প্রিয় টেকটিউনসবাসী আশাকরি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অসাধারণ একটা টিউন নিয়ে আশাকরি সবাই টিউন টা মন দিয়ে পড়বেন।
আপনারা জানেন আমি পেমেন্ট প্রুফ ছাড়া কোন ধরনের র্আনিং টিউন করি না, আমার পূর্বের টিউন গুলা দেখে নিতে পারেন সব গুলা আর্নিং টিউন এর সাথে পেমেন্ট প্রুফ দেওয়া আছে। এটাও তার ব্যাতিক্রম হবে না। তাই আপনারা কোন ধরনের স্কেম হওয়ার ভয় ছাড়ায় কাজটা করতে পারেন।
জকে আপনাদেরকে যে অ্যাপস এর সাথে পরিচয় করাই দিবো সেই অ্যাপসটির নাম হচ্ছে Hapo। অ্যাপস থেকে আপনারা খুব সহজেই বিটকয়েন ইনকাম করতে পারবেন এবং ইনকাম যে কোন বিটকয়েন ওয়ালেটে সাথে সাথে নিয়ে নিতে পারবেন। অ্যাপস টা পাবলিশ হয়েছে মাত্র অল্প কিছুদিন হচ্ছে তাই এই অ্যাপসে এখন যারা নতুন একাউন্ট করতেছে তাদেরকে ভিবিন্ন ধরনের বোনাস দিচ্ছে তাই সবাই সময় নষ্ট না করে খুব দ্রুত একাউন্ট করে নিবেন পরে হয়তো এই বোনাস গুলো নাও পেতে পারেন। তো আর বেশি কথা না বলে চলুন শুরু করা যাক।
প্রথমে আপনাদেরকে অ্যাপস টা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য এই লিংকে ক্লিক করুন। লিংকে করার সাথে সাথে আপনাদেরকে একটা ব্রাউজারে নিয়ে যাবে এবং নিম্নের স্কিন শর্ট এর মত একটা পেজ শো হবে।
তারপর GET IT NOW বাটনে ক্লিক করুন। তারপর অন্য একটা পেজে নিয়ে যাবে।
তারপর এখান থেকে GOOGLE লিখা বাটনে ক্লিক করুন। এখন আপনার ব্রাউজারে যদি আগে থেকে একটা জিমেইল একাউন্ট এড করা থাকে তাহলে সে একাউন্ট টা শো করবে, তারপর আপনাকে একাউন্ট টা সিলেক্ট করে দিতে হবে। আর যদি জিমেইল িএকাউন্ট এড করা না থাহলে নিম্নের স্কিন শর্ট এর মত একটা পেজ আসবে।
এখানে আপনার জিমেইল একাউন্টটি দিয়ে লগইন করে নিন। তারপর জিমেইল টি সিলেক্ট করে Allow করে দিবেন।
সবকিছু টিকটাক ভাবে হলে আপনাকে ব্রাউজার থেকে সরাসরি প্লে-স্টোরে নিয়ে যাবে। তারপর প্লে-স্টোর থেকে অ্যাপস টি ডাউনলোড করে নিবেন। ডাউনলোড হয়ে গেলে ওপেন করবেন।
ওপেন করার সাথে সাথে আপনার সামনে নিম্নের ন্যায় একটা পেজ শো হবে।
এখান থেকে GET IT NOW এ ক্লিক করুন। তারপর আবার GOOGLE সিলেক্ট করে আপনার আগের জিমেইল একাউন্ট টি সিলেক্ট করে দিন। এবং সাথে সাথে আপনি ১০ হাজার পয়েন্ট বোনাস পেয়ে যাবেন। এখন আপনি ভিড়িও দেখে, লাইক, টিউমেন্ট, শেয়ার এবং রেপার করে পয়েন্ট জমা করুন। তারপর আপনার প্রতিদিনের পয়েন্ট পরদিন নির্দিষ্ট সময় রাত ৮ টা তে Btc তে অটোমেটিক Convert হয়ে যাবে এবং সাথে সাথে Withdraw করতে পারবেন Instantly।
মিনিমাম Withdraw : 0.001 Btc (3.7$)
পেমেন্ট ফ্রুপ
কারো কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। অথবা সরাসরি ফেসবুকে যোগাযোগ করুন।
আমি কায়ছার হামিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।