আপনারা সবাই কেমন আছেন। নিশ্চয়ই ভাল আছেন।
অনলাইন থেকে আয়ের ৪র্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম।
গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি, আমার কিভাবে একটি ফাইবার গিগ দিতে পারি।
যারা আমার গত পর্ব গুলো পড়েননি তারা দয়া করে ভাল করে বুঝার জন্য পরে নিন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে আমাদের ফাইাবারে দ্রুত গিগ বিক্রয় করতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
এই কাজ বিষয় গুলো আপনাকে জানার জন্য আপনাকে বিষেশ কিছু কৌশল অবলম্বন করতে হবে। যা ভিডিওতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনারা ভাল ভাবে দেখুন এবং আয় করুন। আর মন চাইলে আমাকে ইউটিউব সাবসক্রইব করুন। এখানে টুটুল টিভি
এক নজরে আমার অন্য টিউন গুলো :
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
৭) যে কোন ছবিকে কথা বলান, শুধু তাই নয় অ্যানিমেশনো তৈরি করুন সহযে।
আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব।
এরপরের পর্বে দেখানো হবে কি ভবে বায়ারের সাথে চ্যাট এবং পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করতে পারি।
সব শেষে টাকা উত্তোলন নিয়ে আলোচনা।
শেষ করছি, আর এই বিষয়ে আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন, আমি উত্তর দেয়ার চেস্টা করব।
ভাল থাকবেন। বিদায়।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।