আমি গত ২ মাস ধরে ভিবিন্ন অ্যাপ ডাউনলোড করে কাজ করছি কিন্তু সবাই চিটার, কেউ পেমেন্ট দেইনা। গতকাল আমার এক বন্ধুর সাথে েআমার মনের কষ্টের কথা বললাম। আসলেই কি অনলাইন থেকে ইনকাম করা যায়?
তখন আমার বন্ধু আমাকে একটি অ্যাপের লিংক দিলো বললো এটাতে কাজ করতাম। আমি গতকাল ৩ ঘন্টা কাজ করে ২০০ টাকা বিকাশে পেমেন্ট নিলাম।
এখানে কাজ একদম সহজ।
যারা আমার মতো অনলাইনে কাজের নামে প্রতারিত হয়েছেন তারা এই অ্যাপটি ডাউনলোড করে কাজ করতে পারেন। দৈনিক পেমেন্ট পাবেন। রিকোয়েস্ট করার ১ ঘন্টার মধ্যে পেমেন্ট দিয়ে দেয়।
কিভাবে কাজ করতে হয় তা নিম্নে আলোচনা করা হলো।
অ্যাপটি ইনষ্টল করার পর এমন দেখাবে
১। আপনার নাম এবং মোবাইল নাম্বার এবং আমার 765462 রেফারেল আইডি দিয়ে রেজি: করুন।
রেফারেল আইড ছাড়াও রেজি; করা যায়। আপনার মন চাইলে দিতে পরেন।
২। রেজি: করার পর এমন আসবে, তারপর আপনি Earn বাটনে ক্লিক করুন।
৩। কিভাবে কাজ করতে হয়? প্রথমে আপনাকে Start বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে Tast -1 কমপ্লিট করতে হবে এটা করতে ১ মিটিরে চেয়েও কম সময় লাগে। তারপ Tast -2 কমপ্লিট করতে হবে এটা করতে ১ মিটিরে চেয়েও কম সময় লাগে।
তারপর Final Task আসবে এখানে একটা বিজ্ঞাপণে আপনি ক্লিক করে ১ মিনিট অপেক্ষা করবেন। টোটাল আপনার ৩ মিনিট সময় নষ্ট হবে। এভাবে আপনি পয়েন্ট উপার্জন করতে থাকুন।
৪। আপনি আপনার পয়েন্টগুলি যে কোন সময় ভাঙ্গিয়ে বিকাশে অথবা ফ্লেক্সিলোডের মাধ্যমে মোবাইলে নিয়ে আসতে পারবেন। বিকাশ পেমেন্ট সিষ্টেম
ফ্লেক্সিলোড পেমেন্ট সিষ্টেম
আমি মোহাম্মদ আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।