আজ আমি আপনাদের সাথে এমন একটি app শেয়ার করবো। যেটা বাংলাদেশের কিছু তরুন পোলাপান (ডেভেলপার) 😅😅
তৈরি করেছে। কাল বিকেলে আমি app টা পেয়েছি। তারপর থেকেই কাজ শুরু করেছি। রাতে পেমেন্ট পেয়েছি। আসল কথা কি জানেনে এখানে ইনকাম খুবই কম। আর রিয়াল app গুলোর ইনকাম অল্পই হয় সবাই জানে। দেরি না করে কাজে নেমে যাই। আগে আমার পেমেন্ট প্রুফ টা দেখুন। আমি অল্প কিছু কাজ করে ৬ টাকা পামেন্ট পেলাম কয়েনবেস এ। এবং কাল রাতে পেমেন্ট রিকুয়েষ্ট দিয়ে ঘুমিয়ে পরেছিলাম। সকালে উঠে দেখি 0.00006btc আসছে।
রাত ১০:৫৪ মিনিটে রিকুয়েষ্ট সিছিলাম।
তারপর ঘুমায় গেছিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি মেইল আসছে।
আমি আগেই বলে নেই এই apps থার্ড পার্টি app প্লেস্টোর এ পাবেন না। app size মাত্র তিন এম্বি।
কাজ শুধু এড দেখা।
প্রতি ক্লিকে ১.৫ টাকা (বারতে পারে)
৫টা ক্লিক = ১.৫*৫=৭.৫ টাকা সাথে সাথেই তুলতে পারবেন।
Refarral comission 50%
মজার কথা মিনিমাম ১টাকাও পেমেন্ট করে কয়েনবেসে।
তো অনেক বক বক করলাম। এবার এখান থেকে app টা ডাউনলোড করে ইন্সটল করুন।
_দুঃখিত এই App এ একবার লগিন করলে আর লগাআউট হয় না। App Data ক্লিয়ার করলেও লগ আউট হয় না। তাই রেজিস্ট্রেশন পেজের স্কিনশট টা দিতে পারলাম না।
সমস্যা নাই। রেজিস্ট্রেশন খুব ইজি।
আপনিই পারবেন।
কিন্তু এই App এ রেফার কোড ছাড়া রেজিস্ট্রার করা যায় না।
রেফার কোডঃ [email protected]
(কিছু মনে করবেন না। আমিও একজনের রেফারে খুলেছি। আপনারা রেফার ছাড়াও ট্রাই করতে পারেন। )
তো দেখুন কিভাবে কাজ করবেন।
রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর নিচের মত একটা পেজ পাবেন।
তারপর Earn Money তে ক্লিক করেন।
তারপর এমন একটা পেজ আসবে।
তারপর একটা এড আসবে। আর কিছু কিছু আসে না তা নিয়ে চিন্তা করার কিছু নাই।
যদি এড আসে ৪সেকেন্ড wait করতে বলবে তারপর এড ক্লজ করে দিবেন।
এড ক্লজ করার পর ৮ সেকেন্ড দেরি করতে হবে তারপর নেক্সট বাটন আসবে।
নেক্সট এ ক্লি করলে আরেকটা এড আসবে। এইরকম করে আপনাকে ১৫ বার নেক্সট করতে হবে।
তারপর একটা বাটন পাবেন এইরকম।
Finish বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটা এড আসবে। এবং সেইটা ৩ সেকেন্ড দেখে ক্লজ করে দিয়ে। পেজ লডিং হতে থাকবে
তারপর একটা এড শো করবে।
এবং নিচে Click on this ad
এই লেখা ভাসবে। তখন ওই এড এ ক্লিক করবেন।
ক্লিক করার পর একটা পেজে নিয়ে যাবে। সেখানে পেজটা সম্পুর্ন লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। এবং নিচের মত লেখা আসবে Go back.
কাজ শেষ।
এখন দেখেন আমার ব্যালেন্স পয়েন্ট যোগ ০.৮-২.৩ টাকা হইছে। আপনারা পাবেন ১.৫ টাকা কারন আমার একটা রেফার আছে। সে সকালে কাজ করতেছিলো। তাই কমিশন পাইছিলাম। আরেকটা কথা দেখুন আবার টাইম আউট উঠে গেছে। ৬০ মিনিট পর আবার এড দেখতে হবে। কাজের শুবিধার্তে আপনারা আমার মতো ফোনে এলার্ম সেট করে রাখতে পারেন। অন্য কাজের পাসাপাশি। এলার্ম অনুযায়ী টাস্ক কমপ্লিট করবেন। ৪বার পূরন করলেই কয়েনবেসে পেমেন্ট নিতে পারবেন🙄। ওহ আরেকটা কথা বলতে ভুলেই গেছি কাজ কমপ্লিট করতে ১-১.৫ মিনিট টাইম লাগে। এটা নির্ভর করে আপনার নেট স্পিড এর উপর।
আপনারা যত তারাতারি সম্ভব কাজ শুরু করুন পেমেন্ট নিন। বাংলাদেশি App বুঝেনি তো। 🕵
আমার লেখায় কোথাও বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানাবেন। তাই কেমন লাগছে জানাবেন। খুব তারাতারি লিখেছি তারাহুরা করে। মনে হয় ভুলত্রুটি অনেক হয়েছে। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ।
আমি নাম নাই। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।