ইউটিউব ভিডিও শেয়ার করে ইনকাম করুন একদম ফ্রিতে

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

Wbsite Link: https://uastars.com

প্রথমেই আমি এর কিছু সুবিধার কথা বলে নেই।

  • ইউটিউব এর যেকোন ভিডিও দিয়েই আপনি ইনকাম করতে পারবেন।
  • আর সম্পূর্ন ফ্রিতেই আপনি এইখানে একাউন্ট করতে পারবেন।
  • আপনি বিকাশ এর মাধ্যমেই আপনার ইনকাম এর টাকা তুলতে পারবেন। আর আমি এই বিষয়টা একটু পরে বিস্তারিত বলব।
  • Blue Verification Bage.
  • যেহেতু ইউটিউব এর যে কারও ভিডিও দিতে পারবেন তাই আপনাদের ভিডিও বানানোর কোন প্রয়োজন নেই খুব সহ সহজেই ভিডিও দিতে পারবেন আপনার চ্যানেলে।
  • আর আপনি পাচ্ছেন সর্বোচ্চ CPC(মানে প্রতি ক্লিকে আপনি কত টাকা পাবেন) 0.01-0.02 $ যা আপনার ইনকাম অনেকটাই বাড়িয়ে দিবে।

আরো বেশ কিছু সুবিধা এই সাইটে আছে যা আপনারা এই টিউনি সবটুকু পড়লেই জানতে পারবেন আর ওয়েবসাইটটি ব্যবহার করলেই জানতে পারবেন।

তো চলুন এখন দেখে নেয়া যাক যে কিভাবে আপনারা একাউন্ট করবেন এবং মনিটাইজেসন অন করবেন আর এই সাইট এর কিছু ফিচার্স ও দেখে নিব।

প্রথমেই আপনি ওয়েবসাইটে চলে যাবেন তারপর উপরে ডান দিখে দেখতে পারবেন যে একটা আইকন আছে অইখানে ক্লিক করে দেখবেন যে লগিন আর সাইনাপ লিখা আসছে তারপর আপনি সাইনাপে ক্লিক করবেন আর যদি আগে থেকেই একাউন্ট থাকে তাহলে লগিনে ক্লিক করবেন।

নিচের ছবিতে দেখেন সাইনাপ ফর্ম। এখানে দেখানো আছে যে কি কি লাগবে একাউন্ট করতে।

সাইনআপ ফর্ম

আর এই ইমাজটি হল লগিন ফর্ম।

লগিন ফর্ম

তারপর নিচের ছবিতে দেওয়া আইকনে ক্লিক করবেন।

 

 

তারপর নিচে দেওয়া ছবিতে যেই ভাবে দেখানো হয়েছে সে ভাবে সব সেটিংস করে ফেলুন।

তারপর সেটিংসে চলে যাবেন। এবং নিচে দেখানো ছবি এর মত আপনার তথ্য গুলো পূরন করে নি আর যদি কোন কিছু পরিবর্তন করতে হয় তাহলে তাও করতে পারবেন।

তারপর সব তথ্য দেওয়া হয়ে গেলে সেইভ বাটনে ক্লিক করে দিবেন।

তারপর চলে যাবেন প্রফাইল অপশনে নিচে ছবিতে দেখানো হল কিভাবে প্রফাইল অপশনে যাবেন।

আর ছবিতে দেখানো পেইজটি ওপেন হলে আপনার সমস্ত তথ্য সঠিক ভাবে দিয়ে দিবেন।

তারপর সেইভ বাটনে ক্লিক করে সেইভ করে দিবেন।

তারপর চলে আসবেন এভাতার এবং কভার অপশনে।

আর এই অপশনে ক্লিক করার পর চলে আসবে নতুন একটি পেইজ।

তারপর আপনার চ্যানেল এর প্রফাইল পিক এবং কভার পিক আপলোড করে দিবেন। তারপর সেইভ করে দিবেন।

এখন আপনাদের দেখাব যে কিভাবে ইউটিউব এর যেকোন ভিডিও আপনাদের চ্যানেলে আপলোড করবেন। আর তারপর দেখাব যে কিভাবে আপনার চ্যানেল মনিটাইজ করবেন এবং কিভাবে আপনার টাকা তুলবেন।

তারপর আপনি দেখতে পারবেন যে উপরে মেনু বারে Import অপশন আছে। নিচে ছবিতে দেখানো হল।

তারপর এই Import অপশনে ক্লিক করবেন তারপর নিচের ছবির মত একটি নতুন পেইজ ওপেন হবে।

আর সেইখানে ইউটিউব এর যেকোন ভিডিও এর লিঙ্ক দিয়ে দিবেন আর তারপর Fecth Video এই বাটনে ক্লিক করবেন।

তারপর নিচের মত করে আরেকটি পেইজ আসবে সেইখানে আপনি যেই ভিডিও টা Import করছেন সেই ভিডিও এর সকল তথ্য দেখতে পারবেন আপনি চাইলে সেখান থেকে যেকোন কিছু পরিবর্ত্ন করতে পারবেন।

তারপর একদম নিচের পাবলিশ বাটনে ক্লিক করে ভিডিও টি পাবলিশ করে দিবেন।

আর এখন বলব যে কিভাবে আপনি আপনার চ্যানেল এর জন্য মনিটাইজেশন অন করবেন।

মনিটাইজেশন অন করার জন্য আপনাকে চলে যেতে হবে সেটিংস অপশনে সেখান থেকে নিচে ছবিতে দেখানো অপশনে ক্লিক করতে হবে।

তারপর মনিটাইজেশনে ক্লিক করতে হবে।

তারপর আপনি ডিজেবল অপশনে ক্লিক করে দিবেন নিচে ছবিতে দেখানো হল।

তারপর দেখবেন যে ডিজেবল থেকে এনেবল হয়ে গিয়েছে। নিচে ছবিতে দেখেন।

এখন হয়ে গেল আপনার চ্যানেলের মনিটাইজেশন অন। এখন থেকে আপনার চ্যানেলের আপলোড করা করা কোন ভিডিও যদি কেও দেখে তাহলে তার কাছে আপনার ভিডিওতে এড আসবে আর সে যদি সেই এডে ক্লিক করে তাহলে। সেখান থেকে আপনার ইনকাম হবে। প্রতি ক্লিকে আপনি পাবেন 0.01-0.02$।

আর এখন দেখাব যে কিভাবে আপনি আপনার ইনকাম করা টাকা তুলবেন। নিচে দেওয়া ছবির মত করে আপনি সেটিংসে গিয়ে ব্যলেন্স অপশনে চলে যাবেন।

তারপর ব্যলেন্স অপশনে ক্লিক করবেন। আর ব্যলেন্স অপশনে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেইজ ওপেন হবে। সেই পেইজ এর একটা ছবি আমি নিছে দিয়ে দিয়েছি। আর আমি টাকা তুলার বিষয়ে আরো টিউন লিখব এখন শুধু সধারন একটা ধারনা দিয়ে দিচ্ছি আর আমাদের পেমেন্ট সিস্টেম টা কিন্তু বিকাশ। এর কারন হল আমরা প্রথমে আমাদের নিজের কান্ট্রির ইউজারদের তার্গেট করতেছি পরবর্তিতে আমরা সারা ওয়ার্ড ওয়াইড কাজ করব।

তারপর নতুন পেইটি আসবে।

তারপর এইরকম একটি পেইজ আসবে আর এইখানে উপরে আপনার ব্যলেন্স দেখাবে আর নিচে ১ম ঘরে আপনি একটা ইমেইল দিবেন আর নিচে আপনি কত  ডলার উঠাতে চান তা লিখে দিবেন।

এই সাইটে মিনিমাম পেমেন্ট হল ৫০ ডলার।

তারপর আপনি সাবমিট এ ক্লিক করবেন। আর আপনি যেই ইমাইল এড্রেসটা দিবেন সেই ইমেইলে আমাদের ওয়েবসাইট এর PAYMENT TEAM আপনার ইমেইলে ইমেল করে আপনার বিকাশ এর নাম্বার জানতে চাইবে আর তারপর আপনি আমাদের ইমেইল এর রিপ্লেতে আপনার বিকাশ একাউন্ট এর নাম্বার আর আপনার একাউন্ট এর টাইপ দিয়ে ইমেইল এর রিপ্লে দিয়ে দিবেন আমাদের ইমেইল এড্রেসটা হল [email protected] এই ইমেইলে ইমেইল করা হবে আপনাকে আর আপনি আমাদের ইমেইল পাওয়ার পর আপনি যেই ইমেইলটা পেমেন্ট রিকয়েস্ট এর সময় দিয়েছিলেন সেই ইমেইল থেকেই রিপ্লে দিবেন। আর আপনার সব কিছু ঠিক থাকলে ৫ কার্যদিবসের মধ্য টাকা আপনার একাউন্টে পাঠিয়ে দেওয়া হবে।

আর আমি আপনাদেরকে আরো বলে দিচ্ছি যে আমরা পেমেন্ট নিয়ে আরো বিস্তারিত লিখব তাই আমাদের ব্লগ পেইজে ঘুরে আসবেন।

এখন আমাদের আরো একটি নতুন ফিচার্স এর বিষয়ে বলব সেটি হল আমাদের ভিডিও স্টুডিও বা আপনাদের চ্যানেল এর Analytics কিভাবে দেখবেন। এই নিয়েও আরো বিস্তারিত আরেকটা টিউনে লিখা হবে।

নিচে ছবিতে দেখানো হয়েছে যে কিভাবে আপনারা আপনাদের ভিডিও স্টুডিও তে প্রবেশ করবেন।

ভিডিও স্টুডিও

আরো আমাদের কিছু ফিচার্স আছে যা আপনারা আমাদের সাইটে প্রবেশ করলেই বুঝতে পারবেন। আর আমাদের সাইটে আস্তে আস্তে অনেক আপডেট আসবে।

ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।

Level 0

আমি মাহমুদুল হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস