সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশী ইউটিউবারদের জন্য একটি বাজেটের মধ্যে কিন্তু গুনগত মানসম্মত মাইক্রোফোনের বিষয়ে কথা বলতে এলাম। আমার রিভিউ করা মাইক্রোফোনটি আপনি চাইলে প্রফেশনাল কাজে ব্যবহার করতে পারবেন কারণ এর অডিও রেকর্ডিং কোয়ালিটি পেশাদারিত্বের পরিচয় দেয়। আমি বলছি টেকস্টার এসজিসি-৫৯৮ মডেলের শটগান মাইক্রো ফোনটির কথা। যারা ভিডিও নিয়ে কাজ করেন তাদের জন্য অডিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইউটিউবের নতুন পলিসি অনুযায়ী বর্তমানে মানসম্মত কন্টেন্ট না হলে আপনি নিজের স্থান করে নিতে পারবেন না। আমি মাইক্রোফোনটি চীন থেকে সরাসরি আনিয়েছি যা অর্ডারের ১২দিন আমার হাতে পৌছেছে এবং এটি কিনতে আমার সর্বমোট ২৭ ডলার অর্থাাৎ ২২০০ টাকার মতো খরচ হয়েছে। অথচ প্রফেশনাল মানের একটি মাইক্রোফোন কিনতে ৪০-৫০ হাজার টাকাও খরচ হয়ে যায়। ইনডোর এবং আউটডোর যেকোন স্থানে এই মাইক্রোফোনটি আপনার কাজে আসবে। এই মাইক্রোফোনটি মূলত ডিএসএলআর ক্যামেরায় সর্বোচ্চ কোয়ালিটি প্রদান করে। তবে আপনি চাইলে ফোন বা কম্পিউটারের সাথেও ব্যবহার করতে পারবেন। সাথে থাকে সুন্দর একটি ব্যাগ। মাইক্রোফোনটি যতেœর সাথে পরিবহন করতে এই ব্যগতি খুব কাজ দেয়। মাইক্রোফোনটি এমনভাবে তৈরী যেন কেউ ক্যামেরাটি নিয়ে দৌড়ালেও অতিরিক্ত কোন শব্দ তৈরী না হয়। সাথে থাকে একটি অডিও কনভার্টার। এর মাধ্যমে মোবাইল ফোন ব্যবহার করেও মাইক্রোফোনটি ব্যবহার করা যায়। কনভার্টারের দুটি প্রান্ত থাকার কারণ হলো একটি প্রান্তে মাইক্রোফোন ও অপর প্রান্তে আপনি চাইলে হেডফোন বা এয়ারফোন একই সাথে ব্যবহার করতে পারবেন। বেশ উন্নত মানের প্লাস্টিক ও ভালো ফিনিশিং এর কারণে মাইক্রোফোনটি দেখতে খুব সাধারণ মনে হবে না।
এতে ৩.৫ মিমি অডিও জ্যাক রয়েছে যা সরাসরি ক্যামেরায় সংযোগ করতে হয় অথবা কনভার্টার ক্যাবলে লাগিয়ে ফোনের সাথে ব্যবহার করা যায়। স্প্রিং এর মতো পেচানো অডিও ক্যাবলটি বেশ ভালো মানের ও ক্যামেরার বডির সাথে মাপ মতো করা হয়েছে। এটি মুলত একটি শটগান মাইক্রোফোন সেই সাথে এটি ডিরেকশনাল সিস্টেমের অর্থাৎ আপনি যদি এটি আপনার মুখের বরাবরে রেখে কথা বলেন তখন পরিষ্কার শব্দ পাবেন কিন্তু আশেপাশের শব্দগুলো নিচু শোনাবে। এর নিচের অংশটুকু বিচ্ছিন্ন করা সম্ভব যদি আপনি এটি বুম হিসেবে ব্যবহার করেন। সেক্ষেত্রে এক্সটেনশন ক্যাবল ব্যবহার করতে হবে। একটি ডাবল এ সাইজের ব্যটারীতে চলে মাইক্রোফোনটি, মজার ব্যপার হলো একটি মাত্র ব্যাটারীতে এই মাইক্রোফোনটি ১০০ ঘন্টা অডিও ধারণ করতে পারে। সুতরাং ব্যাটারী নিয়ে দুশ্চিন্তার কোন কারণ নেই। একটি অন অফ সুইচ রয়েছে এতে, পাশেই রয়েছে ১০ ডিবি বুস্ট করার একটি সুইচ যার মাধ্যমে অনেক দূরের শব্দও আপনি রেকর্ড করতে পারবেন। আরো আছে একটি লো-কাট বা হাই পাস সুইচ যার মাধ্যমে ব্যকগ্রাউন্ড নয়েজ নিয়ন্ত্রণ করা যায়। সাথে থাকে একটি উইন্ড কভার বা উইন্ডসাক্রীন যা বাতাসের মধ্যে রেকর্ডিং এর সময় বাতাসের শব্দ নিয়স্ত্রন করে। এর নলটি সম্পূর্র্ণ ধাতব কোন বন্তু দিয়ে তৈরী। মাইক্রোফোনটি অন করার সাথে সাথে একটি ছোট এলইডি জ্বলে ওঠে। সবুজ রং মানে বোঝায় মাইক্রোফোনটি চালু রয়েছে এবং লাল রংয়ের আলো বোঝা যায় ব্যাটারীতে পর্যাপ্ত চার্জ নেই। নিঃসন্দেহে এটি খুব ভালো একটি ব্যবস্থা। আশা করি আমার এই রিভিউটি আপনাদের কাজে আসবে ভালো মানের ভিডিও বা অডিও কন্টেন্ট তৈরী করতে। নতুন ইউটিউবাররা আশাহত হবেন না কারণ আপনাদের কাজের জন্য যেকোন টেকনিক্যাল বিষয়ে কোন না কোন সমাধান আছে। শুধু খুঁজে বের করুন। সবার জন্য শুভকামনা।
আবার আসব নতুন কোন প্রযুক্তি কথনে। প্রযুক্তিগত বিষয় নিয়ে আমার কিছু বিশ্লেষণ খুব সহজে ও স্বল্প সময়ে জানতে আমার ব্লগ সাইটটি ভিজিট করার আমন্ত্রণ রইল: http://gadget-insider.blogspot.com
আজকের টপিক সংক্রান্ত একটি ভিডিও রিভিউ রয়েছে আমার ব্লগে। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ।
আমি Sam Thesyst। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 78 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।