আমি সাধারণত অ্যাপসে কাজ করার বিরোধী। অ্যাপসগুলো কিছু দিন পেমেন্ট করে তারপর হাওয়া হয়ে যায়। এ নিয়ে আমার প্রচুর বাজে অভিজ্ঞতা আছে। কিছু কিছু অ্যাপসতো রীতিমত প্রতারনা করে।
কিন্তু Hapo তে আমি এ নিয়ে ৪ বার টাকা তুলেছি!এর পরও আরো কিছু একাউন্টে আছে। এ সপ্তাহে আমার ইনকাম হয়েছে ১৩$।
যদিও হ্যাপো নিয়ে অনকের কনফিউশন আছে। আমারো ছিল।
যাই হোক আমি অ্যাপসে কাজ কন্টিনিউয়াসলি করিনি। দুই কি তিন দিন করে বন্ধ করে দিয়েছলাম। কিন্তু কাল দেখলাম তার ৬৩% বোনাস পুল দিয়েছে। তাই আবার কন্টিনিউ করলাম। তাছাড়া তারা ইনকামের অনেক ফিচার আমছে নেক্সট ভার্সনে।
তাই দেরি না করে সাইন করে ফেলুন।
নিচের লিংকে ক্লিক করে ফেসবুক /গুগল যেকোনো একটি সিলেক্ট করুন। তারপর "Get it now" তে ক্লিক করুন। এরপর অটোমেটিক ভাবে প্লে স্টোর থেকে অ্যাপস ইন্সটল হবে। ইন্সটলের পর অ্যাপসের নিচে "+" তে ক্লিক করে যেকোনো একটি ছবি আপলোড করুন। তাহলে আপনার একাউন্ট একটিভ হবে। আমার ইনভাইটেশন লিংক ফলো করলে হাফ ডলার পাবেন।
আর হ্যাঁ উইথড্র 4$. যেটাকিনা একদিনে হবে যাবে আশা করি। তবে এপ ইন্সটল না করলে বা লগ ইন না হলে বোনাস পাবেন না।
১.সাইন আপ লিংকে ক্লিক করুন। (নিচে দেওয়া আছে)
২.ফেসবুক বা গুগল যেকোনো একটি সিলেক্ট করে সাইন আপ করুন।
৩."Get it now" তে ক্লিক করে অ্যাপ ইন্সটল করুন।
৪.ইন্সটলের পর যদি প্রয়োজন হয় আবার লগ ইন করতে হবে। এক্ষেত্রে আগের সিলেক্ট করা ফেসবুক /গুগল একাউন্ট যেটা ব্যবহার করেছে সেটি ব্যবহার করবেন। লগ ইন না করলে বোনাস $ পাবেন না। লগ ইন করতে এপের নিচে ডান পাশে প্রোফাইলের আইকনে ক্লিক করে "log in " এ ক্লিক করুন।
৫. এবার "+" এ ক্লিক করে যেকোনো একটি টিউন করুন। টিউন না করলে একাউন্ট এক্টিভ হয় না।
৬.আর্নিং এর জন্য পোস্টটি ফেসবুক বা অন্য সোসাল নেটওয়ার্কে শেয়ার করুন।
৭.রাত ৮ টার পর কলেক্ট বোনাসে ক্লিক করে বোনাস নিন।
৮.৪$ হলে উইথড্র করতে পারবেন।
সাইন আপ লিংক :
https://www.hapoapp.com/h5/i2r2?ic=WPAEHE&lang=en&hos=hapo
এপ ইন্সটল এর পর আবার লগ ইন না করলে বোনাস পাবেন না।
আর একটি কথা ; এক দিন কাজ করেই হাওয়া হবে যাবেননা। অন্তত প্রথম উইথড্র টার টাকা নিজের পকেটে নিন।
আমি অপূর্ব হাওলাদার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।