সি পি এ মার্কেটিং নিয়ে সাধারন কিছু প্রশ্ন এবং উত্তর

১. সি পি এ (CPA) শিখতে কত দিন লাগে?

উওর: সি পি এ (CPA) একটা বিজনেস। এখানে মার্কেটিং ম্যাথড শিখতে আপনার এক থেকে দুই মাস সময় লাগতে পারে।

২. ফ্রিল্যান্সিং এব সি পি এ (CPA) এর মাধ্য পার্থক্য কি?

উওর: ফ্রিল্যান্সিং বিড করে কাজ করতে হয় এবং বায়ার থেকে কাজ নিয়ে কাজ করতে হয় আর সি পি এ মার্কেটে (CPA) আপনাকে বিড করতে হবে না নিজের একাউন্টে নিজেই কাজ করতে পারবেন। যে কোন সময় কাজ করতে পারবেন। এবং আপনি নিজের বিজনেস নিজেই করবেন, চাইলে আপনি টাকা খরচ করে কাজ করতে পারেন অথবা ফ্রি মার্কেটিং ম্যাথডে কাজ করতে পারেন।

৩. সি পি এ (CPA) থেকে মাসে কত টাকা ইনকাম করা যাবে?

উওর: এটা নির্ভর করবে আপনি কত ইনকাম করতে চান তার টার্গেট এর উপর। আপনার ইনকাম টার্গেট যত বেশী হবে আপনার বিনিয়োগ বাড়াতে হবে। ধরুন আমি একটা ক্যাম্পেইন ১০ ডলার খরচ করে ২৮ ডলার ইনকাম করছি। এখন আপনার এই অনুপাতে প্রফিট হবে পারে।

৪. সি পি এ (CPA) মার্কেটপ্লেস টাকা তুলার মাধ্যম কি?

# ৩০ দিন পর, ১৫ দিন পর, ৭ দিন পর। বিভিন্ন মার্কেটে বিভিন্ন নিয়ম থাকে। যেমন maxbounty প্রথম পেমেন্ট ৩০ দিন পর এরপর ৭ দিন পর পর আপনি পেমেন্ট তুলতে পারবেন।

৫. সি পি এ (CPA) মার্কেট থেকে পেমেন্ট কিভাবে পাওয়া যায়?

উওর: সি পি এ (CPA) মার্কেটপ্লেস আপনার সাধারনত তিন ধরনের পেমেন্ট থাকে। আপনি চেক Check, পেপাল PayPal, পাইনিয়ার কার্ড Pre-paid Master Card by Payoneer or ব্যাংক ট্রান্সফার Electronic Funds Transfer এর মাধ্যমে টাকা তুলতে পারবেন।

৬. সি পি এ (CPA) আমি কোন বিনিয়োগ না করে ইনকাম করতে পারব?

উওর: হা আপনার ভাল ফ্রি ট্রাফিক থাকলে ইনকাম করতে পারবেন। এক্ষেত্রে আপনাকে বেশী প্ররিশম করতে হবে।

৭. সি পি এ (CPA) শিখার জন্য কি ধরনের যোগ্যতা থাকতে হবে?

উওর: CPA শিখার জন্য নির্দিষ্ট কোন যোগ্যতা থাকতে হবে এমন কোন শর্ত নাই, তবে নিম্নের যে কোন যোগ্যতা থাকলেই আপনি কাজে Advantage পাবেন।

# ইন্টারনেট ব্যাউজিং এবং অনলাইনে পূর্বের কাজ করার experience থাকলে ভাল।

# ইন্টারনেট মার্কেটিং সম্পর্কে ধারনা থাকলে ভাল।

৮. আমার পূর্বের কোন experience নাই আমি কি কাজ করতে পারব?

উওর: হা আপনার ধৈর্য্য, মেধা এবং প্ররিশম থাকে তাহলে আপনিও কাজ করতে পারবেন।

৯. সি পি এ (CPA) কাজ করার জন কি কি দরকার হয়।

উওর: কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন, সি পি এ (CPA) মার্কেটের পোডাক্ট এবং মার্কেটিং করার পদ্ধতি।

১০. আমি ঢাকার বাইরে থাকে আমি কি অনলাইনের মাধ্যমে সি পি এ (CPA) শিখতে পারব?

উওর: হা আপনি শিখতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার ইন্টারনেট লাইন স্পিড কমপক্ষে 512 KBPS হতে হবে। আপনি টিম ভিউয়ার এবং স্কাইপ এর মাধ্যমে শিখতে পারবেন।

১১. আমি ঢাকার বাইরে থাকি এবং আমার নেট লাইন স্পিড কম, আমি কি ভিডিও টিউটোরিয়াল কিনার মাধ্যমে সি পি এ (CPA) মার্কেটিং শিখতে পারব?

উওর: হা তবে এক্ষেত্রে আপনাকে Advance বুকিং দিতে হবে এবং আপনি ওর্ডার এর ১০ দিন এর মধ্যে আপনার টিউটোরিয়াল পাবেন।

১২. সি পি এ (CPA) মার্কেটিং এই কোর্সটি করার পর সকলের ইনকাম কি নিশ্চিত?

উওর: না সবার জন্য না। আপনি কাজ শিখে বসে থাকবেন তাদের জন্য ইনকাম নিশ্চিত না, যারা শুধুমাত্র ধৈর্য্য, মেধা এবং প্ররিশম করবে এবং বিনিয়োগ সঠিক ভাবে করবে তাদের ইনকাম নিশ্চিত হবে।

Level 0

আমি নেছার উদ্দিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস