আস সালামু আলাইকুম। সবাইকে আজকের আর্টিকেলে স্বাগতম। অনেক দিন পর আবারো নতুন একটি টপিকে আর্টিকেল লিখতে বসলাম। আজকে আমি - Presearch Search Engine নিয়ে কিছু পজিটিভ ভেলু দেওয়ার চেষ্টা করব। আসুন বিস্তারিত বলছি।
Presearch Search Engine একটি সার্চ ইঞ্জিন, অনেকটা Google Search Engine এর মতই। তবে এখানে পজিটিব দিক হলো, এই Search Engine এ সার্চ করার মাধ্যমে আপনি CryptoCurrency আর্ন করতে পারবেন। আমরা যেহেতু প্রতিদিন Google এ সার্চ করে থাকি বিভিন্ন প্রয়োজনে, এই ক্ষেত্রে Presearch Search Engine ইউজ করলে ক্ষতি কি? এতে ফ্রিতে কিছু কয়েন পেয়ে যাবো।
এটা খুবি সহজ একটি কাজ, প্রথমে এই লিঙ্ক থেকে একাউন্ট করে নিন একটা জিমেইল এর মাধ্যমে। তারপর নিচের স্কিন সর্টে দেখানো পিক এর মত দেখতে পাবেন -
স্কিন সর্টে আমরা দেখতে পাচ্ছি একটি সার্চ বক্স। এখানে যেকোন কিছু লিখে আমরা সার্চ করলেই একটা কয়েন এর চার ভাগের এক ভাগ আমাদের একাউন্ট এ যোগ হয়ে যাবে। আপনি যখন নতুন একাউন্ট করবেন, তখন বোনাস হিসেবে ২৫ টা কয়েন ফ্রি পেয়ে যাবেন। আমাদের কাজই হলো - আমরা গুগলে যা সার্চ করি সেই সার্চ গুলো এখানে করা।
যখন এই সার্চ বক্স এ কোণ কিছু লিখে সার্চ করবেন, সাথে সাথে আপনাকে গুগলে ট্রান্সফার করে নিয়ে যাবে। যাস্ট Presearch নামের যে কয়েন টা আছে, এটাকে প্রোমোট করার জন্য এই সিস্টেম।
Presearch নামের যে ক্রিপ্টো কম্পানি আছে, ওরা ১ ভিলিউন এর মত কয়েন মার্কেটে আস্তে আস্তে পাবলিশ করবে। এর মধ্যে প্রোমোটের জন্য ৩০% কয়েন এভাবে Presearch Search Engine এর মাধ্যেম আপনি আমি, যারা সার্চ করে কয়েন গুলো নিচ্চি এদের কে দিবে। আর বাকি ৭০% কয়েন অন্য সিস্টেমে পাবলিশ করবে।
আপনি যদি এই Presearch কয়েন নিয়ে আরো বিস্তারিত জানতে চান তাহলে ওদের ওয়েবসাইট থেকে জেনে আসতে পারেন। আমি এখানে লিঙ্ক দিয়ে দিলাম।
আজকে Presearch Search Engine নিয়ে আর্টিকেল এখানেই শেষ করলাম। সামনে আপডেট নিয়ে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। উইড্রোর এর ব্যাপারে এখনো আমি ক্লিয়ার না, কারণ এখনো ইউড্রো সিস্টেম ওরা পাবলিশ করে নাই, তবে করবে এতে সন্দেহ খুব কম। উইড্রো এই মুদূর্তে আপনি করতে পারবেন যদি ১০০০ কয়েন জমা করতে পারেন। আমার জানা মতে প্রতিদিন সর্বোচ্চ ১০ টি কয়েন আপনি আর্ন করতে পারবেন, এর বেশি ওরা দিবেনা, অর্থাৎ ডেলি ১০ টি করে কয়েন আপনি গেইন করতে পারছেন, বাত সার্চ করতে পারবেন আনলিমিটেড। এই টপিকে অনেক টিউটোরিয়াল ইউটিউব আছে, আমার কাছে পজিটিব মনে হয়েছে তাই আমি শেয়ার করলাম। আপনাদের ভাল লাগলে ইউজ করবেন না লাগলে করবেন না। এখানে জোর করার কিছুই নেই।
আমি ৩ টা আর্টিকেল দিয়েছিলাম CryptoTab Browser Mining নিয়ে। অনেকেই Browser এর মাধ্যমে মাইনিং করতেছেন। আমিও করতেছি, কারন এতে আমার অন্য কাজের কোন সমস্যা হচ্ছেনা, কাজের পাশাপাশি যদি কিছু ইনকাম হয় এতে নেগেটিব কিছুই নেই, বরং ব্যাপারটা সত্যিই পজিটিব।
আর্টিকেলটি ভাল লাগলে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ!
আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
Nadim vai,
Thanks for your presearch article, Please help me, how can i find out my referral link in presearch.