প্রিয় টেকটিউনস এর টিউনার এবং ভিজিটরগণ কেমন আছেন সবাই? ইন্টরনেট থেকে আয় করা যায় এই নিয়ে গুগলে যে কত পরিমান সার্চ হয় তা না দেখলে বিশ্বাস করবেন না। কিছু ছেলে/মেয়েরা রয়েছে যারা ক্লিক করে আয় করতে চায়। কিন্তু সেগুলো সম্পূর্ণ ভূয়া। তাই আমি বলব সঠিক গাইড লাইন নিয়ে যদি অগ্রসর হওয়া যায় তাহলে আয় করতে পারবেন। আমি আপনদের জন্য কিছু টিপস শেয়ার করছি। তাহলে চলুন শুরু করা যাক।
১. ওয়েব ডিজাইনঃ ওয়েব ডিজাইন শিখে আয় করতে পারেন। বর্তমানের ওয়েব ডিজিইনের অনেক চাহিদা রয়েছে। আপনি যদি সঠিক গাইড লাইন নিয়ে ওয়েব ডিজাইন শিখতে পাররেন তাহলে ভালো আয় করতে পারবেন। সারা পৃথিবীতে ওয়েব সাইট যে পরিমান তৈরি হচ্ছে সেই পরিমান কিন্তু ওয়েব ডিজাইনার নেই্। হ্যাঁ বলতে পারেন আমাদের দেশে তো অনেক রয়েছে, আসলে প্রফেশনাল ডিজাইনার কত জন রয়েছে বলুন? তাই আমি একটি কথা বলব ভালো ভাবে ওয়েব ডিজাইন শিখুন তারপর আয় করার চিন্তু করুন। এতে করে আপনি সফল হবেন। আরও জানুন……
২. এসইওঃ ওয়েব ডিজাইন এর পাশাপাশি এসইও এর গুরুত্ব অনেক বেশি। যারা প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট তৈরি করে তাদের জন্য দরকার হয় এসইও। এই সব প্রতিষ্ঠানে এসইও করার মত সময় থাকে না তাই তারা কাজ করার জন্য ক্লাইন্টদের কাছে ছেড়ে দেয়। তাই আপনি যদি ভালো ভাবে এসইও শিখেন তাহলে মোটামুটি আয় করতে পারবেন। প্রাথমিক অবস্থায় ইন্টারনেট থেকে ধারনা নিয়ে ভালো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারেন।
৩. ব্লগিং করে আয়: ভালো রাইটার যদি হন তাহলে ব্লগিং করুন। কারন ব্লগিং হচ্ছে এমদম মুক্ত পেশা। আপনি ভালো ব্লগিং করতে পারেন এবং ব্লগে ভালো ভিজিটর আনতে পারেন তাহলে প্রচুর আয় করতে পারেন। তাই ব্লগিং করে আয় করুন ভালো গাইড লাইন নিয়ে।
৪. গুগল অ্যাডসেন্স: গুগল অ্যাডসেন্স আয় করার ভালো পন্থা। এখন আবার গুগল অ্যাডসেন্স বাংলায় সাপর্ট করে। আপনি যদি ইংরেজীতে রাইট না করতে পারেন তাহলে বাংলায় গুগল অ্যাডসেন্স ব্যবহার করে আয় করতে পারেন। অবশ্য বাংলার জন্য অনেক ধর্য্য ধরতে হয়। আরও যদি ইংরেজীতে রাইট করতে পারেন তাহলে তো কোন চিন্তাই নেই।
৫. অ্যাফেলিয়েট মার্কেটিং: অ্যাফেলিয়েট্ মার্কেটিং হচ্ছে আয়ের সবচেয়ে উত্তম পন্থ্যা। অ্যাফেলিয়েট থেকে আয় করতে হলে কিছু বিষয়ে অবশ্যই ধারনা থাকতে হবে। যেমন; এসইও, নিশ সিলেক্ট, ব্লগ রাইটিং। এগুলো যদি আয়ত্ব করতে পারেন তাহলে অ্যাফেলিয়েট মার্কেটিং আপনার জন্য।
প্রিয় বন্ধুগণ আমি আরও বিস্তারিত আপনাদের সাথে। আর যদি আমার এই পোষ্টটি আপনদের ভালো লেগে থাকে তাহলে ঘুরে আসাতে পারেন আমার ব্লগ একাত্তর সাইট থেকে। সবাই ভালো থাকুন, সুস্থ্য থাকুন এই কামনায় আমার পোষ্টটি শেষ করছি।
আমি প্রত্যয় বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 21 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।