আপনি কি বেকার চাকুরী পাচ্ছেন না কোথাও? তাহলে নিয়ে নিন সমাধান আজ থেকে ঘরে বসেই ইনকাম করবো ১ম পর্ব

অ‌ধিকাংশ মানুষ চায় যে, তারা বাড়িতে থেকে অর্থ উপার্জন কর‌বে। কিন্তু সবার কপা‌লে‌তো আর বা‌ড়ি‌তে ব‌সে উপার্জ‌নের কাজ বা বু‌দ্ধির টাই‌মিং জো‌টেনা। তাই প‌রিবা‌রের সা‌থে থে‌কেই কিভা‌বে কাজ করা যায় তার উপায় জা‌নি‌য়ে দি‌চ্ছি।

প্রতিযোগিতার বাজারে ডিগ্রি নিয়ে কত মানুষ বেকার হয়ে বাড়িতে বসে রয়েছেন। কিন্তু চাকরি পাচ্ছেন না। বেকার বসে থাকায় আত্ববিশ্বা‌সেও মরীচা ধ‌রে‌ছে। তবে চাকরি না পেলে ভেঙে পড়বেন না। উপার্জন করার হাজা‌রো পথ খোলা রয়েছে। শুধুমাত্র ধৈর্য, ইচ্ছাশ‌ক্তি, ক‌ঠোর প‌রিশ্র‌মী হওয়ার পুঁ‌জি থাক‌তে হ‌বে।
কীভাবে বাড়িতে বসে টাকা ইনকাম করবেন, তার কয়েকটি উপায় বলে দেওয়া হল।

এফিলিয়েট মার্কেটিং

এফিলিয়েট মার্কেটিং কী?

যদি সহজ ভাষায় বুঝতে চান তাহলে এভাবে সংজ্ঞাটা দিতে পারি- অন্য কারও একটা প্রোডাক্ট/সার্ভিস আপনি সেল করে দেবেন কাস্টমারের কাছে, বিনিময়ে প্রোডাক্ট/সার্ভিস অউনার আপনাকে একটা কমিশন দেবে। কী, ব্যাপারটা কি কঠিন মনে হচ্ছে? তাহলে চলুন একটু ওভারভিউ করা যাক।

কেন এফিলিয়েট মার্কেটিং সেরা?

কারণ, একমাত্র এফিলিয়েট মার্কেটাররাই বস। আর সবাই চাকুরীজীবী। তা ফ্রিল্যান্সার বলেন, ওয়েব প্রোগ্রামার বলেন কিংবা যেই লেভেলের কথাই বলুন না কেন, সব সেক্টরের স্কিল পার্সনরাই এফিলিয়েট মার্কেটারের কাছে কাজের জন্য যেতে বাধ্য। কারণ এফিলিয়েট মার্কেটাররা কোনো কাজ করেন না, তারা কাজ করান। কী, বিশ্বাস হয় না? এই সেক্টরে একটু খোঁজ-খবর নিলেই বিষয়টা ক্লিয়ার হবে আপনার কাছে।

কেন এফিলিয়েট মার্কেটিং ঝামেলাহীন?

কারণ, একটা প্রোডাক্ট/সার্ভিস বিক্রি করার পর আপনার আর দ্বায়বোধ নেই। সার্ভিস/সাপোর্ট দেয়ার দায়িত্ব প্রোডাক্ট অউনারের। অথচ আপনি যদি প্রোডাক্ট/সার্ভিস অউনার হন, তাহলে আপনার কতরকম ঝামেলা! তাই না? এসব দিক বিবেচনা করে এফিলিয়েট মার্কেটিং-এর চেয়ে মজার আর কিছু নাই। বিশ্বাস করুন আর নাই করুন: পৃথিবীর প্রায় সব এফিলিয়েট মার্কেটররাই পেসিভ ইনকাম করেন। আর ইনকাম যেহেতু অটোমেটিক হয়, বেশিরভাগ এফিলিয়েট মার্কেটাররাই পুরো পৃথিবী ঘুরে বেড়ান। সবচেয়ে বিলাসবহুল জীবন-যাপন করেন।

তাহলে কি এফিলিয়েট মার্কেটিং খুবই সোজা?

জ্বি না। মোটেও তা না। “যতো গুড়, ততো মিষ্টি” প্রবাদটা জানেন? যদি জেনে থাকেন তাহলে আপনাকে আর বুঝিয়ে বলার দরকার নাই। যারা ‍জানেন না, তাদের জন্য বলছি: যত সুখে থাকতে চাইবেন, ততো কষ্ট ভোগ করে সুখটা জমা করতে হবে। ক্লিয়ার? এফিলিয়েট মার্কেটিং ঝামেলাহীন, এফিলিয়েট মার্কেটাররা বস, এফিলিয়েট মার্কেটাররা অটো ইনকাম করেন কিন্তু সেটা শুরু থেকেই নয়, বুঝছেন? দুঃখের সাত-সমুদ্র আর তেরো নদী পার হয়েই সুখের দুনিয়ায় ঘুরে বেড়ান তারা।

কী ব্যাপার ভাই? আপনার সমস্যা কি? একবার বলেন সহজ, একবার বলেন কঠিন?

ভাইরে, ব্যাপার তো এটাই। এক মাসে ৯৬ লক্ষ প্লাস টাকা ইনকাম করেন যিনি, তিনি কতটা পরিশ্রম করে এখানে আসছেন তা তিনিই জানেন। তবে মজার ব্যাপার হলো: তিনি কিন্তু আপনার আমার মতো মানুষই। এবং তিনি এবং তারমতো আরও সবাই-ই তাদের অগ্রসর হবার কাহিনীগুলো অনলাইনে লিপিবদ্ধ করে গেছেন। যেগুলো পড়ে আমরা তাদের মতো অতোটা এফোর্ট না দিয়েও সহজে ইনকামের রাস্তায় ঢুকে যেতে পারবেন।

ভাই, লোভ দেখাচ্ছেন নাকি আমিও পারবো ইনকাম করতে?

যারা কাজ না করে অর্থের চিন্তা করে তারাই লোভী। আপনি যদি কাজ করতে রাজি থাকেন তাহলে এটা লোভ নয়। আপনি যদি পরিশ্রমী হয়ে থাকেন, আপনার মনের ভেতর যদি থাকে চ্যালেঞ্জ গ্রহণ করার স্পৃহা তাহলে আপনার জন্যই এফিলিয়েট মার্কেটিং। আর আপনি যদি পছন্দ করেন নয়টা-পাঁচটা অফিস। গদবাঁধা কাজ। তাহলে দয়া করে এফিলিয়েট মার্কেটিং থেকে দূরে থাকুন ১০০ হাত। বুঝছেন?

তাহলে বলেন আমি কত টাকা ইনকাম করতে পারবো?

হ্যাঁ পারবেন। আপনি ইচ্ছে করলে দৈনিক ১০০ থেকে ২০০ ডলার ইনকাম করতে পারবেন।  এখানে রেজিষ্ট্রেশন করলেই আপনি পাবেন ফ্রি ৫০ ডলার, রেজিষ্ট্রেশন করার পরে কিভাবে কাজ করতে হবে তার জন্য আপনি কয়েকটা ভিডিওপাবেন, এটা দেখে আপনি কাজ শুরু করতে পারেন।

রেজিষ্ট্রেশন করতে এখানে ক্লিক করুন

কাজ বুঝতে  কোন সমস্যা হলে জানাবেন

আমাদের ফেসবুক পেজ

Level 0

আমি Rafiqul Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 53 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস