ভাই, আপনি যদি কিছু এক্সট্রা ইনকামের কথা ভেবে থাকেন, যদি আপনি কোন প্রকার প্রতারনার শিকার হতে না চান, যদি আপনার সময় স্বল্প হয় এবং আপনার কোন অভিজ্ঞতাও না থাকে, তাহলে বেছে নিন অনলাইনে ইনকামের এমন একটি উপায় যা পেতে আপনার কোন অভিজ্ঞতার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন ইচ্ছা, একটি কম্পিউটার অথবা অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, সাথে প্রয়োজন ইন্টারনেট কানেকশান।
আশাকরি, আপনি খুব অল্প সময়ে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবেন, আপনার জন্য রইল শুভকামনা।
বর্তমান সময়ে খুব জনপ্রিয় একটি সাইট MakeEarn. এখান থেকে চাইলেই আপনি প্রতিমাসে কমপক্ষে ৩ হাজার থেকে শুরু করে লাক্ষ টাকাও আয় করতে পারবেন। যদি সে অনুযায়ী আপনি কাজ করেন। তো চলুন আগে জানি কাজ টি কি?
MakeEarn কি?
MakeEarn হচ্ছে Online multiple networking site এরা আপনাকে প্রতিদিন ২০টা করে ভিডিও দিবে আর সে ভিডিও গুলো আপনাকে ৩মিনিট করে করে দেখতে হবে। এবং দেখা শেষে ভিডিও গুলো লাইক, শেয়ার করতে হবে।
MakeEarn কেন আপনাকে টাকা দিবে?
এখন কথা আসতে পারে যে এই সাইট আপনাকে কেন টাকা দিবে? এদের লাভ কি?
যারা যারা ইউটিউব এ কাজ করেন তারা নিশ্চই জানেন যে একটা ভিডিওতে একদিনে ২-৪হাজার লাইক টিউমেন্ট শেয়ার পরলে সেই ভিডিও র্যাংক করে। এইটাই হচ্ছে এদের লাভ… ২০টা চ্যানেল থেকে এরা এই ভাবে চ্যানেল বারাতেই থাকবে আপনিও এদের ভিডিও র্যাংক করাতে সাহায্য করবেন… আর টাকা আয় করবেন
দিনে বা মাসে কত টাকা আয় করা যাবে?
এখানে আপনাকে ২০টা করে ভিডিও দিবে ২০টা ভিডিও= $1 (৮০টাকা) মানে মাসে ২৬০০টাকার মত। এখানে আরেকটি মাধ্যম আছে আপনার আয় বাড়ানোর। সেটা হলো রেফারেল… আপনি যদি আপনার বন্ধদের কে রেফারেল করতে পারেন আপনার ইনকাম দ্বিগুণ হবে… জন প্রতি আপনি প্রতিদিন তার আয় থেকে ১০% কমিশন পাবেন। মানে আপনার ১০টা রেফারেল থাকলে আপনি প্রতিদিন $1 ফ্রি পাবেন।
কতদিন টাকা আয় করা যাবেঃ
MakeEarn একটি Youtube Video ranking platform. সুতরাং আপনার জন্য সুখবর হলো যতদিন Youtube থাকবে ততদিন এই সাইট থেকে টাকা আয় করা যাবে। আমার মনে হয় এই সাইট টি আজীবন আপনার জন্য এক্সট্রা ইনকামের উপায় হবে।
কিসের মাধ্যমে টাকা পাবেন?
bkash/Bank/Paypal/Payonner এগুলোর মাধ্যমে। আমি বিকাশে টাকা উঠাই।
কত ডলার হলে টাকা উঠানো যাবেঃ
এখান থেকে আপনি প্রতি ৫০ ডলার পরপর টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠাতে পারবেন। অনেকেই বলে থাকেন টাকা যদি সত্যিই দেয় তো সর্বনিম্ন ৫০ ডলার কেন? আরও কম হলেও তো পারত। হ্যা সর্বনিম্ন পরিমান টা আরও কম হলে অনেক ভালো হত, কিন্তু এটি একটি আমেরিকান কোম্পানি। তাদের বাংলাদেশে এজেন্ট আছে। বারবার অতি কম পরিমান টাকা আপনার বিকাশ নাম্বারে পাঠানো তাদের জন্য অনেক কষ্টকর হবে। তাই তারা একটা মিনিমাম এমাউন্ট নির্ধারণ করেছে যাতে ঝামেলা একটু কম হয়। প্রথম প্রথম আমিও এই ব্যপারে কনফিউসড ছিলাম, কিন্তু টাকা হাতে পাওয়ার পর সব কনফিউশান দূর হয়ে গেছে।
আশা করি আপনার আর কোন কনফিউশন নেই। এখান থেকে আমি অনেক টাকা উঠাইছি সুতরাং কোন সন্দেহ করার দরকার নেই।
চলুন শুরু করি, যারা মোবাইলে কাজ করবেন তারা Crome ব্রাউজার ব্যবহার করবেন, আর পিসি তে যে কোন ব্রাউজার হলেই চলবে।
http://www.makearn.com এ প্রবেশ করুন।
নিচের পেজ এর মত দেখতে পাবেন…
তীর চিহ্নে দেখানো register এ click করুন।
নিচের ছবিতে
ঘর গুলো পূরণ করার পর নিচের ছবির মত তীর চিহ্ন দেখানো REGISTER এ ক্লিক করুন
তারপর আপনার মেইল এ গিয়ে দেখুন নিচের ছবির মত তীর চিহ্ন দেখানো makearn.com থেকে একটি মেইল এসেছে,
সেখানে ঢুকে নিচের ছবির মত তীর চিহ্ন দেখানো Click Here এ ক্লিক করলেই আপনার একাউন্ট ভেরিফাইড হয়ে যাবে।
নিচের পেজ আসবে, সেখানে লাল বক্সে দেখানো watch এ ক্লিক করুন।
তারপর নিচের ছবির মত দেখুন ২০ টি ভিডিওর লিস্ট দেওয়া আছে। তীর চিহ্ন দেখানো স্থান গুলোতে ক্লিক করে ভিডিও ওপেন করুন। তবে আগে youtube.com এ সাইন ইন করে রাখুন।
প্রতিদিন এই ২০ টি করে ভিডিও তিন মিনিট করে দেখুন,
তিন মিনিট ভিডিও দেখা শেষ হলে ভিডিওর মদ্ধে ক্লিক করলে নিচের ছবির মত দেখাবে কয় সেকেন্ড হয়েছে। কমপক্ষে ২০০ সেকেন্ড দেখতে হবে। তীর চিহ্ন দেখানো স্থানে ok দিন।
তিন মিনিট হলে একটু অপেক্ষা করে দেখুন নিচের ছবির মত Watched লেখা উঠবে। Ok দিন।
তারপর নিচের ছবির মত ভিডিওর নীচে Click বাটনে ক্লিক করুন। আপনাকে youtube পেইজ এ নিয়ে যাবে।
youtube এ নিচের ছবির মত লাল বক্সে দেখানো লাইক, Comment এবং Share করুন।
যে কোন Comment যেমন nice, good etc. লিখলেও হবে। তবে সব ভিডিও তে একই Comment করবেন না।
আর শেয়ার করলে google+ এ শেয়ার করা সহজ।
আপনি চাইলে ২০ টি ভিডিও ২০ টি ট্যাব এ ওপেন করে একসাথেও দেখতে পারেন।
এবার প্রথম পেইজ এ এসে পেইজটি Refresh করলে, দেখবেন ডলার জমে গেছে। যেই ভিডিও গুলো সঠিকভাবে দেখা হবে তার পাশে নিচের ছবির মত ব্রেকেটে (Watched) লিখা উঠবে।
প্রতিদিন ১ ডলার করে পাবেন। আর আপনার রেফারেলে ১০ জনকে জয়েন করাতে পারলে ১০% হিসাবে আরও ১ ডলার জমবে। এভাবে যত রেফারেল বারাবেন ডলার তত জমবে। ২০ ডলার হলেই একাউন্ট টি একটিভ করতে পারবেন। আর ৫০ ডলার হলেই টাকা উঠাতে পারবেন বিকাশে, ডাচ বাংলা(রকেট) ইত্যাদিতে। একটি মোবাইল বা কম্পিউটারে একটির বেশী একাউন্ট করবেন না। তাহলে আপনার উভয় একাউন্ট ই নষ্ট হয়ে যেতে পারে।
যে কোন সমস্যা হলে আমাকে জানান। ০১৭৫৫৬৩৬৭১০
আমি হিডেন ট্রেজার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবি ভাল পোস্ট কিন্তু wifi নাই