মার্কেটিং
(১০) এফিলিয়েট মার্কেটিং
(১১) ক্রিপ্টো ট্রেডিং
(১২)ফ্রিল্যান্সার-আপওয়ার্ক-ইল্যান্স-ফাইবার প্রভৃতি বিভিন্ন ফ্রিল্যান্সিং প্লাটফর্মে সঠিক দিক নির্দেশনা ও উপযুক্ত শিক্ষাতে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে গড়ে তোলা।

এছাড়াও শুধু ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং নয় বরং IT City- আইটি সিটি এর লক্ষ্য আপনাকে একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে গড়ে তোলা সেইজন্য আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আপনাকে ইথিক্যাল হ্যাকিং শেখানো হবে।

★ইথিক্যাল হ্যাকিং কনটেন্টঃ

(১) হ্যাকিং ইনট্রোডাকশন এন্ড ইথিক্যাল হ্যাকিং
(২) ফেসবুক- ইমেইল- টুইটার প্রভৃতি অনলাইন সোস্যাল মিডিয়া একাউন্ট হ্যাকিং
(৩) ওয়াইফাই হ্যাকিং
(৪) সোস্যাল ইঞ্জিনিয়ারিং
(৫) প্রক্সি (এনোনিমাস)
(৬) ফিশিং
(৭) কি লগিং
(৮) আইপি ট্রাকিং
(৯) লোকেশন ট্রাকিং
(১০) কল স্পুফিং
(১১) মেসেজ স্পুফিং
(১২) ইমেইল ট্রাকিং
(১৩) ইমেইল স্পুফিং
(১৪) ইমেইল বোম্বিং
(১৫) ওয়েবসাইট হ্যাকিং
(১৬) ডস ও ডিডস এট্যাক
(১৭) ব্রুটফোর্স এট্যাক
(১৮) অ্যান্ড্রয়েড রিমোট এক্সেস
(১৯) ম্যালওয়েল (ভাইরাস ক্রিয়েটিং)
(২০) র‌্যানসমওয়্যার
(২১) তথাপি একজন সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট হিসেবে ক্যারিয়ার তৈরীর পরিপূর্ণ গাইডলাইন।
[*এক্সট্রিম হ্যাকিং টিউটোরিয়াল এবং কনটেন্ট উহ্য রাখা হলো]

কোর্স ফি?

IT City- আইটি সিটি এর ৩ মাস ব্যাপী আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং এবং হ্যাকিং লার্নিং কোর্স ফি মাত্র ৩০০০ টাকা।
বর্তমান সময়ে নিতান্তই ব্যাসিক কম্পিউটার ট্রেনিং এর জন্যও হয়তো ৩০০০ টাকার চেয়ে বেশী কোর্স ফি রাখা হয়, সেখানে নিজের লাইফ এবং ক্যারিয়ার তৈরীর প্রশ্নে আমাদের কোর্স ফি সকলের জন্যই এফোর্টেবল।
মূলত স্বল্পমূল্যে সকলের মাঝে আইটি শিক্ষায় যুব সম্প্রদায়ের বেকারত্ব দূর করায় আমাদের লক্ষ্য।
তথাপি একান্তই অর্থনৈতিকভাবে দূর্বল এবং মেধাবী শিক্ষার্থী হলে আলোচনার মাধ্যমে কোর্স ফি কনসিডার করা হবে।

অনলাইনে কিভাবে কোর্স করবেন?

আপনার নিজস্ব ইমেইল এড্রেস আমাদের সার্ভারের সাথে যুক্ত থাকবে ফলে আপনি যখন যেখানে খুশী আমাদের ক্লাস ফলোআপ করতে পারবেন।
আমাদের ক্লাসগুলো হবে টেক্সট টিউটোরিয়াল এবং ভিডিও টিউটোরিয়াল ফলে আপনি সহজেই বুঝতে এবং শিখতে পারবেন।
আমাদের ক্লাসগুলি করার জন্য আপনার নিজস্ব ডেস্কটপ বা ল্যাপটপের প্রয়োজন নেই বরং শুধু একটি এনড্রোয়েড মোবাইল থাকলেই সম্ভব (এনড্রোয়েড মোবাইল দিয়ে ক্লাস-টিউটোরিয়াল প্র্যাকটিস করার যাবতীয় সফটওয়্যার তথা এপ্লিকেশন এবং গাইডলাইন আমরাই আপনাকে দিয়ে দিবো)।

অনলাইনে কোর্স করে সত্যিই কি আপনি শিখতে পারবেন?

আমাদের অনেকের মনেই একটা ভুল ধারণা আছে যে অনলাইনে ক্লাস করে শেখার চাইতে ফিজিক্যালি কোন অফিসে এসে শিখলে সেটা হয়তো বেশীই ফলপ্রসূ হয় অথচ সত্যটা হলো কোন ক্লাসরুমে বসে সবার সাথে গৎবাধা ক্লাস করার চাইতে একাকী নিজের বাসায় বসে কোন কিছু শিখলে সেটার ইফিসিয়েন্সি ৭০% বেশী হয় ফলে আপনি আরও সহজভাবে তা আত্মস্থ করতে পারেন। আপনি Google এ গিয়ে Udemy লিখে সার্চ করলেই দেখতে পাবেন এটি গোটা ওয়ার্ল্ডের ভেতর সবচেয়ে বেস্ট লার্নিং প্লাটফর্ম।
কিন্তু দুঃখের বিষয় হলো Udemy এর সকল কোর্স একদিকে যেমন অতি উচ্চমূল্য তেমনি তা ইংরেজী ভাষায় হওয়ায় আমাদের পক্ষে তো বোঝা এবং প্র্যাকটিস করা সহজ নয়।
IT City- আইটি সিটি এর সকল ক্লাস বাংলা ভাষায় হওয়ায় একদিকে সকলের জন্য তা বোঝা যেমনি সহজ হবে তেমনি কোর্স মেন্টর থাকায় আপনি কোন কিছু বুঝতে না পারলে সরাসরি প্রশ্ন করতে পারবেন।
আপনাকে ঠিক ততোক্ষনই আমরা বোঝাবো যতোক্ষন না পর্যন্ত আপনি তাতে সফল হচ্ছেন; আপনার প্রশ্নে আমরা কখনোই বিরক্ত হবো না।

 

আপনার পেমেন্ট এর সিকিউরিটি কি?

IT- City আইটি সিটি এর কোর্স ফি আপনি bKash কিংবা Nagad এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন তথাপি যেহেতু বর্তমান সময়ে অনলাইনে বিশ্বাস শব্দটা বিলুপ্ত প্রায় তাই আপনি চাইলে ফেইস-টু-ফেস সাক্ষাতের মাধ্যমে কোর্স ফি পেমেন্ট করতে পারবেন (IT City- আইটি সিটি এর CEO কিংবা CO-CEO এর সহিত সাক্ষাত করতে পারেন)।
প্রতিটি স্টুডেন্ট নিবন্ধনের সময় একটি অফিশিয়াল এগ্রিমেন্ট পেপার দেওয়া হবে (কুরিয়ার এর মাধ্যমে) যাতে স্পষ্টভাবে আপনি আমাদের নিকট হতে উপরোক্ত আউটসোর্সিং শিক্ষার বিষয়ে উল্লেখ থাকবে, আমরা আপনার পরিপূর্ণ বিশ্বাস অর্জনের মাধ্যমে সঠিক গাইডলাইনে ইন্টারনেটে আপনার সফল ক্যারিয়ার গড়তে বদ্ধপরিকট।

কোর্স শেষে আপনি কি পাবেন?

সাধরণত বেশীরভাগ আউটসোর্সিং ট্রেনিং সেন্টারগুলি আপনার কোর্স শেষ হওয়ার পর আর আপনার দায়ভার গ্রহন করে না; আমরা আপনার কোর্স সমাপ্তির পর সেই শিক্ষাকে কাজে লাগিয়ে যেন পরিপূর্ণভাবে সফলতা লাভ করতে পারেন সেইজন্য লাইফ টাইম সাপোর্ট দিবো ইনশাল্লাহ [এগ্রিমেন্ট পেপারে এটা উল্লেখ থাকবে]।

কোর্স শেষে আপনি ইনকাম করতে পারবেন তার নিশ্চয়তা কি?

IT City- আইটি সিটি এর কোর্স শেষে উক্ত কোর্সের সকল স্টুডেন্ট নিয়ে আমাদের ব্যাচভিত্তিক IT City Care (ICC) গ্রুপ তৈরী হবে যেখানে আপনারা আপনাদের পছন্দের ক্যাটাগরি অনুযায়ী আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং সেক্টরে কাজের ইন্ডিকেশন পাবেন এবং লাইফ টাইম আমাদের টাচে থেকে নিয়মিত সাপোর্ট পাবেন যেন কোথাও কোন কাজে প্রবলেম ফেস করলে আমরা উইলিংলি আপনাকে সহায়তা করবো।
আমরা ততোক্ষন পর্যন্ত আপনাকে সহায়তা করবো যতোক্ষন না অবধি আপনি সফলতা অর্জন করতে পারছেন।
আপনার সফলতায় আমাদের স্যাটিসফেকশন।

এখনও কি আপনি সিদ্ধান্ত নিতে হেজিটেশনে ভুগছেন?

সত্যি বলতে বাংলাদেশের অধিকাংশ মানুষই অনলাইনে বিভিন্নভাবে প্রতারণার স্বীকার হয়ে "চুন খেয়ে গাল পুড়েছে তাই দই দেখলে ভয় পান" তবে আমরা বাংলাদেশে যুব সম্প্রদায়ের মাঝে স্বল্পমূল্যে আইটি শিক্ষায় পরিপূর্ণ আউটসোর্সিং এবং ফ্রিল্যান্সিং এর মাধ্যমে স্বনির্ভর করে গড়ে তুলতে বদ্ধ পরিকট সুতরাং আপনার সংকোচ দূর করে আমাদের জাস্টিফাই করুন এবং ইন্টারনেটে নিজের ক্যারিয়ার গড়ে তুলুন।
যেহেতু প্রশ্নটা আপনার লাইফ এবং ক্যারিয়ারের সুতরাং আপনি আমাদের সহিত সরাসরি সক্ষাতের মাধ্যমে সকল হেজিটেশন দূর করতে পারেন এবং আমাদের এই অনলাইন প্রতিষ্ঠানের সাথে এগ্রিমেন্ট সাইনআপ করার মাধ্যমে আপনার নিশ্চিত সফলতার বিষয়ে নির্ভার থাকতে পারেন। আমাদের নিকট প্রতিটি স্টুডেন্ট'ই আমাদের অ্যাসেট তাই পরিপূর্ণ শিক্ষা এবং গাইডলাইন দেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য।

আমাদের ১ম ব্যাচের কোর্স শুরু হবে মহান ভাষা শহীদ'দের সম্মানে আগামী ২১শে ফেব্রুয়ারি ২০২০ ; আজই আপনার কাঙ্খিত ব্যাচ মোম্বারশীপ নিশ্চিত করুন

আমাদের ওয়েবসাইটঃ IT City-আইটি সিটি
আমাদের ইমেইল করতে পারেনঃ [email protected]
আমাদের ফেসবুক পেইজে মেসেজ করতে পারেনঃ IT City- আইটি সিটি
হটলাইন (কল/মেসেজ): 01954-649408
IT City- আইটি সিটি CEO: Md Abul Kalam Azad

আপনাদের সকলের জন্য নিরন্তর শুভেচ্ছা এবং ভালোবাসা রইলো।
জাজাকাল্লাহ, আল্লাহ হাফেজ

Level 0

আমি মোহাম্মদ আবুল কালাম আজাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 4 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস