Repto, বাংলাদেশের সেরা অন্যতম একটি online(Outsourcing) এ কাজ শিখার website. এখানে এমন কোন কাজ নেই যেটা আপনি পাবেন না। ওয়েবসাইট তৈরি থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং সহ সকল প্রকার outsourcing এর কাজ আপনি শিখতে পারেন।
এটাই হতে পারে আপনার outsourcing নতুন পথ চলা।
সাধারণত এটি একটি পেইড outsourcing course site অথাৎ আপনাকে টাকা দিয়ে ভিডিও কোর্স কিনতে হবে।
তবে মজার ও সুবিধার কথা হলো আপনি চাইলে ফ্রী তে অনেক কোর্স করতে পারেন। যেমনটি আমি করেছি।
আমিঃ-
আমি রিপ্ত থেকে মোবাইল দিয়ে Affiliate Marketing কাজ শিখে মুটামুটি ভালো পরযায়ে গিয়েছি।
#নতুন ওয়েবসাইট করতে শিখেছি
#সাথে seo ও শিখেছি।
একটা জায়গায় ৪$ অন্য জায়গায় ৭$ এবং এরো এক ওয়েবসাইট এ ৬$ ডলার করেছি ৩ সাপ্তাহ কাজ শিখে। এটা আরো বারবে এবং এক সময় প্রতি সাপ্তহে ৩০$ থেকে ৫০$ ডলার শিওর কামাব।
চলুন বেশি কথা না বাড়িয়ে মোবাইল স্কিনে ওয়েবসাইট টা আপনাদের দেখায়।
আমি এই কাজ টি শিখেছি, , দেখুন এটার দাম ৩০০০টাকা তবে আমরা এটা ফ্রিতেই করতে পারব।
দেখুন ভিডিও টা ৩৭.২ ঘন্টার অথাৎ ফুল কোর্স
১। প্রথমে আপনাকে Website টিতে রেজিষ্ট্রেশন করতে হবে। ফোন নাম্বার ভেরিফাই করলে ২০০ টাকা ফ্রী পাবেন যেটা আপনার অনেক দরকার, তা দিয়েই আপনি ফ্রী ভিডিও কিনবেন। এখানে ক্লিক করে প্রবেশ করুন
২। সবকিছু দিয়ে join repto তে ক্লিক করুন।
৩। তারপর Verify Phone number এ ক্লিক করে নাম্বার ভেরিফাই করে ২০০ টাকা নিয়ে নিন।
৪। এখন আপনি আপনার যে কোস প্রয়োজন সেটিতে ক্লিক করুন।
এটা আপনি ৭ দিন ফ্রী দেখতে পারবেন। ভয় নাই
আমি পরের টিউন এ কিভাবে ফ্রী টাকা গুছিয়ে আন লিমিট ফুল কোস কিনবেন তা দেখিয়া দিব।
হাত বেথা হয়ে গেছে তাই আজ আর লিখব না।
হাত বেথা হয়ে গেছে তাই আজ আর লিখব না, আপনি চাইলেও এখন সব বুঝতে পারবেন।
ভালো থাকবেন।
আমি আলভি রিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।