আপনি কেন চুরি করবেন? কি চুরি করবেন?

এই ব্লগ পোস্টটি শুরু করার আগে আমার একটি প্রশ্ন হল পৃথিবীতে কি চুরির ধরন এবং প্রসেস একরকম রয়েছে?

সর্ব প্রথমে আমি আপনাদের ভুল ধারণাটি সংশোধন করে দিচ্ছি, এই টিউনের টাইটেল দেখে হয়তো আপনি আমাকে ভুল বুঝছেন যে আমি হয়তো কোন খারাপ কিছু শেখাতে চাচ্ছি বা কোন কিছু চুরি করা শিখাতে চাচ্ছি। কিন্তু আসলে সেই বিষয়টি না! মূল বিষয়টি হলো আমি আপনাদের কে শেখাতে চাচ্ছি কিভাবে আপনি একজন সফল মানুষের সিক্রেট নিয়মগুলো চুরি করে আপনার সফলতা কে হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন।
আর একটা কথা আপনাকে সবসময় বুঝতে হবে যে চুরি পৃথিবীতে একরকম নেই পৃথিবীতে অনেক ধরনের চুরির সিস্টেম আছে।

একবার ভাবুন তো পৃথিবীতে আজ যারা সফল মানুষ তাদের জীবনের কাহিনী একেক জনের একেক রকম ছিল। তাদের জীবনের সফলতার পেছনে কোনো না কোনো একটি সিক্রেট বিষয় ছিল যেটির মাধ্যমে তারা তাদের সফলতার বাক্সটিকে হাতে পেয়েছে।
আচ্ছা যাই হোক, এবার আসি মূল কথায় আর সেটি হল সফল মানুষদের গোপন বা সিক্রেট বিষয়টি আপনি কেন চুরি করবেন? আসলে এখানে চুরি করার কথাটি অত্যন্ত খারাপ দেখাচ্ছে কিন্তু আসল কথা বলতে গেলে এটাকে চুরিই বলে কিন্তু এই চুরিতে কোন পাপ হবে না!

1. আপনি যদি আর 10 টি সফল মানুষের খাতায় আপনার নামটি লেখাতে চান তাহলে অবশ্যই আপনাকে কোন না কোন সকল মানুষকে ফলো করতে হবে। আর এমনভাবে ফলো করতে হবে যেন সে না বুঝতে পারে যে আপনি তার কোন সিক্রেট বিষয় ফলো করছেন কোন কিছু পাওয়ার আশায়। তাই এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবেন।
আপনি যখন কোনো এক সফল মানুষকে ফলো করবেন তখন আপনার আশেপাশের লোক যেন না জানতে পারে আপনি সেই মানুষটিকে ফলো করে সফলতা অর্জন করতে চাচ্ছেন। এই কাজটি করলে অন্তত আপনি লোকের সমালোচনায় পড়বেন না।

2. এই বিষয়ে আমার দ্বিতীয় নাম্বার যেই পরামর্শটি থাকবে সেটি হল এক বা একাধিক সফল মানুষকে ফলো করবেন। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় যে আপনি যখন এক বা একাধিক সফল মানুষকে ফলো করবেন তখন সেই সকল মানুষ গুলো অবশ্যই আপনার ইন্ডাস্ট্রিতে বা আপনার ক্যাটাগরিতে অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি সেই ফলো মানুষগুলোকে অবশ্যই এক ক্যাটাগরিতে হতে হবে। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যদি বিল গেটস এর মত হতে চান তাহলে আপনাকে বিলগেটস এর মত আরো দুই একজনকে ফলো করতে হবে যেমন স্টিভ জবস, মার্ক জাকারবার্গ।

3. এই বিষয়ে আমার তৃতীয় নম্বর যেই পরামর্শটি থাকবে আর সেটি হল আপনি যেই সকল সফল মানুষদের ফলো করছেন সেই মানুষগুলো যতোটুকু কাজ করে সফলতা অর্জন করেছে আপনাকে তারচেয়ে একটু হলেও বেশি কাজ করতে হবে। এতে করে যেটি হবে সেটি হল আপনি যখন সফলতার এক পর্যায়ে পৌঁছে যাবেন তখন আপনি যাকে ফলো করে সফলতা অর্জন করতে চেয়েছিলেন তার চেয়ে আপনার সফলতার মাত্রাটি দ্বিগুণ হয়ে যাবে অর্থাৎ আপনি যাকে ফলো করেছেন সে এক সময় আপনাকে ফলো করবে।

আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্বে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন।

Level 2

আমি সাজিদুর রহমান। CEO & Co-Founder, DakPakhi LTD., Meherpur। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 7 টিউনারকে ফলো করি।

টেকনোলজি রিলেটেড যত কিছু এ পর্যন্ত শিখেছি চেষ্টা করে যাচ্ছি মানুষের মধ্যে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার। নিজের সম্পর্কে বলার মতো কিছু নেই তবুও একটা কিছু আছে বলে মনে হয় ! বর্তমানে লেখাপড়া করছি কম্পিউটার ডিপ্লোমায়।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস