সবাই কেমন আছেন?আশা করি ভালো আছেন। আজকে আমি blogger নিয়ে কথা বলব। Blogger দিয়ে ব্লগ তৈরী করা আমার খুবই ভাল লাগে। আজকে আমি আপনাদের এর কয়েকটি সুবিধা তুলে ধরব। আশা করি সবাইর ভাল লাগবে।
১. Blogspot কি?
Blogs, web-logs এর সংক্ষিপ্ত রূপ। আমার মতে, Blogspot হল এমন একটি platforms যেখানে আপনি নিজের লেখা (যেটা হবে যে কোন বিষয়ের উপর) নিয়মিত আপডেট করতে পারবেন, অনলাইন সংবাদপত্রের মত। বিভিন্ন ধরনের সাইট যেমন: Blogspot, Livejournal, Webs, Webnode, Weebly, Wix, WordPress etc. আপনাকে একটি ব্লগ/ব্যক্তিগত ওয়েবসাইট তৈরীর সুযোগ দিবে।
২. Blogspot ব্যবহারের সুবিধা :
- ফ্রি Blog Services
ব্লগার এর হোস্টিং গুগলের নিজস্ব সার্ভারে হোস্টিং। অর্থাৎ তাদের সদস্যদের জন্য অর্থাৎ যারা BLOGSPOT ব্যবহার করে তাদের জন্য ফ্রি হোস্টিংয়ের ব্যবস্থা করেছে।
- ব্লগ তৈরী সহজ :
ব্লগ তৈরী করা খুবই সুবিধা জনক। এর প্রথম পেজ থেকে মাত্র তিনটি STEP পার করলেই আপনার পছন্দে ব্লগ তৈরী সম্পন্ন।
- সবকিছুই Unlimited :
সবচেয়ে ভাল বিষয়টি হল এই সার্ভিসে আপনি পাচ্ছেন UNLIMITED BANDWIDTH, UNLIMITED SPACE, UNLIMITED HOSTING, AND UNLIMITED ACCESS, ESPECIALLY শুধু THEME এর জন্য। BLOGSPOT ব্যবহারকারীদের জন্য এটি অনেক বড় সুবিধা বলা যায়। তাছাড়া WORDPRESS FREE VERSION ব্যবহারকারীরা পাচ্ছে মাত্র 3 GB SPACE এবং LIMITED BANDWIDTH.
- Upgrade ছাড়াই Theme modify :
THEME এর জন্য ছোট্ট কথা হল, আপনি এখানে নিজের মত করে থিম সাজাতে পারবেন, যা WORDPRESS এ করতে সক্ষম নন। WORDPRESS এর সাধারণ ব্যবহারকারীরা তাদের থিম MODIFY/CHANGE করতে পারেনা যতক্ষন না তার PREMIUM SERVICE এ UPGRADE না করবে। যার জন্য টাকা গুণতে হবে। অথচ আপনি BLOGSPOT এ এই সুবিধাটি পাচ্ছেন একেবারে ফ্রি।
৩. Blogspot তৈরী করতে যা জানা লাগবে :
ইন্টারনেট ব্রাউজিং সম্পর্কে সাধারণ জ্ঞান থাকলে যথেষ্ঠ। যেমন যে কোন সাইট ভিসিট করা, সাইটে রেজিষ্ট্রেশন করতে পারা ইত্যাদি। তাছাড়া আমার ট্রিকবিডিতে করা অন্যপোস্টগুলি কেউ দেখলে যে কেউ একটি সম্পূর্ণ ব্লগ তৈরী করতে পারবে।
৪. Blogspot দিয়ে যেভাবে টাকা আয় করবেন :
Google এর Subdomain হল Blogspot.com। যার কারণে Google Adsense ব্যবহার করে যে কেউ Blogspot দিয়ে তৈরী করা blog দিয়ে টাকা অর্জন করতে পারবেন। Google Adsense হল, Google এর Pay Per Click (PPC) Programs. Google Adsense এ রেজিষ্ট্রেশন করলে সেখানে আপনাকে একটি বিজ্ঞাপণের কোড দিবে। সেই কোডটি আপনাকে আপনার Blogspot ব্লগে বসাতে হবে। এখন যে কেউ আপনার ঐ বিজ্ঞাপণে ক্লিক করলেই প্রতি ক্লিকের জন্য আপনাকে Google টাকা প্রদান করবে। যা WordPress ব্যবহারকারীরা ফ্রিতে করতে পারে না। ব্লগ নিয়ে আরো জানতে ট্রিকবিডিতে করা আমার এই পোস্টগুলিও দেখতে পারেনসবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন। আর টেকটিউনসের সাথেই থাকুন।
প্রশ্ন করে এবং উত্তর দিয়ে অবসরে টাকা আয় করতে ভিজিট করুন http://www.nirbik.com
আমি ফাহিম ফারহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।