"সময়" অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমরা এই বিষয়টিকেই সর্বদা অবিহেলা করি। আমরা অনেকে অনেক সময় হাতে সময় থাকতেও সেই মুলয়বান সময়টাকে নষ্ট করি। কিন্তু আমরা ভুলে যাই, যে সময় আমরা নষ্ট করছি তার মুল্য আমাদের একদিন না একদিন দিতেই হবে। বর্তমানের যুগের সাথে তাল মিলাতে গিয়ে আমরা আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ভুলে যাই। আর তা হচ্ছে আমাদের প্যাশন। "প্যাশন" হচ্ছে এমন একটি জিনিস যা আমাদের কাজের প্রতি আগ্রহটাকে বাড়িয়ে তোলে। এখন এক এক জনের প্যাশন এক এক রকম। কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে যে, আমরা আমাদের প্যাশনকেই চিনি না এবং জানার আগ্রহও দেখাই না। ফলে আমরা আমদের কাজের ক্ষেত্রে তা Apply করতে পারি না এবং এজন্যই আমরা আমদের কাজের এঘেয়েমি নিয়ে আশাকরি। একটি পরিসংখ্যানে দেখা যায়, যেসকল মানুষ তাদের প্যাশন অনুযায়ী নিএজ্র ক্যারিয়ার গড়ছেন তারা তাদের কাজ অতীব আনন্দের সাথে করছেন এবং অগ্রগতিও হচ্ছে আকাশচুম্বি। অপরদিকে যারা তাদের কাজ নিজের প্যাশন এর বাইরে বেছে নিয়েছেন তারা সেই অনুপাতে কম অগ্রগতি করেন এবং দেখা যায় তারা বেশিদূর যেতে পারেন না। তাই সঠিক সময়ে সঠিক পেশা নির্বাচন করা আমাদের গুরু দায়িত্ব এবং সেটি অবশ্যই যদি নিজের প্যাশন এর মিল রেখে হয় তাহলেতো কথাই নাই। সময় এর বাস্তবায়ন নিয়ে বিখ্যাত কবি, লেখক, দার্শনিক উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন।
" Time very fast for those who are scared
very long for those who are sad and very short for those who celebrate" William Shakespere
Presented by the best outsourcing training company in Dhaka
আমি সাইদুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
We are the best web development service provider of Bangladesh