স্পেশাল অফার চলছে বিটকয়েন সাইটে, এখনি জয়েন করে বিটকয়েন আয়কে লাইফ টাইম হিসাবে দ্বিগুণ করুন ও বোনাস বুঝে নিন

السلام عليكم আশাকরি, সবাই ভাল আছেন। অনেকদিন পর টিউন করতে এলাম। উপরের শিরোনাম দেখে অনেকেই চমকে উঠেছেন। হ্যা বন্ধুরা, ঘটনাটা সত্যি। বিটকয়েনের নাম শুনেন নাই এমন কাউকে পাওয়া যাবেনা। বিট কয়েন থেকে প্রচুর বিটিসি/ডলার আয় করা যায়। রিয়েলি যারা কাজ করছেন তারাই এর গুরুত্বতা বলতে পারবেন। আরেকটি বিষয় বিটকয়েন সাইটে শুধু সাইনআপ করে রাখলেই হবেনা, কিছু কাজ করার গুরু রহস্য আছে এই বিষয় নিয়ে আমি টেকটিউনসতে প্রায় একাধিক টিউন করেছিলাম।

যাইহোক এর মধ্য অনেকেই বিট কয়েন সাইট হতে আয় করছেন কিংবা যারা নতুন তারা শুরু করতে চাচ্ছেন। তো নতুন কিংবা পূরাতন হোন, সবার জন্য সুসংবাদ হল সাইট নিম্নরুপ তাদের অফার শুরু করেছে। অফারটা অলরেডি চলছে এবং শেষ হতে হাতে এখনো ২০ দিনের মত সময় আছে। অফারের মূল আকষণ হল আপনি আগের হতে বেশী বিটকয়েন/পয়েন্ট আন করতে পারবেন, তার সাথে রেফারেলেও বোনাস ও আরো সুবিধাদি রয়েছে। তাহলে বিষয় গুলো জেনে নেওয়া যাকঃ

সারাজীবনের জন্য আপনি কমিশনসহ অন্যান্য সুবিধা পাবেন। এবং অফারটি আর মাত্র ২০ দিনের মত সময় আছে!

জ্বী এটা কোন স্বপ্ন নই সত্যি। Freebitco.in সাইট বতমানে এই অফার ঘোষনা করেছে। মানে এই সময়ে যারা কোন রেফারেলে যোগদান করবে। তারা আজীবন এক্সটা বোনাস পাবে ও পয়েন্ট সংখ্যা বৃদ্ধি থাকবে। তথাপি আপনি আরো অন্যান্য সুবিধা পাবেন। নিচের চিত্র অনুযায়ী-

ক। আপনি যদি এখানে নিয়মিত টিকিট কেনেন এবং প্রতি ঘন্টাতে প্লে করেন। তার জন্য বাড়তি একটা পয়েন্ট পাবেন। তথাপি লটারীতে বিজয়ী হলে আপনি ভাল পরিমানে টাকা পাবেন। তাছাড়া এখানে বিটিসি জমা রাখলে তার হতে কমিশন পাবেন। এখানে Wagering Contest চলছে। প্রতি ঘন্টাতে লটারী করে বিজয়ী আইডি উল্লেখ করা হচ্ছে। যেমনঃ ১ম জন পেয়েছে ১০, ০০০ ডলার সমমান পুরস্কার, ২য় জন পেয়েছে ৫, ০০০ ডলার বিটিসি। এইভাবে নামের তালিকা আপডেট করা হয়। সুতরাং আপনিও এখানে বিজয়ী হতে পারেন কপাল লাগলে।

খ। এখানে শুধু গেম খেলা নই, রেফারেলের উপরও পুরস্কার দেয়া হচ্ছে। অথাৎ আপনি কতবেশী রেফার করবেন তার উপর লটারী করা হচ্ছে প্রতি ঘন্টাতে। তথাপি প্রতি রেফার হতেও বাড়তি বোনাস পাবেন। নিচে তার একটা তালিকা দেওয়া হল।

  •  উপরের আলোচনা হতে অফারের বিষয়টা বুঝতে পেরেছেন বলে মনে করি। এবার আসুন কিভাবে একাউন্ট ওপেন ও কাজ করবেন?

কিভাবে একাউন্ট ওপেন করবেন?

একাউন্ট তৈরি/ওপেন করা খুব সহজ। প্রথমত আমার এই পোস্ট ভালভাবে পড়ে নিন। অতপর পোস্টের টিউটোরিয়াল অনুসরন করে বাকি কাজ করলেই হবে। এখানে আপনাকে ২ টি ধাপে কাজ করতে হবে অথাৎ ২ টি সাইটের রেজিঃ লাগবে।

২। এখানে Name অংশে আপনার নামের ১ম এবং শেষ অংশ দিন> Email  এর বক্সে আপনার মেইল অ্যাড্রেস এবং> Password  এর বক্সে আপনার পাসওয়ার্ড লিখুন> এবার সবশেষে টিক মার্ক দিয়ে Create Bit coin Wallet  লিঙ্কে ক্লিক করুন।

৩। এরপর আপনাকে ইমেইল অ্যাড্রেস ভেরিফাই করেত বলবে। আপনার ইমেইল অ্যাড্রেসে যান এবং VERIFY MY EMAIL ADDRESS-এ ক্লিক করুন। নতুন কোন উইন্ডো ওপেন হলে ক্লোজ করে দিন। অতপর এই সাইটে পূনরায় প্রবেশ করে  লগইন করুন আপনার ইমেইল ও পাসওয়ার্ড দ্বারা (রেজি: করার সময়ে যাহা ব্যবহার করেছিলেন)। যদি লগইন করতে পারেন তাহলে বুঝবেন সঠিকভাবে একাউন্টটি ক্রিয়েট করতে পেরেছেন।

(লগইন করলে নিচের মত একটা পেজ আসবে)

৪। এখান থেকে Setting  থেকে Bit coin Addresses এর উপরে ক্লিক করলে নিচের মত একটা পেজ আসবে। এরপর Create New Address করে কিছুক্ষণ অপেক্ষা করুন। নিচের মত একটা অ্যাড্রেস তৈরি হবে। এটাকে সেভ করে অথবা কপি করে রাখুন নোটপ্যাডে, পরে কাজে লাগবে মূলত বিট কয়েন সাইট হতে আয় এবং প্রতিবার লগইন করার জন্য।

৫। চাইলে একাউন্টটি আপনি ভ্যারিফাইড করে নিতে পারেন মোবাইল নং দ্বারা। এই জন্য একাউন্ট লগইন করে Verify a Phone অপশনে ক্লিক করুন। একটি বার্তা আপনার মোবাইলে যাবে। সেখানের প্রেরিত কোডটি এখানে ইনপুট করে দিলেই হবে। এই ক্ষেত্রে কয়েন-বেজ একাউন্টের নিরাপত্তা থাকবে। অবশ্য ব্যাংক একাউন্ট ভেরিফাইড কিংবা যুক্ত করার অপশন আসবে, আপাতত এটি করার প্রয়োজন নাই। 

বিট কয়েন আয়ের ২য় ধাপঃ

  • নিয়মাবলী:

দেখানো ১ম ধাপে তো বিট কয়েন গেটওয়ে একাউন্ট তৈরি করলেন অনেকটা পেইজার মত। এবার তো আয় করতে হবে।  ফ্রিভাবে বিট কয়েন পাবার জন্য আপনাদের এমন একটি সাইটের লিংক দিব যেখানে প্রতি ঘন্টাতে বিট কয়েন পাবেন কোন রকম কাজ ছাড়াই!

১। প্রথমে এই লিঙ্কে যান কিংবা নিচের চিত্রে ক্লিক করুন এখানে

নিচের মত একটা পেজ আসবে। উক্ত কাজ গুলো করুন তথারুপ:

  • Your Bitcoin Address – এ কিছুক্ষণ আগে যে বিটকয়েন অ্যাড্রেস তৈরি করলেন সেটা দিন।
  • Password For Your Account – এখানে আপনার পাসওয়ার্ড দিন।
  • Repeat Password – এখানে পুনরায় একই পাসওয়ার্ড দিন।
  • Your Email – এখানে আপনার ইমেইল দিন।

ব্যাস এরপর Sign upবাটনে ক্লিক করুন। আপনার একাউন্ট হয়ে গেছে। ইমেইল ভেরিফাই করা লাগবে না।

অতপর বিট কয়েন সাইটে প্রবেশ করুন > Have Account ক্লিক করুন> এখানে কয়েনবেজ একাউন্টের ঠিকানা এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করুন। (কয়েনবেজ একাউন্টের ঠিকানা হচ্ছে- আপনি কয়েন বেইজ সাইটে রেজি: করার পর ৩৬ ওয়ার্ডের এলোমেলো যে লিংক পেয়েছিলেন সেটিকে বুঝাচ্ছি)

২। এরপর ও পরের চিত্রে ২নং চিহ্নিত অংশের ঘরগুলো পুরন করুন এবং কেপচা দিয়ে LOGIN বাটনে ক্লিককরুন। এরপর নিচের মত পেজ আসবে। এরপর ১নং চিহ্নিত অংশের কেপচা দেখে ২নংচিহ্নিত বক্স পূরণ করে ROLL!(3) এ-ক্লিক করুন।

৩। এরপর যদি নিচের চিত্রের মত টাইমার(2) উঠা শুরু করে তাহলে আপনি Success। আরযদি Invalid Code লেখা আসে তাহলে আবার TRY করুন হয়ে যাবে। এভাবে প্রতি ঘণ্টায় আপনি বিটকয়েন আর্ন করতে পারবেন। আবার ১ ঘন্টা পর আসুন এবং কেপচা পূরণ করে  ROLL-এ ক্লিক করুন। দেখবেন একাউন্টে বিট কয়েন যোগ হয়েছে। এভাবে ১ঘণ্টা পরপর ওয়েবসাইটে যান এবং আর্ন করতে থাকুন। নিচের চিত্রে দেখুন ৩নংচিহ্নিত অংশে আমার আর্ন দেখাচ্ছে।

 পেমেন্টঃ

  • এবার আসি পেমেন্টের কথায়। এটা  ১০০% পে করে কারন একাউন্ট করার ৩ বছরের মধ্যে প্রায় ৫০০বারের বেশী পে পেয়েছি।
  • তাছাড়া আমার বন্ধুরা অনেকেই এটির সাথে সম্পর্কিত। তাদের অনেকেই প্রায় ১০-১৫ বারের বেশী পেমেন্ট পেয়েছে।
    এরা প্রতি সোমবার পে করে।
  • আপনার একাউন্ট Balance যদি 0.00005460 বিটকয়েনের বেশি হয় তাহলে সেটা অটোমেটিকভাবে সোমবারে আপনার একাউন্টে চলে যাবে। আপনার কিছু করতে হবে না।
  • একের অধিক একাউন্ট ওপেন করা যাবেনা। সপ্তাহে ১ বারের জন্য হলেও একাউন্ট লগইন/রোল করতে হবে।

উপসংহারঃ

টিউটোরিয়ালের একদম শেষে। আশা করি, একাউন্ট ওপেন হতে শুরু করে যাবতীয় কাজ নিজেরাই করতে পারবেন। তারপেরও কোন সমস্যা থাকলে আমাকে টিউমেন্ট করতে পারেন। জীবনেতো অনেক স্ক্যাম সাইটে কাজ করে সময় নষ্ট করলেন। এবার একটু বিটকয়েন সাইট ট্রাই করে দেখুন। সুতরাং এই অফারের সময়ে বিটকয়েন সাইটে যোগদান ও কাজ করে লাইফটাইমের অফারগুলো বুঝে নিন। হয়ত বিট কয়েন সাইটে কাজ করে আপনার ভাগ্যও বদল হতে পারে। তথাপি এই অফারগুলো সচারচার পাওয়া যায় না। তাই সময় থাকতে কাজ করাটাই বুদ্ধিমানের পরিচয় হবে।

বিটকয়েন আয় নিয়ে আমার প্রকাশিত অন্যান্য পোস্টসমূহঃ

বিশেষ প্রয়োজনে আমাকে অনুসরন করতে পারেন

Level 2

আমি এএমডি আব্দুল্লাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 1046 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

সম্মানীয় ভিজিটর বন্ধুগন! সবাইকে আন্তরিক সালাম ও ভালবাসা। আশা করি ভাল আছেন। পর সংবাদ যে, আমরা একটি ব্লগ সাইট তৈরি করেছি। সাইটটি সম্পূর্ণ ব্যতিক্রম শিক্ষা ও প্রযুক্তি নির্ভর। প্রযুক্তি, শিক্ষা, কম্পিউটার বিষয়ক যেমনঃ অনলাইন ইনকাম, ফ্রিল্যান্স, টিউটোরিয়াল, মুভি, গেমস, সফটওয়্যার, ভ্রমন, ইতিহাস, ভূগোল, কার্টুন, ধর্ম, টেক সংবাদ, এবং সংবাদপত্র ফিউচার...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Apnar post ami regular pori,apni apnar blog a bolsilen Btc to usd Kon exchange ar maddhome exchange kore bkash a tk pawa jabe airokom 1ta post diben bolsilen,But onekdin hoye gelo post to dilenna.

    টিউমেন্ট করার জন্য ধন্যবাদ, ভাই। জ্বী হ্যা আসলে ব্যস্ততার কারনে পোস্ট করার তেমন সময় হয়ে ওঠেনা। জ্বী হ্যা বিটকয়েন বাংলাদেশী টাকাতে উইথড্র করার অপশন আছে তথে তার থেকে খাজনাটা বেশী। যেমণঃ মনে করি, আপনি আয় করলেন ১০ ডলার, কিন্তু কনভাট করার বিভিন্ন প্রসেস করতে গিয়ে আপনার ৩ ডলার মত খরচ হয়ে পাবেন ৭ ডলার। সুতরাং বিশাল একটা লস! তবে আপনাদের জন্য সুসংবাদ হলঃ ফেসবুক/অনলাইন এমন কিছু রিয়েল পারসন/সাইট রয়েছে যারা আপনার কাছ হতে বিটকয়েন সরাসরি কিনে নিবে এবং বিকাশে আপনাকে পে করে দিবে। সেই হিসাবে আপনি আমাদের কাছেও বাই/সেল করতে পারবেন। উপরের পোষ্টের নিচের দিকে আমার সাইট/ফেবুর লিংক দেওয়া আছে। অনেকেই আমাদের সাথে লেনদেন করছে ও করেছে।

    কিভাবে বাংলাদেশী টাকাতে বিটকয়েন আয় ট্রান্সপার করবেন অথাৎ আপনার ব্যাংক/বিকাশে নিবেন তার বিস্তারিত টিউটোরিয়াল দেখতে এই পোস্ট অনুসরন করুনঃ https://www.techtunes.io/freelancing/tune-id/351098 । তবে এই পদ্ধতিতে বতমানে খরচের পরিমান অনেক বেশী।যেমনঃ মনে করি, আপনি আয় করলেন ১০ ডলার, কিন্তু কনভাট করার বিভিন্ন প্রসেস করতে গিয়ে আপনার ৩ ডলার মত খরচ হয়ে পাবেন ৭ ডলার। সুতরাং বিশাল একটা লস!