[সম্পূর্ণ টিউন]Repto থেকে ফ্রিতে online কাজ শিখে সপ্তায় হাজার হাজার টাকা ইনকাম করুন [online এ ক্যারিয়ার গরুন, হোক নতুন পথ চলা]

Repto, বাংলাদেশের সেরা অন্যতম একটি online(Outsourcing) এ কাজ শিখার website. এখানে এমন কোন কাজ নেই যেটা আপনি পাবেন না। ওয়েবসাইট তৈরি থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সহ সকল প্রকার  outsourcing এর কাজ আপনি শিখতে পারেন।
কি কি শিখতে পারবেন?
১৷Professional Video Editing with Adobe Premiere Pro
২৷ Make Money by LOGO DESIGN
৩৷ Earn Money by Graphic Design
৪৷ Make Professional Whiteboard Animation : A to Z Videoscribe
৫৷ Complete Affiliate Marketing - Proven Methods & Strategies V2
ইত্যাদি আরো কত ছোট বড় কাজ৷

এটাই হতে পারে আপনার outsourcing নতুন পথ চলা।

সাধারণত এটি একটি পেইড outsourcing course site অথাৎ আপনাকে টাকা দিয়ে ভিডিও কোর্স কিনতে হবে।
তবে মজার ও সুবিধার কথা হলো আপনি চাইলে ফ্রী তে অনেক কোর্স করতে পারেন। যেমনটি আমি করেছি।
আমিঃ-
আমি রিপ্ত থেকে মোবাইল দিয়ে Affiliate Marketing কাজ শিখে মুটামুটি ভালো পরযায়ে গিয়েছি।
#নতুন ওয়েবসাইট করতে শিখেছি
#সাথে seo ও শিখেছি।
একটা জায়গায় ৪$ অন্য জায়গায় ৭$ এবং এরো এক ওয়েবসাইট এ ৬$ ডলার করেছি ৩ সাপ্তাহ কাজ শিখে। এটা আরো বারবে এবং এক সময় প্রতি সাপ্তহে ৩০$ থেকে ৫০$ ডলার শিওর কামাব।

চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্কিনে ওয়েবসাইট টা আপনাদের দেখায়।

আমি এই কাজ টি শিখেছি, , দেখুন এটার দাম ৩০০০টাকা তবে আমরা এটা ফ্রিতেই করতে পারব।


দেখুন ভিডিও টা ৩৭.২ ঘন্টার অথাৎ ফুল কোর্স

কিভাবেঃ-

১। প্রথমে আপনাকে Website টিতে রেজিষ্ট্রেশন করতে হবে। এখানে ক্লিক করে প্রবেশ করুন

২। সবকিছু দিয়ে join repto তে ক্লিক করুন।
 ৩। তারপর Verify Phone number এ ক্লিক করে নাম্বার ভেরিফাই করে ২০০ পয়েন্ট নিয়ে নিন এটা আপনার অনেক প্রয়োজন তা ছাড়া কোর্স ফ্রী তে কিনতে পারবেন না৷

৪। এখন আপনি আপনার যে কোস প্রয়োজন সেটিতে ক্লিক করুন।


৫৷ আমার ইচ্ছে Affiliate Marketing  শিখার তাই সেখানে ক্লিক করব।

৬৷ এই কোর্স এর দাম ৩০০০ টাকা, আমি ৩০০০ পয়েন্ট গুছিয়ে  Star now free trial এ ক্লিক না করে Start free course এ ক্লিক করে কোর্স টির সব পার্ট আনলক করে নিয়েছি৷

৭৷ আপনাদের পোয়েন্ট গুছানো না হলেও অসুবিধা নাই, , কিছু পার্ট ফ্রী দেখতে পারবেন star free 7 day trial  এ ক্লিক করে। পরে পয়েন্ট হয়ে গেলে ভিডিওর সব কোর্স অটো আনলোক হয়ে যাবে।

কিভাবে পয়েন্ট বা টাকা গুছাবেনঃ-
 
ভলো দামি কোর্স করতে চাইলে আপনার  শুধু ৪-৫ টা সিম লাগবে, হ্যা আপনি নিজ মোবাইল দিয়ে আপনার রিফার লিংক দিয়ে নতুন নতুন ID খুলে পয়েন্ট কামাবেন। মনে রাখবে প্রতেকবার নতুন ID খুলার সময় নাম্বার ভেরিফাই অবশ্যক আর এর জন্যই আপনি ২০০ টাকা করে পাবেন। যা দিয়ে কোর্স কিনবেন।
রিফার লিংক পাওয়ার জন্য credit তলে ক্লিক করলেই হবে।

আশা করি সব বুঝতে পেরেছেন৷ এটা আপনার outsourcing ক্যারিয়ার এ সেই ভূমিকা পালন করবে৷ তাই সময় নষ্ট করবে না৷ একটা  গ্রাফিকস ডিজাইন, Affiliate Marketing, LOGO design কাজ শিখে outsourcing এর বড় ওয়েবসাইট এ কাজ করে সেই টাকা উপার্জন করতে পারবেন৷
আমি সব বুঝিয়ে দিয়েছি এখন আপনার ইচ্ছা৷
ভালো থাকবেন৷

Level 0

আমি আলভি রিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস