Bitcoin Wallet কি?কিভাবে একটি Coinbase একাউন্ট খুলবেন?

বিটকয়েন কি? বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন। (উইকিপিডিয়া.)

অনলাইনে আপনি যদি বিটকয়েন নিয়ে কাজ করতে চান তাহলে আপনার অবশ্যই একটি বিটকয়েন ওয়ালেট লাগবে। এখন প্রশ্ন হলো বিটকয়েন ওয়ালেট কি?

সাধারণভাবে বলতে গেলে বিট কয়েন ওয়ালেট হলো আপনার একাউন্ট নাম্বার। ব্যাংকে টাকা লেনদেনের ক্ষেত্রে যেমন ব্যাংক একাউন্ট নাম্বারের প্রয়োজন হয়, বিটকয়েন ওয়ালেট ঠিক সেরূপ।

#বর্তমান বিটকয়েনের মূল্য 1 BTC = 7900 USD = 671, 347.81 Bangladeshi Taka

#তাছাড়া আপনি Google Surch করুন BTC to BDT লিখে তাহলে বুঝতে পারবেন।

এখন আসা যাক, কিভাবে একটা বিটকয়েন ওয়ালেট একাউন্ট খুলবেন?

বিট কয়েন ওয়ালেটের জন্য সব থেকে নিরাপদ ও নর্ভরযোগ্য হলো Coinbase.

#একাউন্ট খোলার জন্য নিম্নের ধাপগুলো অনুসরণ করুনঃ

১। Sign Up Coinbase Account এ ক্লিক করুন।

২। আপনার নাম, ই-মেইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে নিচের ফরমটি সঠিকভাবে পূরণ করুন।

৩। Captcha Verify করুন, অতঃপর I Agree এবং Sign Up এ ক্লিক ক্রুন।

৪। এবার আপনার ই-মেইল চেক করুন এবং ই-মেইল ভেরিফাই করুন। হয়ে গেল আপনার বিট কয়েন একাউন্ট।

#এখনো কিন্তু আপনার Wallet নাম্বার পান নি। Wallet নাম্বার পেতে কি করবেন?

১। Tools এ ক্লিক করুন।

২। Create New Address এ ক্লিক করুন।

এবার আপনাকে একটা নাম্বার দেওয়া হবে। সেটাই আপনার Wallet নাম্বার। নতুন নতুন ওয়েবসাইটের জন্য নতুন নতুন Wallet খুলতে হবে।

আপনি আপনার বন্ধুকে Invite করার মাধ্যমে ফ্রি বিটকয়েন পেতে পারেন। আপনি আপনার বন্ধুকে Invite করুন যিনি $ 100 (৳ 8, 201) ডিজিটাল মুদ্রা বা তার বেশি বিক্রি করেন, এর বিনিময়ে আপনারা উভয়ই বিনামূল্যে বিটকয়েনের $ 10 (৳ 820) অর্জন করবেন!

এবার আপনি ডানপাশে Invite Friends earn $10 এ কিল্ক করলে

নিচের লিংকের মতো একটি লিংক আপনাকেও দেয়া হবে যেটা ব্যবহার করে আপনি আপনার বন্ধুকে Invite করতে পারেনঃ

https://www.coinbase.com/join/5b5813aa1047b20516e0cde1

বিঃদ্রঃ আপনাকে শতর্ক করছি -

১। নকল এবং এক IP (Internet Protocol) ব্যবহার করে একাধিক একাউন্ট খুলবেন না।

২। প্রত্যেক সাইটের জন্য নতুন নতুন ওয়ালেট একাউন্ট খুলুন।

এবার উপভোগ করুন বিট কয়েন ওয়ালেটের সুবিধা। ধন্যবাদ।

Level 0

আমি Rj Shariful। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস