বাংলা সোস্যাল মিডিয়া থেকে আয়ের সুযোগ

‘মিলিমিশি’ নামের একটি বাংলা সামাজিক যোগাযোগ মাধ্যম যাত্রা শুরু করেছে। ফেসবুকের মত এই সা

মাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে নানা ফিচার যুক্ত করেছে। সোসাল নেটওয়ার্কিং এর সাথে সাথে জ্ঞান-বিজ্ঞান, স্বাস্থ্য, শিক্ষাসহ অনেক বিষয় নিয়ে এটি সমৃদ্ধ হচ্ছে। এখান থেকে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেল লাইভ দেখা যাবে। রয়েছে বিভিন্ন সংবাদের সর্বশেষ আপডেট লিংক। সবচেয়ে মজার বিষয় হল, এখান থেকে রয়েছে আয়ের সুযোগ।

যেভাবে আয় করা যাবে :

  • যে সকল কারণে পয়েন্ট যোগ হবেঃ
    -
    প্রফাইল পিকচার আপলোড-১০পয়েন্ট (শুধুমাত্র প্রথমবার)।
    => প্রতিদিন ভিডিও/টেক্স টিউন-১পয়েন্ট (প্রতিদিন সর্বোচ্চ একবার)।
    => স্বাস্থ্য ও শিক্ষামূলক (Study+Health মেনুতে) টিউন-২পয়েন্ট (প্রতিদিন সর্বোচ্চ একবার)।
    => কুইজ প্রতিযোগীতায় অংশগ্রহণ-৩ পয়েন্ট (প্রতিদিন সর্বোচ্চ একবার)।
    => কুইজ বিজয়ী-১০০পয়েন্ট।
    => রেফারেল লিংক দ্বারা কেউ জয়েন করলে-৫পয়েন্ট (প্রতিদিন সর্বোচ্চ ৫ জন)
  • পয়েন্ট (ইউথড্র) উত্তোলন

প্রথমবার ৫০০পয়েন্ট হলেই ইউথড্র করে পুরুষ্কার গ্রহণ করা যাবে।
[ঢাকার সিটির মধ্যে অবস্থানকারীদের জন্য পুরুষ্কার সরাসরি প্রদান করা হবে।
ঢাকার বাহিরে অবস্থান কারীদের জন্য ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে]
- (১০০ পয়েন্ট সমান ১ ডলার)
রাউটার, স্মার্ট ওয়াচ, মনিটার, মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটার সহ বিভিন্ন মানসম্মত + নিত্য প্রয়োজনীয় সামগ্রী পুরুষ্কার হিসাবে প্রদান করা হবে। [হাই কোয়ালিটি ও দীর্ঘস্থায়ী পন্য সমূহ পুরুষ্কারের তালিকায় থাকবে]
-
* কেউ ইচ্ছা করলে পুরুষ্কার না নিয়ে; সমমূলের নগদ অর্থ সরাসরি/
মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ইন্সট্যান্ট গ্রহণ করতে পারবে।

ইতিমধ্যে যাদের ৫০০ পয়েন্ট পূর্ন হয়েছে তাদের পুরস্কার দেয়া শুরু করেছে প্রতিষ্ঠানটি।

সম্পূর্ন ফ্রী জয়েন করে নিজেকে আপডেট রাখতে -

এখানে ক্লিক করুন

Level 2

আমি এস এম সামছুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 47 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার মনে হয় এ গুলো শুধু লোভ দেখানোর জন্য
https://s3schoolbd.blogspot.com

মোঃ রুবেল ইসলাম ভাই,
আপনার মতামতের জন্য ধন্যবাদ। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটি বাংলাতে যা এবছরের ১ জানুয়ারী যাত্রা শুরু করেছে। এটির ভিতরেই লেখা রয়েছে, “ একটি বিষয় আমাদের সর্বদা মনে রাখতে হবে “মিলিমিশি”তে জয়েন করার মূল্য উদ্দেশ্য পয়েন্ট নয়, সুস্থ্য ধারার জ্ঞান অর্জনের পাশাপাশি নিজের মেধা+প্রতিভাকে বিকশিত করা।”
আমি এখানে এপর্যন্ত প্রতারণার কিছু দেখিনি।
আপনি এর ভিতর প্রবেশ করে দেখেন আপনার ধারনা নিশ্চয় পাল্টে যাবে বলে আমি মনে করি।