ক্যারিয়ার গড়ুন সবথেকে সহজ পদ্ধতিতে এফিলিয়েট মার্কেটিং করে

টিউন বিভাগ আউটসোর্সিং
প্রকাশিত
জোসস করেছেন

আসসালামু আলাইকুম,

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে আলোচনা করবো সবথেকে সহজ পদ্ধতিতে এফিলিয়েট মার্কেটিং করে কিভাবে ক্যারিয়ার গড়তে পারেন। আমরা যারা আমাজন এর এফিলিয়েট এর ব্যপারে পড়াশোনা করেছি অথবা ভিডিও দেখেছি তারা এফিলিয়েট শব্দটা শুনলে ভয় পাই। মাথায় বিভিন্ন ধরনের চিন্তাভাবনা মাথায় ঘুরতে থাকে। আর সেই চিন্তাভাবনা দূর করতে গিয়ে আমরা এফিলিয়েট এর কথা ভুলেই যাই।

কারণ, আমাজন এর এফিলিয়েট করা অনেক ঝামেলার ব্যাপার। আমাজনে এফিলিয়েট করতে হলে বড় ধরনের একটা ইনভেস্ট এর প্রয়োজন আছে। যেমনঃ এফিলিয়েট করার জন্য আপনার ওয়েবসাইট থাকা আবশ্যক। একটা PayPal একাউন্ট থাকা দরকার। আর বাংলাদেশ থেকে PayPal তো অসম্ভব প্রায়। আর অনেক কষ্টে পেলেও কত ঝামেলার সেটা আমার থেকে বোধহয় আপনারাই ভালো জানেন। এবার আসি আমাজন এর কমিশন এর ব্যাপারে। আমাজনে এফিলিয়েট করার জন্য এতো ইনভেস্ট এর করে প্রথম দিকে আপনি কমিশন পাবেন মাত্র ৩-৭%। পরে অবশ্য কমিশন বাড়ে কিন্তু সেই পর্যন্ত আর কতজন যেতে পারে। এই ৩-৭% এর কষ্ট অনেকে সহ্য করতে না পেরে এফিলিয়েট এর জগত থেকে বের হয়ে যান। আপনারা ভাবতেছেন আমি আমাজন এফিলিয়েট মার্কেটিং এর দুর্নাম করতেছি। আমাজন এফিলিয়েট মার্কেটিং কে খারাপ বলার কোনো উদ্দেশ্যই নেই আমার। কারণ আমাজন এফিলিয়েট হচ্ছে বিশ্বের শ্রেষ্ঠ এফিলিয়েট মাধ্যম। এটা অস্বীকার করার মত যুক্তি কেউ দিতে পারবে বলে আমার মনে হয় না। আমরা আমাজন এফিলিয়েট করতে পারি না কারণ এটা আমাদের সমস্যা। আমাদের দেশ থেকে আমাজন এর এফিলিয়েট করার জন্য যথেষ্ট সুযোগ সুবিধা নেই। আর তাছাড়া আমরা বাঙালীরা অধিকাংশই অলস।

তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল প্রসঙ্গে চলে যাইঃ

আমি প্রথমেই বলেছি সবথেকে সহজ পদ্ধতিতে ইনভেস্ট ছাড়াই এফিলিয়েট এর ব্যাপারে আলোচনা করবো আপনাদের সাথে। আজকে যে কোম্পানীর সাথে আপনাদের পরিচয় করিয়ে দিবো এটা হলো ওয়েব হোস্টিং কোম্পানী। কোম্পানীর নাম HostCart.Net এটা এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কঃ https://hostcart.net

এদের সার্ভিসগুলোর মধ্যে রয়েছেঃ ওয়েব হোস্টিং, ডোমেইন, আইপি নাম্বার ইত্যাদি প্রোভাইড করা।

HostCart.Net

আপনারা যারা ওয়েব হোস্টিং এর ব্যাপারে ভালো জানেন অথবা মোটামুটি একটু ধারনা আছে তারা খুব সহজেই এই এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে বড় অঙ্কের টাকা আয় করতে পারেন। তবে যাদের ওয়েব হোস্টিং এর ব্যাপারে ধারনা কম অথবা একেবারেই নেই তারা করতে পারবেন না সেটা কিন্তু বলিনি। যাদের ধারনা কম আছে অথবা নেই তারাও করতে পারবেন। তবে ওয়েব হোস্টিং এর ব্যাপারে মোটামুটি ধারণা থাকলে এফিলিয়েট করাটা আপনার পক্ষে একেবারেই সহজ হয়ে যাবে। আর যাদের সমস্যা তাদের জন্য আমিতো আছি। আপনার যেকোনো সমস্যা আমাকে জানাতে পারেন। সহজ পদ্ধতিতে সর্বোচ্চ পর্যায়ের সমাধান দেওয়ার চেষ্টা করবো।

কিভাবে আপনি এফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে কাজ করবেনঃ

প্রথমে আপনি https://hostcart.net এই ঠিকানায় যান। এবার মেনু থেকে এফিলিয়েট বাটনে ক্লিক করুন। এরপর Register বাটনে ক্লিক করে আপনার ইনফরমেশন দিয়ে এখানে রেজিস্ট্রিশন করুন। অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্ট্রিশন করবেন। রেজিস্ট্রিশন করা শেষ হলে অটোম্যাটিক আপনার একাউন্টে লগিন হয়ে যাবে। (যদি না হয় তাহলে লগিন করে নিবেন। ) ওখানে লগিন করার পর আপনি আপনার ড্যাশবোর্ড দেখতে পাবেন। সেখানে আপনার এফিলিয়েট লিঙ্ক থাকবে। মনে রাখবেন লিঙ্কটিই আপনার আয়ের মাধ্যম। আপনার এফিলিয়েট লিঙ্কে ক্লিক করে যত কাস্টমাররা যত টাকা মূল্যের প্রোডাক্ট কিনবে আপনি তার ২০% পাবেন। ওখানকার ওয়েব হোস্টিং প্যাকেজগুলো সর্বনিম্ন ৫০ টাকা থেকে শুরু। আপনি যদি এই সর্বনিম্ন মূল্যের প্রোডাক্টটি এফিলিয়েট এর মাধ্যমে বিক্রি করতে পারেন তাহলে আপনি পাচ্ছেন ২০% অর্থাৎ ১০ টাকা। আপনার এখন এটা মনে হতে পারে যে আমি মাত্র ১০ টাকা আয় করার জন্য এতোকিছু করতে কেনো যাবো। আমি কিন্তু টাইটেলে লিখেছি হাজার হাজার টাকা আয় করার কথা। তাই অবশ্যই হতাশ হবেন না। এরা ৫০ টাকায় এক জিবি হোস্টিং এর প্যাকেজ এই কোম্পানী বিক্রি করতেছে এই প্যাকেজটা পৃথিবীর আর কোনো কোম্পানী এত কম দামে হোস্টিং প্রোভাইড করতেছে না। লোকজন ভাবতে পারে এত কম দামে হোস্টিং তাহলে এদের সার্ভিস নিশ্চয়ই খারাপ হবে। এই ধারনাটা সম্পূর্ন ভুল। এরা বিশ্ববাজারে দ্রুত উর্ধে ওঠার জন্য কম দামে ভালো সার্ভিস দিয়ে কাস্টমারদের মন জয় করে নিচ্ছে। আপনার প্রশ্ন থাকতে পারে আমি এদের কেনো এতো সুনাম করছি? কারণ এদের যে জিনিসটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তা হলো এদের মিনিমাম পেয়েন্ট মাত্র ১০০ টাকা। অর্থাৎ এফিলিয়েট করে একাউন্টে মাত্র ১০০ টাকা জমা হলেই আপনি পেমেন্ট নিতে পারবেন। অন্যান্য কোম্পানী কিন্তু এই বিষয়টা থেকে অনেক পিছিয়ে রয়েছে।

এখন আসি হাজার হাজার টাকার প্রসঙ্গেঃ

1) এদের সবথেকে কম দামী প্যাকেজটার মূল্য ৫০ টাকা প্রতি মাসে। এইটার যদি আপনার মাধ্যমে কেউ ক্রয় করে তাহলে ২০% অর্থাৎ ১০ টাকা পাবেন। আবার এই প্যাকেজটা যদি কেউ এক বছরের জন্য ক্রয় করে তাহলে এটার মূল্য পড়বে ৫০০ টাকা। সেক্ষেত্রে আপনার কমিশন থাকছে ১০০ টাকা। এটা বলছি সবথেকে ছোট প্যাকেজ এর কথা। এবার বড় বড় প্যাকেজগুলোর কথা বলি।

2) দ্বিতীয় নম্বরে যে প্যাকেজটা আছে ৩ জিবি হোস্টিং এবং সাথে ৫০ জিবি ব্যান্ডউইথ। এই প্যাকেজের মূল্য ১৫০ টাকা। এইটা যদি আপনার মাধ্যমে কেউ ক্রয় করে তাহলে ১৫০ টাকার ২০% অর্থাৎ আপনি পাবেন ৩০ টাকা। আর যদি এই প্যাকেজটা কেউ এক বছরের জন্য ক্রয় করে তার মূল্য ১৫০০ টাকা। অর্থাৎ সেখান থেকে আপনি পাবেন ৩০০ টাকা।

3) তৃতীয় নাম্বার প্যাকেজটার মূল্য ৪৫০ টাকা। এটাতে থাকছে ১০ জিবি ডিস্ক স্পেস এবং সাথে আনলিমিটেড ব্যান্ডউইথ। এখানে আপনার কমিশন থাকছে ৪৫০ টাকার ২০% অর্থাৎ ৯০ টাকা। এইটার এক বছরের মূল্য ৪, ০০০ টাকা। এইটা যেহেতু বড় প্যাকেজ তাই তারা গ্রাহকদের এখানে একটু ছাড় দিয়েছে। এখানে আপনি ৪, ০০০ টাকার ২০% অর্থাৎ এখানে আপনি পাবেন ৮০০ টাকা।

4) সর্বশেষ এবং সর্ববৃহৎ যে প্যাকেজটি এটাতে ডিস্ক স্পেস, ব্যান্ডউইথ সহ সবকিছু আনলিমিটেড থাকছে। এই প্যাকেজটি বড় বড় গ্রাহকদের মন কাড়ার জন্য যথেষ্ঠ। এটার মুল্য ৭০০ টাকা এবং বাৎসরিক মুল্য ৭, ০০০ টাকা। এটা এক মাসের জন্য কেউ কিনলে আপনি কমিশন পাবেন ১৪০ টাকা এবং বাৎসরিক প্যাকেজের ক্ষেত্রে পাবেন ১৪০০ টাকা।

কিভাবে এফিলিয়েট করে আপনি আয় করতে পারবেনঃ

আগেই বলেছি এফিলিয়েট করে আপনাকে আয় করতে হবে। আপনি যে রেফারেল লিঙ্কটি পেয়েছেন সেটা নিয়ে আপনাকে প্রচার করতে হবে। আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে কিংবা নিজের ব্লগ থাকে অথবা আপনি যদি কোনো ব্লগের লেখক/লেখার পারমিশন থাকে তাহলে আপনি বিভিন্ন ধরনের টিউন করবেন হোস্টিং রিলেটেড। যেমন ধরুন আপনি টিউন করলেনঃ (মাত্র ৫০ টাকায় ১জিবি হোস্টিং কিনুন এবং পেমেন্ট করুন বিকাশে)। সাথে আপনার রেফারাল লিঙ্ক দিয়ে বলবেন আপনার টিউন পড়ে খুশি হলে আপনার রেফারেলে তাদের জয়েন করতে। অন্যদিকে আপনি যদি ছোটখাটো একজন ইউটিউবার হয়ে থাকেন তাহলে যদি আপনি এই টাইটেল দিয়ে ভিডিও তৈরী করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে অটোম্যাটিক প্রচুর পরিমানে ভিউ পাবেন। কারণ আপনার ভিডিওতে ৫০ টাকায় ১ জিবি হোস্টিং আবার বিকাশে পেমেন্ট ব্যবস্থা। এরকম টাইটেল দেখলে যারা হোস্টিং কিনতে আগ্রহী তারা অবশ্যই আপনার এটা দেখবেন এবং ওই কোম্পানি থেকে হোস্টিং কিনবেন। এরকম অনেক আইডিয়া আছে যেভাবে আপনি এফিলিয়েট করতে পারবেন। আর যাদের মোটামুটি আগের একটু অভিজ্ঞতা আছে তাদের তো এতো ভালোভাবে বুঝিয়ে না দিলেও চলবে। আমি আরো একটা ভালো আইডিয়া দিতে পারি। যেটার মাধ্যমে আপনার এফিলিয়েট আরেকটু ভালোভাবে করতে পারবেন। ধরুন আপনি একটা ওয়েবসাইট বানানোর টিউটোরিয়াল বানালেন কিংবা ভালো কোনো মজার জিনিস বানানোর টিউটোরিয়াল বানালেন যেটা ব্যবহার করতে হোস্টিং এর প্রয়োজন। এরপর সাথে আপনার রেফারাল লিঙ্ক দিয়ে দিবেন।

ব্যাস! তাহলে আজই শুরু করুন।

কষ্ট করে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোনো সমস্যা থাকলে অবশ্যই টিউনমেন্ট করতে ভুলবেন না। অথবা ফেসবুকে মেসেজ দিতে পারেন. https://www.facebook.com/sasnuralom

Level 0

আমি রহস্যময় এক যুবক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 32 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস