আসসালামু আলাইকুম, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। টাইটেল দেখেই বুঝতে পেরেছেন যে আজ কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন।
আপনারা হয়তো বিভিন্ন ফটো এডিটর ব্যবহার করে ফটো এডিটিং করে থাকবেন। কিন্তু, অনলাইনেও এমন কতগুলো সাইট রয়েছে যেখানে আপনার পার্সোনাল আইডিয়ার সংমিশ্রণে বিভিন্ন জিনিস ডিজাইন করতে পারবেন। সেগুলো সেল করে উপযুক্ত পয়সা আয় করতে পারবেন। Thumbnail আপনারা এরকম একটা ফটো দেখতে পাচ্ছেন।
আপনারা হয়তো অবগত আছেন যে অনলাইনে এমন কিছু প্লাটফর্ম আছে যেখানে আপনি আপনার Creative Idea দিয়ে Men's, Wemen's and Babies' T-shirt, Sock, Hoodie, Mug, Bag, Cases, Pillows, Camper Cup etc.
বাংলায় বলতে গেলে, পুরুষ, মহিলা এবং বাচ্চাদের টি-শার্ট, মোজা, হুডি, মগ, ব্যাগ, মোবাইল কেস, বালিশ, ক্যাম্পার কাপ ইত্যাদি।
এই সকল t-shirt designing এর মাধ্যমে আপনি একটা ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবেন। সেটা নিচের সাইটগুলোতে ব্রাউজ করলেই বুঝতে পারবেন।
যত সেল হবে তত আপনার ইনকাম। তবে হ্যাঁ, এর জন্য আপনাকে প্রচার-প্রচারণা মানে ads এর সাহা্য্য নিতে হবে। ধরুন আপনার একটা ডিজাইন ৫০ টা সেল হয়েছে। তাহলে আপনি ৫০*৩০= ১৫০০$ ডলার আয় করতে পারবেন।
যদি আপনার ১০ টা ডিজাইন থাকে প্রতিদিন ৪ টা সেল হয়। তাহলে ৭ দিনে ২৮ টি। ৩০ দিনে ৩০*৪=১২০টি। ১২০*৩০=৩৬০০$ ডলার। এটা সম্ভাব্য। তবে আপনার সেল নির্ভর করে আপনার ডিজাইন ক্রিয়েটিভিটির ওপর ও ads এর ওপর।
আপনি আসলেই ভালো ডিজাইনার। কিন্তু, এগুলো আপনাকে ক্রেতাদের কাছে পৌঁছে দিতে হবে। ads নিয়ে চিন্তিত হবার কারণ ততটা নেই বললেই চলে। আপনি কোথায় এড দিবেন?
Facebook : হ্যাঁ, আপনার পরিচিত সোশাল কমিউনিকেটিং প্লাটফর্ম। শেয়ার করুন ফেসবুকে। কিন্তু বাংলাদেশে এই ডিজাইনের খদ্দের খুব কম। তাই আপনি যদি আপনার ডিজাইন নিয়ে খুব কনফিডেন্ট হন তো একটু রিস্ক নিয়ে কিছু টাকা খরচ করে ফেসবুকে অ্যাড দিয়ে দেন। আপনি যতটা না আশা করছেন, তার চেয়েও বেশি আয় করতে সক্ষম হতে পারেন। মনে রাখবেন, No risk, no gain.
Instagram : এটাও একটা ফেসবুকের মতো প্লাটফর্ম। এখানও আপনি আপনার ডিজাইনের ক্রেতা পেতে পারেন।
Bloggers Platform : টি-শার্ট ডিজাইন সম্পর্কিত বিভিন্ন ব্লগ খুঁজুন। সেখানে আপনার ডিজাইনের লিংকগুলো শেয়ার করুন। হয়তো কেউ আকৃষ্ট হয়ে আপনার ডিজাইনের ক্রেতা হতে পারেন। বিশেষ করে যারা Ads এর মাধ্যমে আপনার ডিজাইনের ভালো বায়ার চান। তারা নিচের বইটি পড়তে পারেন। আশা করছি এরপর আর কোনো সমস্যা থাকবে না।
নিচের লিংকে ক্লিক করুন। কিছু স্টেপ পার করুন। ডাউনলোড হয়ে যাবে। How to sell Designed T-shirt and Ads Management
আমি মোঃ ফেরদৌস হাওলাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Nice post. https://i-am-rubel.blogspot.com