যেভাবে btconlineio এবং ethonlineio থেকে পেমেন্ট নিবেন

আপনারা হয়তো অনেকেই আছেন, যারা ফ্রী Mining সাইটে কাজ করেছেন। এবং এই Mining সাইট গুলোতে অনেকবার প্রেমেন্ট রিকোয়েস্ট করেও পেমেন্ট পান নি.!
মূখ্য কারন হচ্ছে এই যে, প্রায় 95% Mining সাইটে Investment করতে হয় এবং Account Update করতে হয়। আর তার মধ্যে আরেকটি বড় সমস্যা হচ্ছে, এই সাইট গুলো কয়েক দিন বা কয়েক মাস পর Scam হয়ে যায়। তাই আমরা কেউই Mining সাইটকে বিশ্বাস করতে চাই না।
আমি আজ আপনাদের কাছে এমন দুইটি সাইট নিয়ে এসেছি যেটা ১০০% প্রমেন্ট করে এবং প্রেমেন্ট পেতে আপনাকে কোন প্রকার Investment করতে হবেনা।
জ্বি, আমি সত্যিই বলছি। আর এটা থেকে আমি নিজে প্রায় 37$ এর কাছাকাছি মানে 0.006 BTC প্রেমেন্টও পেয়েছি। তাই আমি আজ আপনাদের মাঝে সাইটটি নিয়ে টিউন করতে আগ্রহি হই। কারন আমি চায় যেহেতু আমি কোন কাজ ছাড়াই প্রমেন্ট পেয়েছি সেহেতু আজকেই আপনাদের ওয়েবসাইট টিতে ১টি একাউন্ট করে রাখা প্রয়োজন।
প্রথম লিংক

দ্বিতীয় লিংক

*উপরের প্রথম লিংকে কিল্ক করে সাইটটিতে যান। তারপর এখানে প্রথম বক্সে আপনার Coinbase থেকে আপনার BTC Address টা কপি করে এনে পেস্ট করুন। এবং দিত্বীয় বক্সে আপনার ইচ্ছে আনুযায়ি একটা Pin দিয়ে Start Mining এ ক্লিক করুন।
*ঠিক একই ভাবে দ্বিতীয় লিংকে ক্লিক করে coinbase থেকে eth address কপি করে ১ম বক্সে পেস্ট করুন এবং দ্বিতীয় বক্সে পিন দিন
এখন আপনার প্রতিদিন 30000 (৩০ হাজার Satoshi) mining হবে। এবং এই সাইটি থেকে 0.006 অর্থাৎ (৬ লক্ষ Satoshi) হলেই Withdraw দিতে পারবেন। ৬ লক্ষ হতে আপনার সময় লাগবে 20-21 দিন। আমার 20 দিনেই ৬ লক্ষ হয়ে গিয়েছিল। এবং আমি Withdraw দেওয়ার ৩ ঘন্টার মধ্যেই আমাকে তারা Payment করে দেয়।
আর যেভাবে পেমেন্ট নিবেন এই সাইট দুটি থেকে এর টিউটোরিয়াল এর লিংক: টিউটোরিয়াল লিংক

Level 0

আমি আশিকুর রহমান আসিফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দৃষ্টি আকর্শন জনাব আশিকুর রহমান। এই দুইটি সাইট সন্দেহ জনক কারণ আমি নিজে দুইটি সাইটে একাউন্ট করেছি। নেট চলে গেলেও মাইনিং হতে থাকে ! এটা কেন হবে ? এটাতো কোন সফটওয়ার নয় এবং আরও হাস্যকর বিষয় হল ওয়েবসাইটের নিচে নেট না থাকলে কোন কোন জায়গা থেকে মানুষ জয়েন করছে সেটা কিছুক্ষন পর পর সো করছে এর চেয়ে হাস্যকর বিষয় আর কি হতে পারে। এখন হয়ত বলবেন আপনি পেমেন্ট পেয়েছেন। আসলে একটি পেমেন্ট পাওয়া সাইট ভাল হওয়া না হওয়ার মাপকাঠি নয় কারণ এই পর্যন্ত বহু সাইট এক দুই বা পাচ দশটি পেমেন্ট দিয়ে বদ্ধ হয়ে গেছে। নির্ভরযোগ্য সাইট হলে ফোরাম থাকে, কাষ্টমার কেয়ার নাম্বার থাকে, এসএসল থাকে, হো ইস এ সাইট ওনারের সম্পূর্ণ তথ্য থাকে অথচ এই সমস্ত সাইটে কিছুই নেই সুতরাং এই সাইটগুলো থাকার সম্ভাবনা ক্ষীণ। দ্বিতীয় সমস্যা হল ফ্রি মাইনং অপশন থাকলেও ইনভেষ্ট অপশন আছে। যারা ফ্রি মাইনিং এর মাধ্যমে একবার পেমেন্ট পাবে এমন বহু মানুষ ইনভেষ্ট করবে অতপর সাইট বন্ধ হয়ে গেলে সবাই ক্ষতিগ্রস্থ সুতরাং না বুঝে মানুষকে স্বপ্ন দেখাবেন না। একবার পেমেন্ট পেয়ে এবং সাইটের সামগ্রিক অবস্থা বিচক্ষনতার সঙ্গে পর্যবেক্ষন না করে কোন নতুন মেক মানি বা মাইনিং সাইটের প্রচারনা অনুচিত।