প্রফিট এবং লস কে সঠিকভাবে পরিচালনা করাই হল সফল ফরেক্স ট্রেডিং এর মূলমন্ত্র। সাধারণত বেশিরভাগ ট্রেডের ক্ষেত্রেই প্রফিট বড় এবং লস ছোট হওয়া উচিত। এই ক্ষেত্রে একটি ভাল মানি ম্যানেজমেন্ট এর উপাদান যদি ট্রেডিং প্ল্যান এ থাকে তাহলে প্রফিট অনেকটা নিশ্চিত হয়। তবে সে ক্ষেত্রে একটি সুপ্রতিষ্ঠিত মানি ম্যানেজমেন্ট এর কৌশল সবার জানা উচিত।
খুব ভাল এবং কার্যকরী ট্রেডিং প্ল্যান প্রফিট করার জন্য যথেষ্ট হলেও মানি ম্যানেজমেন্টকে ব্যবহার না করার কারনে ট্রেডিং একাউন্ট এর সর্বনাশ হয়ে যেতে পারে যে কোন মুহূর্তে। প্রত্যেক ট্রেডারকে লস গ্রহনের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। যদি কোন ট্রেডারের এই প্রস্তুতি না থাকে তাহলে ভবিষ্যতে যে কোন সময় সে তার একাউন্ট এর সব ব্যাল্যান্স লস হয়ে যেতে পারে। এবং একাউন্ট এর ব্যাল্যান্স সব লস হয়ে গেলে সেটা ট্রেডারের মার্কেটের প্রতি বিশ্বাস কমিয়ে ফেলবে। যদি সঠিকভাবে মানি ম্যানেজমেন্ট ব্যবহার করা হয় তাহলে এই মানসিক অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যায়। মুলত যে ফরেক্স ট্রেডার মানি ম্যানেজমেন্ট এর দিকে মনোযোগ দেয় না সে মুলত ট্রেডিং করছে না, গ্যাম্বলিং করছে। প্রতি ট্রেডে কতটুকু রিস্ক নেয়া হচ্ছে এবং মুল ব্যাল্যান্স এর কতটুকু রিস্ক নেয়া হচ্ছে সেটা সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে একজন সফল ট্রেডার হওয়া সম্ভব।
বাংলাদেশের বেশীর ভাগ ট্রেডার তাদের ফরেক্স একাউন্ট এর ব্যাল্যান্স জিরো করে ফেলে ট্রেড অপেন এ মানি ম্যানেজমেন্ট অনুসরন না করার ফলে
অনেক সময় মানি ম্যানেজমেন্ট ব্যবহারের কারনে অনেক প্রফিটেবল ট্রেড মিস হয়ে যাবে কিন্তু সঠিক মানি ম্যানেজমেন্ট একজন ট্রেডারকে ধারাবাহিকভাবে প্রফিটে থাকতে সাহায্য করবে। খুব ভোলাটাইল মার্কেট যেমন ফরেক্স মার্কেটে টিকে থাকতে হলে লসকে কমানোর এবং প্রফিট কে ধরে রাখার জন্য যা যা বিষয় জানা দরকার তার সব গুলোই জানতে হবে
মানি ম্যানেজমেন্ট কি: ফরেক্স ব্যবসা আর দশটা ফিজিক্যাল ব্যবসা হতে একটু ভিন্ন। অন্যন্য ব্যবসায় আপনার যা পুজি তাই দিয়েই প্রোডাক্ট কিনেন কিন্তু ফরেক্স মার্কেটে আপনি লিভারেজ নিয়ে আপনার পুজির কয়েকশ শুন বেশী পুজির পন্য কিনেন। সে ক্ষেত্রে কম মূল্য পরিবতনেই অনেক লাভ বা লস হয়। সুতরাং আপনার পুজির এমন পরিমান পজি দিয়ে একটি ট্রেড করা উচিৎ যেটি লস হলে আপনার ফরেক্স একাউন্ট এর ব্যাল্যান্স ১০% এর বেশী লস না হয়। এটিই মানি ম্যানেজমেন্ট
কিভাবে ফরেক্স এ নিয়মিত লাভ করবেনঃ ফরেক্স এ নিয়মিত লাভ করার জন্য ব্যাপক কিছুর প্রয়োজন নাই। আপনার জানা জিনিষগুলিই একটি সুসৃংখল নিয়মের মধ্যে প্রয়োগ করুন।
যা যা প্রয়োজনঃ
১. একটি লাভজনক স্ট্রাটেজিঃআপনার স্ট্রাটেজী চেক করে দেখুন আপনার স্ট্রাটেজীতে ১০ ট্রেড অপেন করে যদি অন্তত ৭-৮ ট্রেডে লাভ হয় তাহলে সেটিই অনসরন করন অথবা অন্য কোন লাভজনক স্ট্রাটেজী অনুসরন করুন
২.ট্রেডে অবশ্যই stop loss ও take profit ব্যবহার করবেন stop loss এর চাইতে take profit অন্তত দ্বিগুন রাখুন।
৩.অবশ্যই একটি শক্তিশালী মানি ম্যানেজমেন্ট ফলো করুন। একটি ট্রেডে কোন ভাবেই একাউন্টের ৫% এর বেশী রিস্ক নিবেন না। কোন ১/২টি ট্রেডে লাভ করলেই লট সাইজ বাড়াবেন না।
সব সময় একই লট সাইজে ট্রেড করুন। আপনার একাউন্ট ১০০ বৃদ্ধি পেলে ০.০২ লট সাইজ বাড়াতে পারেন।
৩.সব সময় ট্রেড করবেন না। ওভার ল্যাপিং সময়ে ট্রেড করুন
৪.নিজে বুঝে ট্রেড অপেন করুন অথবা কারও সিগনাল ফলো করলে দেখে নিন stop loss ও take profit আছে কি না। সিগনালে অবশ্যই stop loss এর দ্বিগুন take profit থাকতে হবে।
account open করুন এখান থেকে
https://clicks.pipaffiliates.com/c?c=398190&l=en&p=1
For more info and any help please contact 01718306480
IMO 01718306480
Facebook https://www.facebook.com/ilias.uddin.562
Facebook page https://www.facebook.com/Monthly-100-profit-in-forex-400110730558655/?modal=admin_todo_tour
আমি ইলিয়াস উদ্দীন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।