আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ!
বন্ধুরা, আশা করি সকলেই অনেক ভাল আছেন।
আপনি হয়ত ইউটিউবে মনিটাইজেশনের জন্য অনেক চেস্টা করেছেন কিন্তু পাচ্ছেন না। আবার হয়ত, আপনার চ্যানেলে প্রচুর ভিউ আছে কিন্তু মনিটাইজেশন নেই। তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে এডসেন্স ছাড়াও ইউটিউব থেকে আয় করা যায়।
বাহিরের দেশগুলোতে এডসেন্সকে তাদের প্রধান ইনকাম সোর্স হিসেবে রাখে না, কিন্তু আমাদের দেশে ইউটিউবে যারা কাজ করে তারা তাদের একমাত্র আয়ের সম্বল মনে করে এডসেন্সকে। ইউটিউবকে ব্যবহার করে এডসেন্স থেকেও ১০ গুণ বেশী অর্থ আয় করা যায়, চলুন তাহলে জেনে নিই এডসেন্স ছাড়াও ইউটিউব থেকে আয় করার কয়েকটি পদ্ধতি সম্পর্কে-
Affiliate Marketing:- যারা এফিলিয়েট মার্কেটিং করে তাদের আয় সম্পর্কে আপনাদের যদি ধারনা থেকে থাকে তবে আপনি নিশ্চই জানেন তারা কত আয় করে, আর যদি না জেনে থাকেন তবে আপনাদের জানিয়ে রাখি একজন মিড-লেভেল এফিলিয়েট মার্কেটার প্রতি মাসে সিক্স ডিজিট ফিগার আয় করে থাকে। কিন্তু আপনি কি জানেন এফিলিয়েট মার্কেটিংয়ের ট্রাফিকের অন্যতম সোর্স হচ্ছে ইউটিউব? এফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা যদি বুঝে না থাকেন তবে সংক্ষেপে বুঝিয়ে বলছিঃ-
ধরুন আপনি একটি কোম্পানীর কোন পণ্য অনলাইনে আপনার কোন ওয়েবসাইটে বা ব্লগে প্রমোট করলেন এবং কোন একজন ভিজিটর সেই পণ্যটি কিনলো বিনিময়ে কোম্পানিটি আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন প্রদান করলো এটাই হচ্ছে এফিলিয়েট মার্কেটিং।
প্রশ্ন হচ্ছে আপনি কিভাবে ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন? বিষয়টা খুব কঠিন না, একটি ভালো এফিলিয়েট কোম্পানী সিলেক্ট করুন তারপর সেখানে একটি একাউন্ট খুলুন, এরপর তাদের বিভিন্ন প্রোডাক্ট থেকে নিশ সিলেক্ট করুন যে কি ধরনের প্রোডাক্ট আপনি প্রমোট করতে চান। এবার আপনার এফিলিয়েট প্রোডাক্ট অনুযায়ী ভিডিও বানাতে শুরু করুন, ভিডিও বানাতে পারেন প্রোডাক্টের রিভিউ, প্রোডাক্টের তথ্য ইত্যাদি নিয়ে। এবার ভিডিওগুলি আপনার চ্যানেলে আপলোড করতে শুরু করুন এবং ডেসক্রিপশনে আপনার এফিলিয়েট লিঙ্ক দিয়ে দিন। এইভাবে আপনি ইউটিউবে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
আবার ধরুন আপনার চ্যানেলে প্রচুর ভিউয়ার আছে কিন্তু আপনার মনিটাইজেশন নেই তো আপনি কিভাবে আপনার এই চ্যানেলটাকে এফিলিয়েট মার্কেটিং এর কাজে লাগাতে পারেন চলুন সেটা জেনে নেই।
ধরুন আপনার চ্যানেলটি ফিশ বা মাছ রিলেটেড এবং আপনার ভিডিওতে প্রচুর ভিউ আছে, আপনি অ্যামাজন এফিলিয়েট থেকে মাছ ধরার হুইল, ফিশিং টুল, ফিশিং নেট, ফিশিং রড, ফিশিং গিয়ারের এফিলিয়েট লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিতে পারেন। যদি কোন ভিউয়ার আপনার এফিলিয়েট লিঙ্কে ক্লিক করে অ্যামাজন থেকে কোন প্রোডাক্ট কিনে তবে আপনি সেলের একটি কমিশন আপনার অ্যামাজন এফিলিয়েট একাউন্টে পেয়ে যাবেন। এই ভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলকে কাজে লাগিয়ে এফিলিয়েট মার্কেটিং করতে পারেন।
কয়েকটি ভালো এফিলিয়েট মার্কেটিং সাইট হচ্ছেঃ- অ্যামাজন এফিলিয়েট, ইবে পার্টনারস, ক্লিক ব্যাংক, কমিশন জাংশন ইত্যাদি।
Digital Product Selling:- আমার একটা নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করি, ইউডেমীতে আমার কিছু কোর্স আছে, শুরুর দিকে কোর্সের সেল খুব কম ছিল, আমার ইউটিউবে একটা টেক চ্যানেল আছে টিউটোরিয়াল রিলেটেড যে ভিডিওগুলি আছে তার ডেসক্রিপশনে আমি আমার ইউডেমীর কয়েকটা কোর্সের লিঙ্ক দিলাম, খেয়াল করলাম ধীরে ধীরে ইউডেমীতে কোর্সের সেল বাড়ছে।
আপনি যদি কোন গ্রাফিক্স ডিজাইনার বা ওয়েব ডিজাইনার বা এস ই ও এক্সপার্ট হয়ে থাকেন তবে আপনিও আমার সেই বন্ধুর মত ভিডিও আপলোড করে আপনার কন্টাক্ট ইমেইল দিয়ে দিতে পারেন এর ফলে আপনাকে কাজের জন্য বায়ার খুঁজতে হবে না, বায়ার আপনাকে খুঁজে নেবে।
Selling Own Product:- আমার এক আপু আছে, এবং তার একটি ইউটিউব চ্যানেল আছে বাংলা ভাষায়, তার চ্যানেলটি মূলত মেকাপ-বিউটি রিলেটেড। তার চ্যানেলে বেশ ভালোই সাবস্ক্রাইবার আছে এবং তার বেশিরভাগ সাবস্ক্রাইবারই বাংলাদেশের। গত ঈদের সময় আপু বেশ কিছু থ্রিপিস আনালো এবং তার চ্যানেলে একটি থ্রিপিস রিলেটেড ভিডিও পাবলিশ করলো এবং ভিডিওর শেষে একটি বিজ্ঞাপণ দিলো যদি কেউ থ্রিপিস কিনতে চায় তবে যেন তার সাথে যোগাযোগ করে। গত ঈদে আপু ৮০টি থ্রিপিস সেল করেছিল। আপনিও চাইলে এমন উপায়ে আপনার কোন প্রোডাক্ট সেল করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলকে ব্যবহার করে।
এছাড়াও আপনি স্পন্সরশীপ, ক্রাঊডফান্ডিং, এন্ড স্ক্রিন ভিউ থেকেও ভালো পরিমাণ টাকা আয় করতে পারেন।
আমাদরে সাথে থাকার জন্য ধন্যবাদ!
Please join with us-
আমি ফারাবি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
Study: B.S.S in Comilla government College. JOB: বর্তমানে আমি একটা আইটি ফার্মে পার্টটাইম জবে কর্মরত আছি। একই সাথে গ্রাফিক ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন ও বেসিক কম্পিউটিং, নেটওয়ার্কিং (সিসিএনএ), ভিডিও এডিটিং ও ইউটিউব মার্কেটিং হিসেবে কর্মরত আছি। hobby: পাশাপাশি সখের বসে ব্লগ লিখি ও ভিডিও বানাই।