হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভাল আছেন আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম একটি Trusted সাইট নিয়ে যেখানে আপনি BTC, LTC, Ethereum, Doge, Pot কয়েন Mine করে Crypto Currency সংগ্রহ করতে পারবেন।
তাছাড়াও আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে তবে একটি Iframe কোড বসিয়ে আপনার সাইটের ভিজিটর এর মাধ্যমেও Crypto Currency Mine করাতে পারবেন। যেমন ধরুন আপনার সাইট ভিজিট হয় ২০, ০০০ হাজার বার প্রতিদিন তাহলে যখন ভিজিটর আপনার সাইট ভিজিট করবে তখন Iframe কোডটি প্রতিটি ভিজিটরের Gpu অথবা Cpu ব্যবহার করে Mine করতে থাকবে আর আপনার শখের Crypto Currency জমা হতে থাকবে আপনার FaucetHub একাউন্টে তাও আবার Instant.
এরপর সাইটের নিজস্ব Miner Software আছে আপনি চাইলে তা পিসি থেকে Mine করার কাজে ব্যবহার করতে পারবেন।
ওদের আছে নিজস্ব ShortLink সার্ভিস তবে অন্য সাইটগুলোর মত একদম নয়। এখানে আপনাকে কোন প্রকার Advertise দেখাবে না সাথে Skip ADD এ ক্লিক করতেও বলবে না, ভাবছেন কিভাবে বলে দিচ্ছি "যখন আপনি ShortLink তৈরী করবেন তার সাথে Hash Rate সংযোজন করে দিবেন এতে যখন কেউ ShortLink এ প্রবেশ করলে তখন নির্ধারিত Hash Rate ভিজিটর এর মাধ্যমে Mine হওয়া ছাড়া মূল লিংকে প্রবেশ করতে পারবেনা এতে আপনার খুব শ্রীঘ্রই Crypto Currecy আয় হতে থাকবে"।
সাইটে কাজ করার জন্য যা প্রয়োজন হবে
যদি উপরে উল্লেখিত সকল জিনিস আপনার থেকে থাকে তবে পরের স্টেপ গুলো দেখুন।
যেভাবে WebMine অথবা Browser Mine করতে হয়
প্রথমে আপনাকে Registration করতে হবে আপনি চাইলে নিচে সংযুক্ত লিংক থেকে যেতে পারবেন। আমার রেফারে কাজ করবেন কিনা এটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ইচ্ছা। তবে সব সময় চেষ্টা করবেন যারা Payment পেয়েছে তাদের রেফারে থাকতে এতে করে আপনার Payment নিরাপদ।
রেফার লিংক সহ এবং রেফার লিংক ব্যতীত
Register এ ক্লিক করুন।
এবার উপরের ছবির মত সকল তথ্য পূরণ করে Create Account এ ক্লিক করুন এবং সামনে আগানোর অনুমতি দিয়ে দিন।
এরপর Email ভেরিফিকেশন করতে বললে করে ফেলুন।
সব কিছু ঠিক মত হয়ে গেলে আপনি উপরের মত Dashboard পাবেন।
এবার আপনি যে কয়েন Mine করতে চান তা নির্বাচন করুন যেমন আমি উপরে LTC নির্বাচন করেছি কারন Litecoin এর দাম এখন কম আছে তাই এটা কম Hash Rate এ তাড়াতাড়ি জমবে।
আপনি চাইলে অন্যান্য কয়েন নির্বাচন করতে পারেন তবে সবগুলোর কার্য পদ্ধতি একই রকম।
যাই হোক কয়েন নির্বাচন হয়ে গেলে Star Web Mining এ ক্লিক করুন।
দেখুন Miner চালু হয়ে গিয়েছে।
দেখুন উপরের ছবিটিতে বলছে 57LTC জমা হলে Automatic আপনার FaucetHub একাউন্টে জমা হয়ে যাবে।
উপরে দেখুন আমাকে একবার Payment পাঠিয়ে দিয়েছে এবং আবারো পাঠানোর পরিকল্পনা চলছে।
উপরে রইলো আমার Payment Proof তাও আবার faucethub একাউন্টে Instant.
যেভাবে সফটওয়্যার দিয়ে Mine করবেন
সফটওয়্যার দিয়ে Mine করার জন্য আপনাকে তাদের সফটওয়্যার টি ডাউনলোড করতে হবে তার সাথে আপনার জন্য বরাদ্ধ কনফিগ ফাইলটি ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনাকে Console Mining অপশনে যেতে হবে।
ডাউনলোড করে একই ফোল্ডারে Extract করতে হবে কনফিগ ফাইল সহ। এরপর শুধু Exe ফাইলকে ডাবল ক্লিক করতে হবে কাজ আরম্ভ করার জন্য।
দুঃখজনক ব্যাপার হলেও আমি এই পদ্ধতিতে আমার পিসিতে Mine করতে সক্ষম হয়নি এর কারন DLL ফাইল Missing দেখাচ্ছে তাই এই পদ্ধতি নিয়ে আলোচনা এখানেই বাদ দিচ্ছি।
ওয়েবসাইট থেকে যেভাবে ভিজিটর দিয়ে Mine করাবেন
এটা সবথেকে সহজ কাজ আপনার জন্য বরাদ্ধ IFRAME কোড টি কপি করে আপনার সাইটের Body ট্যাগ এর উপরে পেস্ট করে দিতে হবে।
দেখুন উপরের চিত্রটিতে কোড টি দেখানো হচ্ছে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আপনার ভিজিটর জানতেও পারবে না গুপ্তভাবে তার ডিভাইস ব্যবহার করে Mine হচ্ছে।
Short Link থেকে যেভাবে Mine করবেন।
এটা অন্যান্য সাইটের মত না আগেই উল্লেখ করেছি এখানে লিংকের পাশাপাশি প্রতি ভিজিটর দিয়ে কত Hash Rate জমাতে চান তা উল্লেখ করতে হবে তারপর যে লিংক পাবেন তা শেয়ার করবেন ভিজিটরের জন্য।
ব্যস হয়ে গেল আপনার সাইটটি সম্পর্কে জানা।
আশা করি আপনাদের ভালো লেগেছে যদি কোন সমস্যা মনে করেন তবে অবশ্যই মতামত জানাতে ভুলবেন না কিন্তু।
আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ সাইবার প্রিন্স এবং Movie4Tag
আমি সৌরভ। Founder And Author, DarkMagician, Feni। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 63 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 10 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 5 টিউনারকে ফলো করি।
নিজেকে নিয়ে বলার মত কিছু নেই আমি খুব সাধারন একজন। তবে আমার একটি ছোট্ট ব্লগ রয়েছে চাইলে ঘুরে আসতে পারেন আরো জানতে। DarkMagician