প্রথম এপিসোডে উইড্রোর ব্যাপারটা ক্লিয়ার করিনাই তাই আজকের এই আর্টিকেল টি। আজকের আর্টিকেলটি পড়লেই হবে। আগেরটি এখান থেকে পড়ে আশাকরি।
সবাইকে আস সালামু আলাইকুম এবং শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের আর্টিকেল। অনলাইন থেকে আমরা সবাই ইনকাম করতে চাই, এ ইচ্ছেটা মিথ্যা না। আমি আমার প্রথম আর্টিকেলটি শুরু করলাম অনলাইন থেকে ইনকাম করার একটি খুব ছোট সিস্টেম নিয়ে। আমি সবার উপর জোর করে চাপিয়ে দিয়ে কাজ করাতে পারবোনা। আপনার ভালো লাগলে কাজটি করবেন, আর যদি মনে করেন এই কাজে আপনার সাধারণ কাজে সমস্যা হচ্ছে বা আপনি যা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কোন সময় অপচয় হচ্ছে তাহলে আমার এই টপিক নিয়ে অযথাই সময় নষ্ট করবেন না।
আমি আজ অনলাইন থেকে ইনকাম করার যে সিস্টেম টি আপনার সাথে শেয়ার করব, এটিতে সময় অপচয় হবেনা বললেই চলে, তাই শেয়ার করা। তবে এই কাজটা কোন ক্রিয়েটিব কাজ না। এসইও, ওয়েব ডেভেলপমেন্ট এর মত ক্রিয়েটিব কাজ এটি না। তাই এই টাইপের কাজকে আমি ছুটা কাজ বলে থাকি। ছুটা কাজ হলেও শেয়ার করছি কারন এতে আপনার স্বাভাবিক কাজে তেমন সমস্যা হবেনা। আপনি যদি আপনার স্বাভাবিক কাজ করার পাশাপাশি একটা ছুটা কাজের মাধ্যেম অল্প কিছু ইনকাম জেনারেট করতে পারেন, তাহলে ব্যাপারটা নেগেটিব কিছুইনা, বরং করা যেতেই পারে।
অনেক ভূমিকা করলাম, চলুন এবার শুরু করি।
প্রথম ধাপ - এই লিঙ্ক থেকে প্রথমে আপনাকে একটি ব্রাউজার ডাউনলোড করে নিতে হবে। আমরা যেমন করে পিচির মাধ্যমে ক্রোম ব্রাউজারের এ পি কে ফাইল নামিয়ে ইনস্টল করে থাকি, এই ব্রাউজারটিও সেইম সিস্টেমে প্রথমে এই লিঙ্ক থেকে এ পি কে ফাইলটি ডাউনলোড করে, সেই এ পি কে ফাইলটি ইস্টল করবেন।
দ্বিত্বীয় ধাপ - ব্রাউজারটি ইস্টল করার পরে নিচের স্কিন সর্ট এর মত ওভারভিউ দেখতে পাবেন।
স্কিন সর্ট দেখতে পাচ্ছেন একটি ব্রাউজারের ওভারভিউ। দেখতে অনেকটা ক্রোম ব্রাউজারর মতন। ব্রাউজারটি প্রথমে যেকোন একটি ইমেল আইডি দিয়ে সাইন ইন করিয়ে নিবেন। এই সাইন ইন করানোটাই হলো আপনার একাউন্ট করা।
Sing In করার পরে ব্রাউজারের ডান দিকে উপরের কর্নারে দেখতে পাবেন একটি CryptoTab এর এক্সটেনশন। প্রথম স্কিন সর্টটি দেখলেই বুঝতে পারবেন। এক্সটেনশনটিতে ক্লিক করলেই নতুন একটি ট্যাব ওপেন হবে এবং আপনার মাইনিং শুরু হয়ে যাবে। মাইনিং টা হবে আপনার পিচির প্রসেসরের উপর নির্বর করে। আপনার প্রসেসর যদি হাউ কোয়ালিটির হয়, তাহলে মাইনিং ভাল হবে। নিচের স্কিন সর্টে আমার পিচির মাইনিং ভিউ টা দেওয়া হল -
স্কিন সর্টে দেখতে পাচ্ছেন, লাল এড়িয়ার ভিতরে কিছু অপশন। প্রথমে MAX নামের যে ক্রোল অপশনটি দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার পিচির প্রসেসর পাওয়ার। আপনি যদি ক্রোল অপশটিকে পুরোপুরি ফিলাপ করে দেন তাহলে আপনার পিচির প্রসেসর ১০০% কাজ করবে, এতে আপনার মাইনিং স্প্রিড বেশি হারে হবে। আমি সাজেস্ট করবে ৫০% মানে মাঝামাঝি জায়গায় MAX নামের ক্রোল অপশটিকে রাখাবেন, এতে আপনার পিচির উপর ১০০% প্রেশার পড়বেনা। অন্যান্য কাজ গুলো করতে কোন সমস্যা হবেনা।
তারপর যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি হলো মাইনিং এর হ্যাস পাওয়ার। প্রতি সেকেন্ডে কেমন হারে মাইনিং হচ্ছে সেটাই এখানে দেখতে পাবেন।
এর পরের অপশটিতে আপনার টোটাল ইনকাম শো করবে।
তারপরের টিতে আপনার যদি কোন রেফারেল থাকে, আর সেই রেফারেল যদি কাজ করে। তাহলে ওখান থেকে সামান্য পরিমানের একটা অংশ আপনার এফিলিয়েট অপশনে জমা হতে থাকবে।
আশা করছি কাজের ধারাটি বুঝতে পেরেছেন। যদি বুঝে থাকেন তাহলে এই লিঙ্ক থেকে ব্রাউজারটি ডাউনলোড করে কাজ শুরু করে দিতে পারেন। এই যে আমি আর্টিকেল লিখছি আর মাইনিং ও হচ্ছে আমার। আমার কাজের কোন সমস্যা কিন্তু হচ্ছেনা।
প্রথমেই বলে দিয়েছি, ব্রাউজারটি ইনস্টল করা হলে, আপনাকে সাইনিং করার জন্য একটা অপশন শো করবে, ঠিক যেভাবে ক্রোম ব্রাউজারে শো করে। আপনি প্রথমে সাইনিং করে নিবেন। এই ব্রাউজারে সাইনিং করা মানেরি একাউন্ট হয়ে যাওয়া। যেই ইমেল দিয়ে আপনি সাইনিং করেছেন, সেই ইমেলটি স্বরনে রাখলে হবে।
স্কিন সর্টের ডান পাশের উপরের দিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা অপশনটিতে ক্লিক করলেই Withdraw বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে, সেখানে আপনার বিটিসি এড্রেসটি বসিয়ে Withdraw করতে পারবেন। সর্বনিন্ম ১০০০ সাতুষি হলে Withdraw করতে পারবেন। যেহেতু বিটিসি মাইনিং করছেন, তাই প্রথমে আপনাকে বিটিসি রাখার জন্য একটি কয়েনবেজ বা ব্লকচেইন একাউন্ট করে নিতে হবে। যদি না পারেন, তাহলে ইউটিউবে গিয়ে সার্চ দিন - How to create account coinbase or BlockChain। আশাকরি টিউটোরিয়াল দেখলে একাউন্ট করে নিতে পারবেন।
এখানে রেফারেল প্রোগ্রাম থেকে আপনি হিউজ পরিমানের একটি ইনকাম জেনারেট করতে পারবেন। রেফারেল প্রোগ্রামটি বুঝার জন্য প্রথমে নিচের স্কিন সর্টটি দেখুন -
স্কিন সর্টে দেখা যাচ্ছে যে, এখানে আপনি টোটাল ১০ টি ল্যাবেল থেকে কমিশন পেতে থাকবেন। আর একটি ক্লিয়ার হওয়ার জন্য আরো একটি স্কিন সর্ট নিচে দেওয়া হল -
স্কিন সর্টে দেখতে পাচ্ছেন একটি গ্রাফ। এই গ্রাফ অনুযায়ী, আপনি প্রথমে ৫ জনকে রেফারেল করাবেন, তাহলে এটা হবে আপনার ১ম রাউন্ড। আবার আপনার রেফারেলে যে ৫ জন হলো তারা আবার প্রত্যকে আরো ৫ জন করে মোট ২৫ জনকে রেফারেল করবে, এভাবে ১০ ল্যাবেল পর্যন্ত চলতে থাকবে। আর আপনি এই প্রসেসে টোটাল ১০ ল্যাবেল থেকে অল্প অল্প করে কমিশন পেতে থাকবেন। যদি ব্যাপারটা পজিটিবলি করে যেতে পারেন তাহলে এখান থেকে হিউজ ইনকাম সম্ভব। সাইট টি কোন স্কেম সাইট না। কারন এটি একটি কম্পানি। আর যে ব্রাউজার দিয়ে আপনার মাইনিং হবে সেটা হল কম্পানির প্রচারের একটি পজিটিব মাধ্যম।
এটা একান্তই আপনার ব্যক্তিগত চয়েস। আমি গত কয়েক দিন আগে নিউজ টা পেলাম, তাই ভাবলাম আর্টিকেল লিখে আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের ছুটা কাজে আমি নিজেও সময় নষ্ট করিনা। বাট এই সাইট টিতে আমার কোন সময় নষ্ট হচ্ছেনা, এই যে আমি পিচিতে আর্টিকেল লিখছি পাশাপাশি আমার মাইনিং ও হচ্ছে। আর্টিকেলটু পুরোটা পড়ার পর আপনি নিজেই চিন্তা করে নিবেন যে, কাজটি আপনার করা উচিত কিনা। যদি করতে ইচ্ছে হয় তাহলে এই লিঙ্ক থেকে ব্রাউজারটি নামিয়ে শুরু করে দিন।
আজ এই পর্যন্তই। আর্টিকেলটি ভাল লাগলে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট বক্সে করে ফেলুন, সময় হলে আমি উত্তর দিবো ইনশাআল্লাহ!
আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।