CryptoTab Mining নিয়ে এটা আমার ৪র্থ আর্টিকেল। ২য় আর্টিকেলটি এখান থেকে পড়ে আসুন এবং বিস্তারিত জানুন, কিভাবে কাজ করতে হবে। আমি ২য় আর্টিকেলে সব কিছু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। আজকের আর্টিকেলে আমি আমার পেমেন্ট হিস্টোরির কিছু প্রমাণ দেখাবো। আসলেই কি CryptoTam Mining করে উইড্রো পাওয়া যায় কিনা এ ব্যপারটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, কারন আমি এই সিস্টেম নিয়ে আপনাদের যেহেতু জানিয়েছি, তাই আমাকে এর প্রমাণ দেওয়াটা দরকার।
স্কিন সর্টে দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত আমি ২ টা পেমেন্ট নিয়েছি। সর্ব নিম্ন ১০০০ সাতুসি হলে আপনি পেমেন্ট তুলতে পারবেন। আপনার পিচির প্রসেসর যদি i5 হয়, তাহলে ডেলি ১ হাজার সাতুসি এখান থেকে তুলতে পারবেন যদি ৫/৬ ঘন্টা টানা কাজ করেন। কোন রেফারেল ছাড়াই প্রতিদিন ১ হাজার সাতুসি তুলতে পারবেন যদি প্রসেসর i5 বা এর চেয়ে ভালো হয়।
এখানে কাজটা কেমন বা কিভাবে করবেন তা ২য় আর্টিকেল থেকে জেনে আসতে পারেন। তবে এতটুক বলতে পারি, এটা এমন একটা কাজ যেটাতে আপনার অন্যান্য কাজে কোন সমস্যা হবেনা। আপনি যদি অন্য কোণ স্কিলফুল কাজের সাথে জরিত থেকে থাকেন তাহলেও এই কাজটা করতে পারেন, কারন এই কাজ আপনার কম্পিউটারের প্রসেসর করবে। কিভাবে কাজ করবেন সেটা ২য় আর্টিকেল থেকে জেনে নিলেই বুঝে যাবেন।
আমি প্রতিদিন কম্পিউটার অন করে এই কাজটা স্টার্ট করে রাখি আর অন্যান্য কাজ গুলোও করে যাই, এতে আমার কোন সমস্যাই হচ্ছেনা এবং এই কাজের জন্য আলাদা ভাবে আমাকে সময় দিতে হয়না।
খুব ভালো একটি ইনকাম জেনারেট প্রসেস তাই আপনাদের সাথে শেয়ার করে আসতেছি। আজকের আমি উইড্রো হিস্টোরির প্রমান দেখালাম, সামনে আরো কিছু জানানোর থাকলে অবশ্যই জানাবো।
Presearch সম্পর্কে জানেন কি?
এটা আবার কি? এই আর্টিকেলের সাথে এটার কোন সম্পর্ক নেই, তবুও মনে হলো কিছু ইনফরমেশন জানিয়ে দেই নতুন আরেকটি ইনকাম সিস্টেম নিয়ে। এটাও ক্রিপ্টো কারেন্সি রিলেটেড। Presearch নিয়ে আমার প্রথম আর্টিকেল টি এখান থেকে পড়ে আসলে আরো ভাল করে বুঝে যাবেন।
গত আর্টিকেল আমি Presearch এর কিছু পয়েন্ট ভুলে বাদ দিয়ে চলে গেছিলাম। আজ সেই পয়েন্ট গুলো একটু ক্লিয়ার করতে চাই -
আমার প্রথম আর্টিকেল পড়ে অনেকেই Presearch একাউন্ট করে কাজ শুরু করে দিয়েছেন। Presearh এর পেমেন্ট পেতে হলে আপনাকে নিয়মিত ওদের সার্চ ইঞ্জিন ইউজ করে যেতে হবে, এক দুই দিন কাজ করে অফ করে দিলে কোন লাভ হবেনা। প্রতিদিন আপনি সর্বোচ্চ ৮ টি কয়েন পাবেন, আর সার্চ করতে পারবেন আনলিমিটেড। কিন্তু আমাদের টার্গেট থাকবে প্রতিদিন যেন আমরা ৮ টি করে কয়েন একাউন্ট এ জমা করে রাখি। ওদের সাইটে বলা আছে ১০০০ কয়েন্ট জমা হলে উইড্রো দিবে, আর এমনও বলা আছে যে, ওদের একটা এনাউন্সমেন্ট সামনে আছে, ওটার পরে হয়তো উইড্রোর ব্যাপারটা আরো সহজ করে দিবে। তবে আপনি সিউর থাকতে পারেন যে ওরা উইড্রো দিবে। বিস্তারিত আপডেট আমি সামনের আর্টিকেল গুলো দিয়ে যাবো।
আপনার আন্ডারে যারা রেফারেল হবে, তাদের জন্য যে কমিশন আপনি পাবেন, সেটা পেতে হলে আপনার রেফারেল কে কমপক্ষে দুই মাস নিয়মিত কাজ করে যেতে হবে এবং সর্বোচ্চ ১০০ কয়েন্ট জমা করতে হবে, তাহলেই আপনি কমিশিন পাবেন, এর আগে কমিশিন পাবেন না।
সবচেয়ে দরকারি মেসেজ হলো - Presearch এর কাজ গুলো এতটাই সহজ যে প্রতিদিন ১০ মিনিটের বেশি লাগেনা, ১০ মিনিট আমি সত্যিই বেশি বলেছি, ৫ মিনিট এনাফ। প্রতিদিন ৫ মিনিট কাজ করে যদি একটা সময় ১০০০ কয়েন জমা করতে পারেন এতে নেগেটিভ কিছুই দেখছিনা। প্রতিটা কয়েন্ট এর বর্তমান মুল্য ১০ সেন্ট এর কাছাকাছি। এখান থেকে দেখে আসতে পারেন।
তারমানে ৪ মাসে আপনি ১০০০ কয়েন্ট জমা করতে পারেন খুব সহজেই। আর এই কয়েন এর দাম বাড়বে এটাই সত্যি। আমি আর বেশি কিছু বলছিনা, তবে আপডেট নিউজ আমি অবশ্যই দিবো। এতটুক বলতে পারি, আমি CryptoTab এবং Presearch এই দুইটি ছোট ইনকাম সিস্টেম নিয়ে যা বলেছি অনেক চিন্তা করেই বলেছি। এই দুইটা কাজ আপনাদের অন্য কোন কাজের সময় অপচয় বা সমস্যা করবেনা।
আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। কোন প্রশ্ন থাকলে ফেসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা নিচের টিউমেন্ট বক্সে টিউমেন্ট করেও জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে।
আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।