বর্তমানে বাংলাদেশের আইটি সেক্টরের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আলোচিত বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং হচ্ছে বিলিয়ন ডলারের একটি আইটি বাজার।
যেখানে উন্নত দেশগুলো কাজের মূল্য কমানোর জন্য আউটসোর্সিং করে থাকে। ফ্রিল্যান্সিং কাজের মধ্যে রয়েছে, “গ্রাফিক্স ডিজাইন, ওয়েব ডিজাইন, এসইও, এনিমেশন, ভিডিও এডিটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং এমনকি ডাটা এন্ট্রির” মত সাধারণ কাজ।
মূলতঃ ইচ্ছামত যে কোন সময়, যে কোন স্থানে বসে কাজ করার সুবিধা থাকায় যে কেও আউটসোর্সিং করে আয় করতে পারে। একজন ছাত্র তার পড়াশোনার পাশাপাশি, একজন চাকুরিজীবি তার চাকুরির পাশাপাশি, এমনকি একজন গৃহিনীও ফ্রিল্যান্সিং করে প্রচুর অর্থ উপার্জন করতে পারে।
ফ্রিল্যান্সিং সার্ভিস দেয়ার জন্য অনেক নির্ভরযোগ্য সাইট রয়েছে। যাদেরকে ফ্রিল্যান্সিং-মার্কেটপ্লেস বলা হয়। এসব সাইটে যারা কাজ জমা দেয়, তাদেরকে বলা হয় বায়ার এবং যারা কাজটি করে দেয় তাদেরকে বলে “Freelancer” একটি কাজের জন্য অনেক ফ্রিল্যান্সার bid বা আবেদন করে। কাজটি কে কত ডলারে করতে পারবে তা উল্লেখ করে। এদের মধ্যে হতে ক্লায়েন্ট এক বা একাধিক ফ্রিল্যান্সারকে নির্বাচিত করেন। সাধারণত পূর্ব কাজের অভিজ্ঞতা, টাকার পরিমাণ, পূর্ববর্তী কাজের sample কাজ পেতে সাহায্য করে।
আপওয়ার্ক (ওডেস্ক) সবচেয়ে বড় প্লাটফর্ম সহজে কাজ পাওয়ার জন্য, কারণ প্রতি মূহুর্তে এ সাইটে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বায়াররা কাজ টিউন করছে। চমৎকার একটি প্রোফাইল ও বিশেষ কাজের দক্ষতা থাকলে নুতনরা সহজে এ সাইটে কাজ করে উপার্জন করতে পারেন। এছাড়া, ফাইভার একটি ভিন্নধারার বিখ্যাত জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট যেখানে নুতনরা সহজে ও দ্রুত কাজ পেতে পারেন।
পেওনিয়ার ডেবিট মাস্টার কার্ড, ব্যাংকওয়্যার ট্রান্সফার, মানিবুকার্স, নেটেলার ইত্যাদি বিভিন্ন মাধ্যমে খুব সহজেই উপার্জিত অর্থ বাংলাদেশে নিয়ে আসা যায়।
আউটসোর্সিং মার্কেটপ্লেসে নুতন ফ্রিল্যান্সাররা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে পড়ে যান কিভাবে শুরু করবেন, কোন কাজ শিখলে দ্রুত আয় করতে পারবেন ইত্যাদি বিষয়। নুতনদের জন্য সহজেই যেসব কাজ পাওয়া যায় তা হচ্ছে-ডাটা এন্ট্রি (ওয়ার্ড/এক্সেলে), গ্রাফিক্স ডিজাইন (ফটো এডিটিং), এসইও, ইমেইল মার্কেটিং, স্যোসাল মিডিয়া মার্কেটিং, আউটসোসিং-ব্লগিং ওয়েব সাইটে ডাটা/ইমেজ টিউনিং ইত্যাদি।
এসব কাজ শিখে অনলাইন মার্কেটপ্লেস যেমনঃ আপওয়ার্ক, ফাইভার, গ্রাফিক রিভারে সহজে কাজ পাওয়ার উপযোগী একটি পূর্ণাঙ্গ ভিডিও লার্নিং প্যাকেজ প্রকাশ করেছে “মল্লিক কম্পিউটার্স”
অনলাইনে অর্ডার করতে নিচের Order Now বাটনে ক্লিক করুন অথবা ফোন করুন আমাদের হটলাইনে। হটলাইনঃ 01756290095, 01811290095, 01976290095
হ্যা, অবশ্যই সম্ভব। কারণ, ট্রেনিং সেন্টারের মত একবার লেকচার নয়, বড়ং ভিডিও টিউটোরিয়ালগুলি বার বার দেখার মাধ্যমে সর্বাধিক দক্ষতা অর্জন সম্ভব।
এছাড়া, আমাদের টিউটোরিয়াল ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ সাপোর্ট।
আরও পড়ুনঃ
এখনই জেনে নিন ফেইসবুক থেকে কিভাবে মাসে হাজার হাজার টাকা আয় করবেন>>>ক্লিক এখানে?
পড়ুন প্রয়োজনে আসবে ১৫ দিনের আয় ৫০ হাজার টাকা, হুইল চেয়ার আরোহী মাগুরার ছেলের >>>ক্লিক এখানে
আমি ইমরান হোসেন। Owner, Mollik IT, Barisal। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 12 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।