আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটা অন্যরকম তথ্য।
অনলাইনে থাকা কালিন কত কিছুই না না জানা থাকে তখন খুব সহজে স্মরণ করি গুগল মামাকে।
গুগল তার নিজের ব্যাবসা নিজে ঠিকই গুছিয়ে নিয়েছে।
অথচ আপনি তার একজন সার্চ করা শ্রমিক হয়ে কোন মজুরি পাচ্ছেন না। অনেক দিন ধরেই টিউনটি করতে চাই কিন্তু কিছু বিষয় কনফিউশন করিনি। এখন সব কিছু ক্লিয়ার। তাই আজকে শুরু করলাম।
আর তাই আজকের এই টিউনটি করা।
আপনার আপনার টাকা আপনার পকেটে দিতে চলে এসেছে Presearch
Presearch কি?
এটা গুগলের মতই একটা প্লাটফর্ম কিন্তু এটার বেস হল cryptocurrency.এটির উদ্দেশ্য হল গুগলের মত শেয়ার কিনে নিজেদের প্লাটফর্ম কে উন্নত করবে।
আর এই Presearch এর currency হল PRE কয়েন।
আপনি ঠিক আগের মতই গুগলে সার্চ করবেন কিন্তু আপনার টাকা আপনার পকেটে নিতে সাহায্য করবে এই Presearch.তবে এখানে থাকবে প্রতিদিনের একটা লিমিট যেখানে আপনি নির্দিষ্ট পরিমান সার্চ করার পর সার্চ করতে পারবেন কিন্তু টাকা পাবেন না।
এখন আসি কত টাকা পাব প্রতিদিন এবং কীভাবে?
প্রথমে Presearch ডুকে Sign up করে অ্যাকাউন্ট করে নিবেন।
যারা কম্পিউটার ব্যবহার করেন তারা এখান থেকে Extension সেট করে নিবেন বেশি সুবিধা হবে।
অ্যাকাউন্ট হয়ে গেলে Preseach এ নিচের মত আসবে।
উপরের মত করে সার্চ বাটনে ক্লিক করবেন।
দেখুন আপনাকে গুগলে নিয়ে গেছে।
আপনি প্রতিবার সার্চ করার জন্য পাবেন 0.25 PRE.প্রতিদিন আপনি ৩২ বার সার্চ করতে পারবেন এবং এই ৩২ বার সার্চ করার জন্য আপনার টাকা পাবেন। পরবর্তী সার্চ করার জন্য টাকা পাবেন না। তবে সার্চ করতে পারবেন।
সেই হিসেবে আপনি প্রতিদিন 8 PRE করে নিতে পারবেন। বর্তমান প্রাইস অনুসারে আপনি প্রতিদিন পাচ্ছেন -Presearch Price
কয়েক মাস আগেও 1Pre=0.80$ ছিল।
এখন আসি কিছু ধরা বাঁধা নিয়মে রয়েছে এই টাকা নিতে হলে-
-আপনার একটা ডিভাইসে একটি মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন। যতই VPN ইউজ করেন একটা ডিভাইসে দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না।
-টাকা দিবে বলে আপনি এটাকে চাকরি হিসেবে নিবেন না যে ডেইলি সার্চ করতেই হবে।
-সবকিছু সাধারন ভাবে সার্চ করতে হবে। টাকার লোভে আবার ভেঙ্গে ফেলবেন না।
-কোন রকমের চালাকি করতে যাবেন না।
এই নিয়ম গুল বলার আসল কারন হল আপনার অ্যাক্টিভিটি ওরা সবসময় নজর এ রাখবে এমনকি ওদের সাইট ঐ ভাবেই তৈরি করা।
কোন ধরনের ম্যালিসাস অ্যাক্টিভিটির কারনে অ্যাকাউন্ট ব্যান করে দিতে পারে।
কত টাকা হলে তুলতে পারব?কিভাবে তুলবো?
আসলে সব দেশেই দুই নম্বরি মানুষ থাকেই। তাই তারা তাদের নিয়মনীতি এমন ভাবে গড়ে তুলেছে যাতে কোন ফ্রাউড লোক তাদের সাথে যুক্ত না হয়।
তাই তারা এই টাকা তোলার সিস্টেমটাও করেছে ব্যাপক। আপনি ওখান থেকে মিনিমাম 1000 Pre তুলতে পারবেন। এখন ভাবতে পারেন এত হতে হতে না জীবন শেষ কিন্তু ভাবেন আপনি এটা ব্যবহার করলেন না
কিন্তু Google ব্যবহার করা কখনোই বন্ধকরতে পারবেন। আমি ও এটা ভেবে এটা না ইউজ করলেও পারতাম। আমিও কিন্তু এই লং সময় ধরে কাজ করেই টাকা গুল পেয়েছি।
তবে শুদু শুদু কেন টাকা গুল সব গুগলের পকেটে দেব। এমন তো না যে সার্চ করতে ভিন্ন কিছু করতে হচ্ছে। এটা করেও ঐ একি ভাবে গুগল ইউজ করবেন তারথেকে আপনি কিছু টাকা পাচ্ছেন।
আপনার যখন 1000 PRE হবে তখন টিম থেকে একটা মেইল পাঠানো হবে যে আপনি আপনার কয়েন তুলতে চান কিনা। মেইলটা হবে এরকম
এরপর আপনাকে একটা Reply দিতে হবে যা মেইলেই বলা হয়েছে। Reply দেয়া হলে আপনাক নিচের মেইল পাঠাবে
এবার আপনাকে টাকা তলার সব পন্থা বলে দিবে নিচের মত মেইল এ
.
কাজ শেষ এখন আপনি আপনার টাকা উইথড্র করতে পারবেন, আমরা সবাই যারা crypto সম্পর্কে জানি তারা সবাই Myetherwallet সম্পর্কে জানি আপনার টাকা আপনার Myetherwallet এই দিবে।
আমিও আমার Pre Coin গুল Myetherwalletএ নিয়েছি দেখুন
এরপর আপনি যেকোনো Exchange থেকে btc or ltc or eth করে আপনার টাকায় কনভার্ট করতে পারবেন।
আর হ্যা যারা ফেইসবুক ইন্সটাগ্রাম এ অনেক সময় ব্যায় করেন তারা এইটাদেখবেন.
কারেন্সি সম্পর্কিত যে তথ্য জানতেConnect with me
আমি মোঃ মাসুদ রানা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
connect me on facebook:https://web.facebook.com/masudrana11111
ধন্যবাদ সুন্দর একটা টিউন উপহার দেওয়ার জন্য.