হ্যালো বাংলাদেশী ইউটোবার! কি খবর আপনাদের? ইউটোব নিয়ে পানি গুলা করা কি বন্ধ হয়েছে। যেভাবে বাংলাদেশে ইউটোবারদের পরিমাণ বাড়ছিল সেভাবে তাদের কুয়ালিটি ছিল তা। তাই ইউটোব আমাদের নতুন কিছু নিয়মের মধ্যে এনেছে। আপাত দৃষ্টিতে নিয়মটির কিছু অনেক ইউটোবারদের স্বপ্ন ভেঙ্গে গেলেও ট্যালেন্টেড কিছু ইউটোবার বেরিয়ে আসার সম্ভাবনা আছে। কিন্তু ইদানিং দেখছি ট্যালেন্টেড ইউটোবার বেরিয়ে আসার বদলে কিছু নতুন ব্যবসায়ী তৈরি হয়েছে যারা ইউটোবের চ্যানেল Monetization অন করে দেবে এমন কথা বলে টাকা কামাচ্ছে। বাঙ্গালী তুমি গ্রেট! তোমায় সালাম।
PewDiePie $15 মিলিয়ন ডলারেরও বেশী ইনকাম করেছেন ইউটোবিং করে শুধুমাত্র গত বছরই। PewDiePie যার জন্ম ২৪শে অক্টোবর ১৯৮৯ সাল। বয়সে সে আমার থেকেও ছোট। সেটা অবশ্য কোন কথা নয়। আমার থেকে ছোট আরো অনেকেই আছে যারা পৃথিবীবাসীর কাছে আইকন। আমরা তো কিছু সৃষ্টির জন্ম কাজ করি না। আমরা শুধু কিভাবে দুইটা টাকা আয় করা যায় তার পেছনেই ছুটে চলি। কিন্তু আমরা ভাবি না, আমরা যখন কাজ করে যাব নিরলস তখন টাকা আমাদের পেছনেই ছুটে আসবে। অথচ আমরা টাকার পেছনেই ছুটে বেড়াই। ২৮ বছর বয়সী ৫ ফুট ১১ ইঞ্চির একজন মানুষকে দেখে প্রতিদিন শত শত লাখ লাখ ইউটোবার নতুন একটি দিনের স্বপ্ন নিয়ে ঘুম থেকে উঠছে এর থেকে বড় পাওয়া একজন মানুষের জীবনে আর কি হতে পারে।
PewDiePie অন্যের তৈরি করা ভিডিও গেম খেলে সেগুলোর উপর ভিডিও তৈরি করে মিলিয়ন অপ ভিউ পেয়েছেন। অন্যদিকে আমরা আরেক জনের তৈরি করা মিউজিকের টাইটেল বদলে দিয়ে ইউটোবে শেয়ার করে মিলিয়ন ভিউ পেয়ে যাওয়ার আশা করি। অথচ চাইলেই আমরা আরো অনেক আইডিয়া নিয়ে ভিডিও তৈরি করতে পারি।
আজকের এই টিউনটির উদ্দেশ্য হচ্চে, নতুন ইউটোবাররা তাদের কাজের কুয়ালিটি বাড়াবেন এবং নিরলস ভাবে যেন কাজ করে যান সেদিকে লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাওয়া।
অনলাইনে আয় করার স্বপ্ন দেখেন কিন্তু কি কাজ করবেন কিভাবে করবেন কোথায় করবেন এমন দ্বিধায় যারা ভোগছেন তারা সরাসরি আমার কাছ থেকে গাইড লাইন নিতে পারেন।
ধন্যবাদ
আমি ওবায়দুল হক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 109 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
লিজেন্টদের কমিউনিটি টিটি তে আমার মতো সামান্য এক টিউনার আপনাদের সাথে থাকতে পেরে খুবই ভালো লাগছে। আমি খুবই ক্ষুদ্র একজন ওয়েব ডেভলাপার। যেকোন ইকমার্স ওয়েবসাইট ডেভলাপ করতে আমার সাথে যোগাযোগ করতে পারেন। পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেকোন ডায়নামিক ওয়েবসাইট ডেভলাপ করতে যোগাযোগ করুন। http://websoftltd.com Mobile: 01718023759 http://www.fb.com/obaydul.shipon