ওয়েবসাইট তৈরির খরচ [অনেক কমেই পেতে পারেন আপনার সাইট]

আপনারা যারা আপনাদের ব্যবসা বা পার্সোনাল ওয়েবসাইট তৈরী করার কথা ভাবছেন তাদের মাথায় একটা প্রশ্ন আসে আর তাহলো একটি ওয়েবসাইট বানানোর খরচ কত।

তো কয়েকটি বিষয় সম্পর্কে জানলে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইটের খরচ সম্পর্কে একটি পরিষ্কার ধারণা পেতে পারেন।

তাই আমার আজকের এই টিউনে আমি শেয়ার করছি যে একটি ওয়েবসাইট তৈরী করতে কেমন খরচ হতে পারে।

অনেকেই এ ব্যাপারে না জানার ফলে তাদের কাছ থেকে ১৫০০০ – ২০০০০ টাকা চার্জ করা হয়।

তাহলে শুরু করা যাক।

ওয়েবসাইট তৈরির খরচ!

একটি ওয়েবসাইট তৈরিতে কত খরচ পড়বে তা কয়েকটি জিনিসের ওপর নির্ভর করে।

তো আপনি যদি ওই জিনিসগুলোর আলাদা আলাদা দাম বের করতে পারেন, তবে খুব সহজেই আপনার সাইটের কস্টিং বের করে ফেলতে পারবেন।

তাহলে এখন জেনে নেই যে একটি সাইট তৈরিতে কি কি জিনিসের প্রয়োজন হয়।

একটি সাইট তৈরী করতে নিম্নোক্ত জিনিসগুলো প্রয়োজন –
১. একটি ডোমেইন ১০ – ১২ ডলার (৮০০ থেকে ১০০০ টাকা)

২. একটি হোস্টিং প্যাক (সরাসরি আমেরিকান হোস্টিং ১৩০০ টাকা থেকে শুরু)

৩. একটি SSL সার্টিফিকেট (১৫০ টাকা থেকে শুরু)

৪. ওয়েব সাইট ডিজাইনার (বেসিক কাজের জন্য ৩০০০ থেকে ৪০০০ টাকা)

তো আমি যদি প্রথম ৩ টি জিনিস যেমন একটি ডোমেইন, একটি হোস্টিং প্যাকেজ, ও একটি সার্টিফিকেট এর মূল্য যোগ করি, তবে তার সর্বমোট মূল্য হবে –

১০০০ + ১৩০০ + ১৫০ = ২৪৫০ টাকা।

যে আপনার সাইটটি করে দেবে তাকে ৩০০০ থেকে ৪০০০ টাকা পারিশ্রমিক দিলেই যথেষ্ট।

তো মোট খরচ দাঁড়ালো ২৪৫০ + ৩০০০ = ৫৪৫০ টাকা

পুরো এক বছরের জন্য এটিই সর্বোচ্চ খরচ।

তো মাত্র ৫৪৫০ টাকা খরচেই আপনি পেয়ে যেতে পারেন আপনার নিজের একটি ওয়েবসাইট।

তবে৷ E-commerc Site হলে খরচ একটু বেশি.।

১০০০০ টাকা এর মত।

আপনার ওয়েবসাইট খুলতে আজই আমার সাথে

যোগাযোগ করুন: 01720-254875
অথবা আমার পেজে যোগাযোগ করুনঃ-
Freelancer Sabbir

কিছু সতর্কতা!

আপনি আপনার ওয়েবসাইটটি অবশ্যই নিজের একাউন্টে খুলবেন, তাহলে পুরো কন্ট্রোল আপনার হাতে থাকবে।

আর আমি সব সময়ই আমার ক্লায়েন্টের নিজের একাউন্টেই ওয়েবসাইট খুলে দেই যাতে করে সম্পূর্ণ নিরাপত্তা ক্লায়েন্টের হাতেই থাকে।

কোন লোকাল হোস্টিং কোম্পানির কাছ থেকে খুললে আপনি রিসেলার হোস্টিং পাবেন যেখানে পারফরমেন্স সরাসরি আমেরিকান হোস্টিং এর থেকে অনেক অনেক কম হবে এবং নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে।

আপনার ওয়েবসাইটের সবকিছুই আমেরিকার বিখ্যাত ডোমেইন রেজিস্ট্রার ও ওয়েব হোস্টিং কোম্পানি

Namecheap এর কাছ থেকে কিনে দেব যাতে করে এর পারফর্মেন্স হয় সেই মানের।

তো আপনার সাইটটি নিজের একাউন্টে খুলতে গেলে অবশ্যই একটি ইন্টারন্যাশনাল কার্ড থাকতে হবে।

আর এ নিয়ে আপনাকে ভাবতেই হবে না কারণ আমাদের মাস্টারকার্ড দিয়েই আপনার সকল পেমেন্ট করে দেওয়া হবে।

আপনার কোন প্রশ্ন থাকলে টিউমেন্টে জানান।

 

Level 2

আমি Freelancer Sabbir। Senior Web Developer, Jessore। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

User experience designer based in Bangladesh. I am Sabbir Hossain from Jessore, Bangladesh offering you a very low cost effective high quality professional custom website


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস