আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন। শুধুমাত্র আপওয়ার্ক নয়, যে কোন প্রফাইলই ১০০% কম্পলীট করে নেয়ার অনেক উপকারীতা আছে। ফ্রিলেন্সার ডট কমে তো ১০০% হলে এমনীতেই কাজের অফার আসে। আপনি যে কাজ জানেন সেটা দিয়ে যদি আপনার প্রফাইল ভালোভাবে না সাজাতে পারেন তবে কাজ পাওয়া দূরহ।
যেকোন ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে তখন সে কেবলমাত্র আপনার মুখের কথাতেই কাজ দিবে না। আপনার প্রফাইল ঘুরে দেখবে। আপনার আগের কাজগুলোর রেটিং দেখবে। আপনার প্রফাইলে যে ডেমোগুলো দেয়া থাকবে সেগুলো দেখবে। কখনও কখনও আপনার প্রফাইল পিকচার গুগলে সার্চ দিয়ে দেখে কেউ কেউ। এটা কোন ফেইক ছবি কি না বা এই ব্যক্তির ছবি দিয়ে কেউ কোন রিপোর্ট করেছে কি না তা গুগলে চেক করে নেয়। তাই কাজ পাওয়ার জন্য সুন্দর একটি প্রফাইল অবশ্যই প্রয়োজন রয়েছে।
আপনি যে কাজ করবেন সেই সংক্রাস্ত এক্সাম এ আপনি পাশ করেছেন কি না তা যাচাই করেই আপনাকে কাজ দিবে। প্রফাইল যখন শতভাগ সম্পূর্ণ দেখবে তখন ক্লায়েন্টের দৃষ্টি আপনার বিডের প্রতি স্থীর হবে। এখন যেভাবে কম্পিটিশন বাড়ছে তাতে নিজেকে শতভাগ ফিট না করে অনলাইনে নতুন রা ক্যারিয়ার শুরু করা অনেকটা অসম্ভব। কারো কারো কথা আলাদা। কেউ কেউ তো শুনি শুধু ক্লিক করে টাকা কামায়। ওদের দিকে কখনো দৃষ্টি দিবেন না। যেকোন একটি কাজ ভালোভাবে করুন।
আপনার কাজের উপর ডেমো তৈরি করুন। ভিডিও তৈরি করুন। ক্লায়িন্ট চাওয়া মাত্র যেন বলে দিতে পারেন এই ভিডিওতে ডিটেলস দেয়া আছে আমি কি প্রবাইড করতে পারি। এভাবেই এগিয়ে যান। সাফল্য আপনার পেছনে ছুটবে।
ধন্যবাদ
আমি ohomgroup। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
I love my mother. Pray to ALLAH for her happy and long life. >>>> Hello, dear visitor- thanks for visiting Haque Multimedia. We providing cheap rate domain hosting, web design and developing, email marketing server, Search engine optimization, Online advertising, Google PR domain, Google Adsense, Bd video tutorial and All...
ফেইসবুক থেকে জনপ্রিয় ওয়েবসাইটগুলোর ভিজিটরদের রিডাইরেক্ট করে যেভাবে আপনার বিজ্ঞাপন দেখাবেন ফ্রী – https://goo.gl/4lZmJe