বিটকয়েন কি?
"বিটকয়েন হলো এক প্রকার ইলেকট্রনিক্স কারেন্সি/মুদ্রা যেটাকে ভার্চুয়াল টাকা বলা চলে; এটা মূলত পেয়ার টু পেয়ার ভিত্তিক ট্রানজেকশন সিস্টেমে পরিচালিত হয়। "
উপরোক্ত সহজ সংজ্ঞাটুকু আমরা প্রায় সবাই জানি কিন্তু আসলেই কয়জন ১ বিটকয়েনের মালিক সেটা আতশীকাচে খুজলেও সহজে মিলবে না যেখানে ১ বিটকয়েনের বর্তমান বাজার মূল্য ৬, ২৮, ৪৬৪ টাকা!
বিটকয়েন হ্যাক করা কি আসলেই সম্ভব?
সহজ কথায় আমি বলবো "হ্যাকিং দ্বারা সবই সম্ভব" তাইবলে এটা বলছি না যে আপনি চাইলেই বিটকয়েন হ্যাক করে বিলিওনিয়ার হতে পারবেন(কার্যত কাজটা করার চেয়ে বলা সহজ)।
আদতে পুরো গুগল ঘাটলে আপনি হাতেগোণা ২/৫ টি ট্রাস্টেড ওয়েবসাইট পাবেন যারা সত্যি সত্যিই বিটকয়েন পেমেন্ট করে থাকে; বাকি সকল ওয়েবসাইট তো নামেই বিটকয়েন তথা সাতোশী(বিটকয়েনের ক্ষুদ্রতম একক) পে আউট করে পেমেন্টের বেলার ভাড়ে ভবানী!
তাহলে এতো মূল্যবান এবং প্রায় দুস্প্রাপ্য বিটকয়েন হ্যাক করা আদতে কতোটুকু সম্ভব আর কতখানি সত্য সেটা আপনার বিবেচনা আর মাথার মেরিটের ওপরই ছেড়ে দিলাম, আপনিই বিচার করে নিন!
তবে আসুন বিচার করার আগে এ বিষয়ে একটা বিশ্লেষণ জেনে নিই:
আমরা বিটকয়েন হ্যাকিং বিষয়ে একটি নির্ভরযোগ্য ওয়েবসাইট http://www.freebitco.in সাইট এনালাইসিস করবো। এই সাইটে প্রতি ঘন্টাতে ফ্রি রোল করে বিটকয়েন(সাতোশী) উইন হওয়া যায় আবার এখানে লাকি নাম্বার, লটারী, জ্যাকপট, রিওয়ার্ড, বিটিং হতেও বিটকয়েন আর্ন করা যায়।
এখন পুরো Google এবং Youtube ঘাটলে এমন বহু টিউটোরিয়াল/ভিডিও পাবেন যারা এই freebitco.in সাইটের হ্যাকিং বিষয়ে মজাদার কনটেন্ট তৈরী করে যার পেছনে তারা স্ক্রিপ্ট বেঁচে টাকা কামানো/ভিউয়ার-ভিজিটর বাড়ানোই আসল উদ্দেশ্য!
স্ক্রিপ্ট দিয়ে কি সত্যি সত্যিই হ্যাক করা যায়?
কথাটা ৯৯% মিথ্যা যে "স্ক্রিপ্ট দিয়ে ফ্রি বিটকো সাইট হ্যাক করা যায়" তবে ঐ ১% সত্যটুকুর মাঝে লুকিয়ে আছে অনেক এনালাইসিস এবং জ্ঞান যার দ্বারা সম্ভাবত ফ্রি বিটকয়ো সাইট হতে বিটকয়েন আর্ন করা পসিবল(প্রায়)।
আশাকরি:
ধরুন আপনি freebitco.in সাইটে ১০ বার High/Low bitting করলেন এবং পরপর ঐ ১০ বারই হেরে গেলেন তাহলে আপনার জেতার সম্ভাবনা হলো ০/১০=০ বার (অর্থাৎ আপনি নিশ্চিত হারবেন)। আচ্ছা ধরুন আপনি ঐ ১০ বার খেলার পরও আরো ৫০ বার খেললেন এবং অন্তত ১ বার জিতলেন তাহলে আপনার নিশ্চিত উইন হওয়ার সম্ভাবনা হলো ১/(১০+৪০)=১/৫০=০.০২% তাহলে এই ০.০২% কে ১০০% উইনিং তে রূপান্তর করতে আপনাকে কতোবার বিটিং করতে হবে আপনিই শতকারা হিসেব করে বের করুন।
অংকটা খুবই সহজ তবে সেই অংকে বিটকয়েন জেতা ততোটা সহজ নয় কেননা আপনার ঐ যে উইনিং ক্যালকুলেশনের সময়টা(পর্যায় কাল) সেটাও আবার ভ্যারিয়েবল অর্থাৎ ফ্রি বিটকো সাইটের এসব রোলিং চলে একটি হিডেন কম্পিউটার প্রোগামিং দ্বারা। আচ্ছা এই হিডেন প্রোগামিং দ্বারা তাহলে কিভাবে এই ওয়েবসাইট পরিচালিত হয়? হুমমম, এই প্রোগামিংটাই হলো সেই স্ক্রিপ্ট!
কিন্তু আপনাকে/আমাকে তো আর ফ্রি বিটকো সাইট তাদের স্ক্রিপ্ট দিবেনা(ওয়েবসাইটের সকল ইনফোই ওয়েবসাইট owner এর কনফিডেনসিয়াল ডকুমেন্ট) বরং আপনাকে ঐ সাইট পর্যালোচনা করে সেই রোলিং মেথডটা খুঁজে নিতে হবে তথা অনুমান করে নিশ্চিত হতে হবে যেন তা অপেক্ষাকৃত সর্বোচ্চ সম্ভাবনাময় হয়।
আশা করি Script এবং Hacking বিষয়টা পরিস্কার হলো।
আসুন এবার আমরা এই স্ক্রিপ্ট হতে বিটকয়েন হ্যাকিং এর একটি সংগৃহীত লাইভ ভিডিও দেখি(এখানে স্ক্রিপ্ট মুখ্য বিষয় না বরং কিভাবে স্ক্রিপ্ট ইনপুট করে হ্যাকিং করা পসিবল সেটাই দেখানো হলো)→
আসুন এবার বাস্তবে ফিরি(ব্যক্তিগত এচিভমেন্ট):
এই অংশে আমি নিজে স্ক্রিপ্ট ইনপুট করে ফ্রি বিটকো সাইট হতে বিটকয়েন আর্ন করেছি।
ইনভেস্টমেন্ট→
Lucky Number উইনিং→
বিটিং করে উইনিং→
জ্যাকপট উইনিং→
টোটাল ব্যালেন্স→
ট্রানজেকশন→
কয়েনবেজে ট্রান্সফার(কয়েনবেজে আমার সর্বমোট এমাউন্ট)→
কয়েনবেজ থেকে বিকাশে ট্রান্সফার(যেহেতু বাংলাদেশ সরাসরি বিটকয়েন ক্রয় বিক্রয় নিষিদ্ধ তাই buy/sell এর পরিবর্তে Transfer হতেই এটাকে কনভার্ট করতে হয়। বিকাশ লিমিট যেহেতু একদিনে পারসোনাল নাম্বারে মাত্র ৩০০০০ টাকা তাই ২ টি নাম্বারে টোটাল পেমেন্ট নেওয়া হলো ১৫০০০+১৫০০০+১১২০০=৪১, ২০০ টাকা)→
বিকাশ পেমেন্ট (তবে চাইলে আপনি পেপাল/স্ক্রিল হতেও পেমেন্ট রিসিভ করতে পারেন তবে সেটা নির্ভর করবে এক্সচেঞ্জ সাইটের ওপর)→
উপরের প্রসেস হতে আমার টোটাল আর্নিং হলো ৪১২০০ টাকা যেখানে আমার ইনভেস্টমেন্ট ছিলো ৭০০০ টাকা তাহলে মূল বেনিফিট হলো (৪১২০০-৭০০০)= ৩৪২০০ টাকা যার শতাংক হিসাব হলো ৪৮৮% বেনিফিট।
এই শতাংশ ৪৮৮% মার্ক করে রাখুন এটা হলো কনস্ট্যান্স স্ক্রিপ্ট স্টিয়ারিং।
আপনি যেভাবে অনলাইন ইনকাম করতে পারবেন:
এটা ছিলো মূলত স্ক্রিপ্ট ইনপুট করে বিটকেন ইনকাম ; আপনিও যদি শেয়ার হয়ে বিটকয়েন আর্নিং করতে চান তবে আমাকে জানাতে পারেন।
আমাকে ইমেইল করতে পারেন→ [email protected]
আপনার ইনভেস্টের সিকিউরিটি কি?
আজকাল ইন্টারনেটে আউটসোর্সিং এর নামে চলে ধোকাবাজি তাই আজকাল ট্রাস্ট করা কষ্টকর। আমি টেকটিউনসের ভেরিফাইড টিউনার তাই আশা করি আপনার শেয়ার এর বিষয়ে নিশ্চিত হতে পারেন। আপনি যদি বিশ্বস্ততার সহিত ইনভেস্ট করে আউটসোর্সিং তথা আর্ন করতে চান তবে ইমেইলে কন্টাক্ট করতে পারেন → [email protected]
আর সকল শেয়ার হেল্ডারেরা যাতে বিটিং প্রসেসে ভিজ্যুয়াল এসিসটেন্স হিসেবে সাম্যক শিখতে পারেন তার জন্য প্রসেস চলাকালীন সার্ভারের সহিত টিম ভিউয়ার এর মাধ্যমে আমরা যুক্ত থাকবো যেন লার্নিং+ আর্নিং একইসাথে পসিবল হয়।
ধন্যবাদান্তে.
অর্ণব আহসান [email protected]
আমি আসিফ ইব্রাহীম। Tech Expert, Bangladesh Cyber Security, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 26 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 20 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 10 টিউনারকে ফলো করি।
Technology Expert