প্রিয় টেকটিউনস এর টিউনার এবং ভিজিরগণ কেমন আছেন সবাই? আশাকরি ভালোই আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গুগল অ্যাডসন্সে থেকে বেশি আয় বাড়ানো যায়। তাহলে চলুন শুরু করা যাক।
কিছু উদাহরণ দিয়ে শুরু করা যাক: ধরুন আপনার একটি দোকান আছে কিন্তু কাষ্টমার নেই তাতে কি কোন লাভ আছে বলুন? ঠিক তেমনি আপনার একটি ওয়েবসাইটের প্রাণ হচ্ছে ভিজিটর। তাই সব থেকে বেশি নজর দিতে হবে আর্টিকেলের উপর। কোয়ালিটি সম্পূর্ণ আর্টিকেল হচ্ছে প্রডাক্ট আর ভিজিটর হচ্ছে কাষ্টমার। তাই এই দুইটার উপর বিশেষ ভাবে নজর দিন। কিভাবে তৈরি করবেন ভালো আর্টিকেল? চলুন জেনে নেওয়া যাক- ভালো আর্টিকেল লিখতে হলে আপনাকে প্রচার চর্চা করতে হবে। আপনি যে বিষয়ের উপর লিখতে চান সেই সকল সাইটগুলোর আর্টিকেল প্রচুর পড়ুন। যত বেশি চর্চা করবেন ততই অভিজ্ঞতা বাড়বে। এরপর নিজে নিজে লিখতে চেষ্টা করুন। দেখবেন একসময় আপনার লেখার স্কেল অনেকগুণ বৃদ্ধি পাবে। তবে ভালো আর্টিকেল লেখার পূর্বে কীওয়ার্ড রিচার্জ করে নিন। ভালো ফলাফল পাবেন। কিভাবে করবেন কীওয়ার্ড রিচার্জ তা এখান থেকে দেখে নিন।
এসইও হচ্ছে খুব গুরুত্বপূর্ণ অংশ। আপনি যত ভালো আর্টিকেল দিন না কেন প্রচারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অংশ। ধরুন, আপনার দোকানে অনেক মালামাল রয়েছে কিন্তু কাষ্টমার জানে না যে, আপনি কি কি প্রডাক্ট বিক্রি করেন। অথবা আপনার দোকোনে কোয়ালিটি সম্পূর্ণ মাল রয়েছে তা কাষ্টমার জানেনা এতে কোন লাভ আছে বলুন? কাষ্টমার পাওয়ার জন্য আপনাকে অবশ্যই প্রচার করতে হবে। যত বেশি প্রচার করবেন ততই আপনার দোকানের প্রডাক্ট বিক্রি হবে। তাই ওয়েবসাইটের প্রচার হচ্ছে এসইও। যাকে আমরা বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এসইও এর দুইটি অংশ রয়েছে, অনপেইজ অপটিমাইজেশন এবং অফপেইজ অপটিমাইজেশন। দুইটাতে ভালো করে কাজ করতে হবে। অনপেইজ অপটিমাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ। অনপেইজ অপটিমাইজেশন টিউটোরিয়াল শিখতে এইখান থেকে দেখে নিন।
নিয়োমিত আর্টিকেল লিখুন। আর্টিকেল গুলো বিভিন্ন সৌশাল নেটওয়ার্ক সাইটগুলোতে শেয়ার করুন। একটি সাইটে যদি ভালো নিয়োমিত আর্টিকেল না থাকে তাহলে ভিজিটর হারিয়ে ফেলবেন। প্রতি সপ্তাহে অন্তত একটি করে আর্টিকেল পাবশিল করুন।
কিভাবে ভালো আর্টিকেল লিখতে হয়, কোন কোন সাইটে কোয়ালিটি সম্পূর্ণ ব্যাকলিংক করতে হয় তা আমি আপনাদের শেয়ার করব। পোষ্টটি ভালো লাগলে জোস বাটনে ক্লিক করুন আর আমারে আর্টিকেল নিয়োমিত ফলো করুন। Quality Backlink-Sources এবং আর্টিকেল লেখার সহজ নিয়োম পেতে লাইক করুন https://web.facebook.com/bdblog71 অথবা ফলো করুন- https://web.facebook.com/barury
পোষ্টটি আপনাদের ভালো লেগে থাকলে ঘুরে আসুন ব্লগ একাত্তর সাইটে।
আমি সুমন খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।