20 মিনিট কাজ করে ১৫ টাকা পেমেন্ট নিন

আসসালামু আলাইকুম,

সবাই ভালো আছেন সেই আশা ই ব্যক্ত করছি। আমরা অনেকেই অনলাইন থেকে আয় করতে চাই, কিন্তু এত্তো বড় অনলাইন জগতে আয় করার সঠিক জায়গাটা খুঁজে পাওয়া ই মুশকিল, অনলাইন জগতে সব কিছুকে বিশ্বাস করা ও যায় না, কোথায় কোন ফাঁদ লুকিয়ে আছে কে জানে?

অনলাইন আয়ের এই অস্বস্তিকর এই জগতে একটু স্বস্তির খোঁজ আপনাদের দিতে আমার আজকের এই টিউন। অত্যন্ত বিশ্বাসযোগ্য এবং ট্রাষ্টেড একটা উৎস এর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই যেখান থেকে অনলাইনে আয় করতে পারবেন নিশ্চিন্তে… তাছাড়া কোন ইনভেস্টমেন্ট ছাড়াই খুব সহজ কিছু কাজ করে আপনার পকেট মানি তুলে আনতে পারবেন, এই জন্য শুধু আপনার দরকার পরবে আপনার হাতে থাকা এন্ড্রয়েড ফোন টি এবং ইন্টারনেট কানেকশন।

App Information

Name : EARN MONEY PRO Download

Link: https://goo.gl/bHYnFA

Size : 4.69+ Mb

Payment : Daily

Payment System : Recharge/bKash/Rocket

রিচার্জ নিতে চাইলে আপনাকে সর্বনিম্ন ১৫ টাকা করতে হবে। বিকাশ বা রকেটে সর্বনিম্ন 50 টাকা হতে হবে। সর্বোচ্ছ যে কোন পরিমান টাকা বিকাশ বা মোবাইল রিচার্জে নিতে পারবেন। পেমেন্ট পাবেন রিকুয়েস্ট দেবার ২৪ ঘন্টার মধ্যে।

পেমেন্ট প্রুফ দেখুন Payment Proof

এরপর ও যদি মনে হয় এটা ফেক তাহলে আপনাকে বলবো, যেহেতু এটা ১৫ টাকা হলেই পেমেন্ট করে, তাই আপনি একবার কাজ করেই দেখুন। ১৫ টাকা করতে 20 মিনিট ও লাগবে না। তারপর পেমেন্ট রিকুয়েস্ট দেন, টাকা না পাইলে আমি দিবো।

 

কাজ করার উপযুক্ত সময়

 

প্রতিদিন ২৪ ঘন্টায় কাজ করা যাবে। তবে অব্যশ্যই প্রতিদিন ভোর ৪ টা থেকে ১০ পর্যন্ত সময়ের মধ্যে কাজ করার চেষ্টা করবেন। এ সময় কোন এড প্রবলেম থাকে না। অন্য সময় এড প্রবলেম থাকে। তাই আমি সবাইকে বলবো যে ভোর ৪ টা থেকে সকাল ১০ টার মধ্যে কাজ করতে।

 

যেভাবে কাজ করবেন

 

আশা করি সবাই EARN MONEY PRO ডাওনলোড করে নিয়েছেন। অ্যাপটি ওপেন করে Sign-up এ ক্লিক একটি অ্যাকাউন্ট খুলে নিন।

 

#User Name এ আপনার নাম দিন।

#Number এ আপনার ফোন নাম্বার।

#Refer Code এ আপনি রেফার নাম্বার 01903812566 দিন তা নাহলে টাকা অ্যাড হবে না

#Password ৬ সংখ্যার দিন।

#এবার You are terms & condition এ টিক (✓) দিয়ে আকাউন্ট করুন।

এখন Log-in করে নিন।

 

‘TASK’ এ ক্লিক করুন।

 

 

 

‘START TASK’ এ ক্লিক করুন।

 

এখন আপনার আপনাকে সংখ্যাটি পূরন করে নিচের দেখানো জায়গায় ক্লিক করতে হবে।

 

ক্লিক করার পর ৩ টা ad show হবে।

এখন আপনাকে ৩ সেকেন্ড অপেক্ষা করে

Cut All Ad লেখা আসলে

আপনার ফোনের ব্যাক বাটন দিয়ে ad গুলি কেটে দিতে হবে।

 

 

এখন Ok করুন।

 

এ রকম করে প্রতি ১৪ captcha পর এডে ক্লিক করতে বলা হবে।

 

তখন আপনি ad এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনের browser open হয়ে যাবে।

 

এখন browser এ গিয়ে পেজে নিয়ে যাবে সেখানে ১ মিনিটের মত অপেক্ষা করতে হবে।

এখন এই সাইটের কয়েকটি পেজে ক্লিক করতে হবে। যাতে গুগল বুঝতে পারে আপনি তাদের এডে ইন্টাররেস্টেড। ১ মিনিট থাকার পর ব্যালেন্স যোগ হবে।

 

 

আপনাকে অটোমেটিক এপে ব্যাক করে নিয়ে আসবে। যদি না আসে তাহলে আপনি ব্যাক করে আসবেন। এভাবে ২৯, ৪৪, ৫৯, ৭৪, ৯০ নং captcha এর গিয়ে এডে ক্লিক করতে হবে।

#প্রতিদিন ৬ টা ক্লিক করতে হবে। প্রতি ক্লিক রেট ৩ টা করে পাবেন।

#প্রতি ১৪ captcha পূরন করার পর পর আপনার ব্যালেন্স 3 টাকা করে যোগ হবে।

#প্রতিদিন ১৮ টাকা করে ইনকাম করতে পারবেন।

#প্রতি এক্টিভ রেফারে ১ টাকা করে পাবেন।

তবে হ্যাকিং করে রেফার করলে সেটা বাতিল বলে গন্য হবে।

বিঃদ্রঃ

এই অ্যাপ এ কাজ করার অন্যতম শর্ত হলো আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে, অধৈর্যশীল হলে এই অ্যাপ আপনার জন্য না। এমনটা ও না আপনারা অ্যাপ থেকে একদিনেই অনেক টাকা আয় করে ফেলবেন, তবে দিন শেষে একজন ছাত্রের পকেট মানি এর ব্যবস্থা এই অ্যাপ থেকেই করতে পারবে। আর অ্যাপ থেকে যা ইনকাম করবেন, নিয়ম মেনে কাজ করলে অবশ্যই পেমেন্ট পাবেন।

তাহলে আর দেরী কেন। শুরু করে দিন আপনার অললাইনে আপনার প্রথম ইনকাম।

Level 3

আমি মুশফিকুর রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস