প্রতিদিন ৫ ক্লিকে ১০০০ টাকা দেবে- এই ধরনের কথা যারা বলে তারা মিথ্যা কথা বলে। কাজ না করলে কেউ টাকা দেয় না। যারা আপনাকে টাকা দেবে তারা আরো বেশি আয় করছে বলেই আপনাকে টাকা দেবে। যদি খুব কম সময়ে এপ দিয়ে অনেক টাকা পাওয়া যেত তাহলে সেটা হত - অবৈধ কোন কাজ আপনাকে দিয়ে করিয়ে।
আমি আপনাদের বলছি সত্যি সত্যি কাজ করে যারা টাকা পেতে চান তারা নিজের একটি ব্লগ তৈরি করে সেখানে লিখতে পারেন। অথবা, কোন কমিউনিটিতে যোগ দিতে পারেন, আপনাকে ডোমেইন, হোস্টিং, এডসেন্স এগুলো পাওয়া নিয়ে ভাবতে হবে না। এরকম একটি লেখার কমিউনিটি হচ্ছে - lekhok.club
এখানে লিখলে ওদের ওয়েবসাইটে যা আয় হবে তার ৭০% লেখকদের সাথে ওরা শেয়ার করবে। আপনি যদি লিখতে চান, তাহলে এখনই রেজিস্ট্রেশন করে ফেলুন-
উপরের ঠিকানায় গেলেই অর্থাৎ, lekhok.club এই ওয়েবসাইট ভিজিট করে, রেজিস্ট্রেশন করে লেখা শুরু করলেই ১ সপ্তাহ পরে টাকা পাওয়া যাবে। যেকোন বিষয়ে ২৫০ শব্দে লেখা সাবমিট করা যাবে। লেখায় মানুষের রিএকশান, টিউমেন্ট -সার্চ ইঞ্জিনে আপনার লেখা আর্টিকেলের অবস্থান এগুলো বিবেচনা করে টাকা দেয়া হবে। যত ভালো লিখতে পারবেন, আয় তত বেশি হবে।
সম্পূর্ণ দেশী সাইট, তাই টাকা পাবেন বিকাশ/মোবাইল রিচার্জে। সত্যিকারের পদ্ধতিতে সঠিক পথে আয় করুন, ভালো থাকুন।
আমি কাবিলা আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Valo,,,,try korbo