স্মার্ট কার্ড দিয়ে ফ্রিতে একটি ইন্টারনেশনাল ডেভিট কার্ড তৈরি করে নিন

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু’আলাইকুম
আশাকরি ভাল আছেন। আজ আপনাদের কাছে একটি এপ শেয়ার করব যেখানে স্মার্ট কার্ড বা পাসপোর্ট দিয়ে একাউন্ট করে €4–5 ইউরো নিতে পারবেন, যা দিয়ে আবার একটি ভার্চুয়াল ইন্টারনেশনাল ডেভিট কার্ড বানাতে পারবেন। এটি একটি সুইস ব্যাংক এর এপ, তাদের ব্যংকিং সিস্টেমে ক্রিপ্টোকারেন্সি এড করার জন্য তারা এই অফার টি দিচ্ছে।

একাউন্ট খোলাঃ

আপনার প্রয়োজনঃ

  • পাসপোর্ট/ স্মার্ট NID
  • অ্যান্ড্রয়েড/আইফোন
  • ৩-৪ মিনিট ভিডিও কল (ভেরিফিকেশনের জন্য)

১। এই লিঙ্ক থেকে এপটি ডাউনলোড করুন। ৪৪ এম্বি। Download App

২। এপ ওপেন করে ফোন নাম্বার দিয়ে “Request Code” এ ক্লিক করুন, কোড SMS এ আসবে তা বক্সে বসিয়ে দিয়ে সাবমিট করুন।

৩। এখন আপনার নাম ও প্রোফাইল পিকচার চাইবে, তা দিয়ে সাবমিট করুন।

৪। রিফার কোড চাইবে, আপনি নিচের এই কোড টি কপি করে বসিয়ে দিন।

27H-UGB

রেফার কোড কেন ইউজ করবেন তা পুরো আর্টিকেলটি পড়লে বোঝতে পারবেন।

৫। এখন ব্যংক চিহ্নিত আপশনে যান এবং উপরে লিখা ৩টি আপশনের প্রথমটিতে “Start” এ ক্লিক করুন।

৬। ক্যামেরা ওপেন হবে, স্ক্রিনশট অনুযায়ী আপনার স্মার্ট কার্ড বা পাসপোর্ট টি ধরুন। আপনার পাসপোর্ট টি ডিটেক্ট করার পর আপনাকে একটি ওয়েভসাইটে নিয়ে যাবে।

৭। স্ক্রিনশট আনুসারে আপনার নিজের তথ্য দিন। Briefly describe এই ফিল্ডে আপনি “ Web developer freelancer” বা “freelance designer” ইত্যাদি কিছু দিয়ে দিবেন। তারপর সাবমিট করুন।

৮। আপনি একটি মেসেজ পাবেন এপের ভিতর, এপটি ওপেন করলে লেখা উঠবে “Start video call verification”। এখানে ক্লিক করবেন। তাদের কাস্টমার কেয়ার থেকে ভিডিও কল আসবে ৫-১৫ মিনিটের ভিতর। আপনার কার্ড বা পাসপোর্টটি আবার দেখাতে হবে। ইয়ারফোন ইউজ করবেন এবং সম্ভব হলে বাইরে, আলো আছে এমন জায়গায় ভিডিও কলটি করবেন।

কয়েক ঘন্টার ভিতর একাউন্ট এপ্রোভ হবে, আপনাকে SMS ও মেইল করে জানিয়ে দেয়া হবে। প্রাপ্ত SMS এর লিঙ্কে ক্লিক করলে একটি ওয়েভপেজ ওপেন হবে, কিছুক্ষন সময় পর আপনাকে একটি পাসওয়ার্ড মেইল করে দেয়া হবে। আপনি এপটিতে ডুকে, ব্যংক অপশনে গিয়া এই পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট সম্পন্ন করতে পারবেন।

একাউন্ট এপ্রোভড হয়ে গেলে, আপনাকে 5DUK+ (4–5 euro= 450tk+) কয়েন দিবে। আপনি চাইলে এই কয়েন টি এক্সচেঞ্জ করে নিতে পারবেন এপ থেকে।

ডেভিট কার্ডঃ

আপনাকে ডেভিট কার্ড পেতে হলে Euro কার্ড এর জন্য ৫ ইউরো এবং USD কার্ডের জন্য ৬ ডলার লাগবে। কিন্তু একাউন্ট সম্পন্ন হলে আপনি পাবেন 4.95 ইউরো। যা কার্ডের জন্য যথেষ্ট নয়। তাই আগের রেফার কোড ইউজ করায় আমি পাব 4 ইউরো। আপনি এপ থেকে আমাকে নক করবেন, আমি আপনাকে পর্যাপ্ত পরিমান টাকা সেন্ড করব যাতে আপনি কার্ডটি কিনতে পারেন।

কার্ড অর্ডার করাঃ

  1. এপ থেকে ব্যাংক ওপশনে যান
  2. পাসওয়ার্ড দিয়ে লগিন করুন
  3. + চিহ্নে ক্লিক করে, card operation এ যান।
  4. Order Card এ ক্লিক করুন।
  5. ভার্চুয়াল কার্ড এ ক্লিক করুন
  6. আপনার কারেন্সি ও একাউন্ট সিলেক্ট করুন। কারেন্সি USD দেয়াই শ্রেয়।
  7. কমিশন দেখাবে তারপর Continue দিলেই কার্ড পেয়ে যাবেন।

ব্যাংকের ওয়েভ পোর্টাল: http://my.dukascopy.bank

এ পর্যন্ত আমি এই কার্ড দিয়ে ফেসবুক এড দিয়েছি, Linkedin Premium নিয়েছি, এবং Freelancer.com এর প্লাস ট্রায়াল নিয়েছি।

আমাকে মেসেঞ্জারে যোগাযোগ করুনঃ http://www.m.me/hmlchy

 

 

Level 0

আমি হিমেল চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

This textual biography contains brief information about Himel Chowdhury (Lab ONE). For more insight navigate through social media. I am currently working as an entrepreneur at Lab ONE. Lab ONE is a group of youth and it aims to bring the crack out of web, especially concerned about security. I...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস