BTC বা বিটকয়েন মাইনিং করুন ব্রাউজারের মাধ্যমে!

আপনি হয়তো অনেক আর্টিকেল পড়েছেন বিটকয়েন নিয়ে। বিটকয়েন কি, কে আবিস্কার করেছে এসব আপনি জানেন। বিটকয়েন এর ভবিষ্যৎ কতটুকু পজিটিব এটা নিয়ে আমি আজ কিছুই লিখবোনা। আজ শুধু মাইনিং এর একটা ফ্রি প্রসেস নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব।

ব্রাউজার এর মাধ্যমে মাইনিং

হ্যা, কথাটা মিথ্যা না, যে ব্রাউজার এর মাধ্যমে মাইনিং টা হয়, সেটা দেখতে অনেকটা ক্রোম ব্রাউজারের মত। আপনি একটা ক্রোম ব্রাউজারে যেভাবে ব্রাউজিং করেন, এই ব্রাউজারটিতে সেম ভাবে সব কিছুই ব্রাউজিং করতে পারবেন। আপনার কাজ হবে মাইনিং এর যেই ট্যাব টা থাকবে ওটা অন করে রাখা, আর নিউ ট্যাব এ আপনি অন্যান্য কাজ গুলো করে যেতে পারবেন। মাইনিং ট্যাব অন থাকলেই অটোমেটিক মাইনিং হতে থাকবে আপনার পিচির প্রসেসর অনুযায়ী।

এখানে আপনাকে অপুরন্ত সময় অপচয় করতে হবেনা, আপনার স্বাভাবিক কাজ গুলো করে যেতে পারবেন, শুধু মাইনিং ট্যাব টা খুলে রাখলেই হবে।

আপনি কেন এই মাইনিং করবেন?

আমি আপনাকে জোর করে এসব ছুটা কাজ করাতে পারবোনা। আর আমি চাইওনা আপনি কাজ রেখে এই সামান্য মাইনিং এ অযথাই সময় নষ্ট করুন। কথা হচ্ছে, এখানে আপনার সময় নষ্ট হচ্ছেনা, বা আপনার কাজেরও তেমন সমস্যা হচ্ছেনা, তাই কাজটা করলে যদি সামান্য পরিমান এনকাম জেনারেট হয় তাহলে সমস্যা তো নাই।
কাজের পদ্ধতি
স্টেপ এক - আপনাকে এই লিঙ্ক থেকে ব্রাউজারটা নামিয়ে ক্রোম বাউজার যেভাবে ইনস্টল করেন, এটাকেও সেইম ভাবে ইনস্টল করে নিন। Install করার পরে নিচের স্কিন সর্ট এর মত প্রিভিউ দেখতে পাবেন -

ক্রিপ্টোট্যাব 01

স্টেপ দুই - তারপর ব্রাউজারের ডান পাশে উপরের দিকে একটা ক্রিপ্টোট্যাব এর এক্সটেনশন দেখতে পাবেন। ওই এক্সটেনশনে ক্লিক করলে CryptoTab নামের একটা নতুন ট্যাব ওপেন হবে, আর সাথে সাথে আপনার মাইনিং শুরু হয়ে যাবে। আপনি এই ট্যাব টাকেই সব সময় ওপেন করে রাখবেন আর অন্য ট্যাব অন করে বাকি স্বাভাবিক কাজ গুলো করে যাবেন। এতটুকুই আপনার ব্যাসিক কাজ। মাইনিং এর স্কিন সর্ট পেইজ টা নিচে দেওয়া হল -

CryptoTab Mining

স্কিন সর্টে দেখতে পাচ্ছেন নিচের দিকে লাক বেরিকেটের বেতর কয়েকটা অপশন আছে। প্রথম টা হল, আপয়ানার মাইনিং হ্যাস পাওয়ার, এটা আপনার পিচির প্রসেসরের পাওয়ারের উপর নির্বর করবে। আমার টা i5 ৭ জেনারেশন। প্রতি সেকেন্ডে আমার ১৬০-২৩০ পর্যন্ত হ্যাস পাওয়ার উঠে। মাইনিং স্প্রিড আমি ৫০% করে রেখেছি, এখানে দেখতে পাচ্ছেন Max এর একটা ক্রোল বাটন আছে। এটাকে মাঝামাঝিতে এনে রাখলেই ৫০% স্প্রিডে আপনার প্রসেসর কাজ করবে। আমি সাজেস্ট করবো ৫০% এর মধ্যে রেখেই মাইনিং করুন।

এফিলিয়েট প্রোগ্রাম

CryptoTab শুধু একটা ব্রাউজার না। এটা একটা ক্রিপ্টোকারেন্সি রিলেটেড কম্পানি। তারা এখান থেকে মিলিওন মিলিওন মানুষের পিচি গুলোকে ব্যবহার করে বিটকয়েন মাইনিং করে। এই যে আপনি একটা ট্যাব অন করে মাইনিং করছেন, এতে আপনি যে ইনকামটা করছেন, এর থেকে অনেক সামান্য পরিমান একটা % কিন্তু এই কম্পানি নিয়ে নিচ্ছে। এখানে কম্পানির অবশ্যই লাভ হচ্ছে। এখানে আপনার লাভ টা কতটুকু? হ্যা, আপনি মাইনিং করার পাশাপাশি যদি রেফারেলের সংখ্যাটা বাড়াতে পারেন, তাহলে আপনার রেফারেলটা যা মাইনিং করবে, সে অনুযায়ী আপনাকে কিছু কমিশন দেওয়া হবে। এদের রেফারেলের একটা চার্ট নিচে দেওয়া হলো -
CryptoTab Ref pic

এই স্কিন সর্টে দেখা যাচ্ছে ১০ ল্যাবেল পর্যন্ত এরা কমিশন এর ব্যাপারটা রেখেছে। তার মানে আপনি যদি প্রথমে ৫ জন কে রেফারেল বানাতে পারেন, আপনার সেই ৫ জন যদি আরো ৫ জন করে আরো ২৫ জনকে রেফারেল বানাতে পারে, এভাবে ১০ ল্যাবেল পর্যন্ত আপনি কমিশন পেতে থাকবেন সাথে তো আপনি মাইনিং করছেন এটাও এড হবে। এভাবে চিন্তা করলে এখান থেকে হিউজ একটা ইনকাম জেনারেট করা সম্ভব।

এখন আমি নিজেও পারসোনালি রেফারেল কালেক্ট করার পিছনে সময় দিতে ইচ্ছে হয়না। রেফারেল কালেক্ট না করলেও সমস্যা নেই, আপনি যদি মনে করেন শুধু ট্যাব খুলে রেখে মাইনিং টাই করতে চান, এটাও করতে পারেন। হোক না অল্প অল্প করে ইনকাম। এটা একান্তই আপনার ব্যক্তিগত চয়েস। আমি যেহেতু আর্টিকেল টি লিখেছি, তাই সব গুলো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম।

আচ্ছা ১০ ল্যবাবেল পর্যন্ত যদি আপনি ফিলাপ করতে পারেন তাহলে কি পরিমান ইনকাম আসতে পারে তার একটা ক্যালকুলেশনের গ্রাফ আমি নিচে তুলে ধরলাম। এটা ওদের সাইটে গেলেই আপনি দেখতে পারবেন। স্কিন সর্ট টি নিচে দেওয়া হল -

Mining Calculation

বুঝতেই পারছেন, এটা কতটা পাওয়ারফুল একটা প্রসেস। আমি এই যে আর্টিকেলটি লিখতেছি, লিখার একদিন আগে এই সিস্টেম সম্পর্কে জেনেছি, তাই ভাবলাম একটা আর্টিকেল লিখে আপনাদের সাথে শেয়ার করি। তাই করলাম। ইচ্ছে হলে এই সিস্টেমে মাইনিং করবেন, আর না হলে আপনার স্বাভাবিক কাজ গুলো করেই অনলাইন ক্যারিয়ার দাঁড় করানোর চেষ্টা করবেন। আমাদের কাজ ইনফরমেশন গুলো আপনাদের জানিয়ে দেওয়া।

এখান থেকে জয়েন করুন CryptoTab Mining এ।

ইউটিউবে CryptoTab Mining লিখে সার্চ দিলে হাজারের উপর টিউটোরিয়াল পাবেন। আর এই CryptoTab Mining কিওয়ার্ড এর সার্চ ভেলু দেখে আমি সত্যিই অবাক। কি পরিমান মানুষ এই কিওয়ার্ড লিখে গুগল এবং ইউটিউবে সার্চ করছে তা আপনি যদি কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে টুকটাক ধারনা থাকে তাহলে বুঝে যাবেন।

আজ এ পর্যন্তই। আর্টিকেলটি ভাল লাগলে আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ!

আমার আরো আর্টিকেল পড়তে চাইলে এই সাইট টি ফলো করতে পারেন। ধন্যবাদ!

Level 2

আমি কাওকাব নাদিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস