আশাকরি সবাই ভালই আছেন আজকে আমি কি নিয়ে টিউন করব তা নিশ্চই টাইটেল দেখেই বুঝে গেছেন।
হ্যাঁ, আজকে আমরা ফেসবুক এর বিকল্প ব্যবস্থা এলআইলুক এর আলোচনা করব এবং কিভাবে একটা একাউন্ট খুলবো।
৹ এলআইলুক কি? https://allylook.com/
শহজ ভাষায় বলতে গেলে facebook এর মতো একটা সোসাল মিডিয়া। যেখানে আমারা ফেসবুকের মতো করেই ব্যবহার করতে পারব। তবে এটা আমাদের দেশের নিজস্ব তৈরি। এই বছরেই কিছুদিন আগেই থেকে এর যাত্রা শুরু হয়।
আমরা সবাই ফেসবুকে অনেক সময় ব্যয় করে থাকি, তবে তাতে কোন লাভ নাই বললেই চলে। তবে এতে রয়েছে কিছু আর্ন করারও ব্যবস্থা।
ব্যক্তিগত ভাবে বলতে গেলে, আমি মনে করি যে এলআইলুক সকলের ব্যবহার করা উচিত। কারণ এটা আমাদের নিজের দেশের তৈরি। আমাদের সকলের উচিৎ দেশিও তৈরি সোসাল মিডিয়াকে, বিশ্বে একাটা ভাল অবস্থান তৈরি করা।
যাই হোক এবার কাজে আশা যাক এলআইলুক এ একাউন্ট খোলা খুবই শহজ একটা কাজ।
এর জন্য আপনার একটা জিমেল আইডি থাকলেই হবে।
একটা Username দিবেন।
E-mail address দিন।
Password
Confirm Password একই।
আপনার Gender সিলেক্ট করুন।
মার্ক করা যায়গায় টিক দিয়ে Let’s Go তে ক্লিক করুন।
এবার লগ ইন করার পালা। আপনার ছবি দিতে বলবে। সব কিছু দিয়ে লগ ইন করে নিবেন অথবা পরেও সব তথ্য দিতে পারবেন। আমি আগেই করেছি তাই দেখাতে পারলাম না। তবে তেমন কোন কঠিন কাজও কিন্তু না।
হোম পেজ সহ সবকিছু প্রায় ফেসবুক এর মতো। এক কথায় প্রায় পুরাটাই ফেসবুকের বিকল্প ব্যবস্থা। এতে শুধু মাত্র আইকনগুলো ও ডিজাইনের ভিন্নতা আছে। আপনারা একবার ব্যবহার করলেই সবকিছু বুঝে যাবেন। তাই এটি ব্যবহার করার জন্য অন্য কোন টিউটোরিয়াল প্রয়োজন হবে না। যেভাবে ফেসবুক ব্যবহার করি ঠিক সেইভাবে এটিও ব্যবহার করতে হয়। এবং এতে রয়েছে এড করা এবং ফলো (Follow) করার ব্যবস্থা
আমি আরিফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।