আপনারা সবাই কেমন আছেন। নিশ্চইয় ভাল।
গত পর্বে আমি আপনাদের সাথে আলোচনা করেছি। আমার কিভাবে একটি ফাইবার একাউন্ট খুলতে পারি।
যারা আমার গত পর্ব পড়েননি তারা দয়া করে ভাল করে বুঝার জন্য পরে নিন।
আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে আমাদের ফাইাবার একাউন্ট সাজাতে পারি অর্থাৎ কি করলে আমার বেশি কাজ পেতে পারি। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।
১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।
২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।
৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।
৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।
৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।
৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।
৭) যে কোন ছবিকে কথা বলান, শুধু তাই নয় অ্যানিমেশনো তৈরি করুন সহযে।
প্রথমেই আপনাকে একটি ভাল ছবি ব্যবহার করতে হবে। কেননা আপনার ছবি দেখেই বায়ার কেমন কাজ করতে পারেন এই নিয়ে একটা ধারণা নিতে পারেন।
একটা কথা আছে না।
"আগে দর্শনধারী তারপর গুনবিচারী"
এর পরেই একটা ভাল 300 ওয়ার্ড এর ডিসক্রিপশন লিখতে হবে। এটা এমন ভাবে লিখতে হবে যেন আপনি কি কাজ পারেন তা বায়ার সহযে বুঝে যায়।
এছাড়া ওয়ান লাইন ইস্টোরি, ভাষা, সোস্যাল অ্যাকাউন্ট যোগ করা, দক্ষতা, শিক্ষগত যোগ্যতা, সার্টিফিকেট যোগ করতে হবে।
আপনাদের লিখে বুঝাতে কঠিন হয়ে যাবে। দয়া করে নিচের ভিডিওটি দেখুন। আশাকরি সহযে বুঝে যাবেন।
আপনাদের কোন প্রশ্ন থাকলে টিউনমেন্ট করুন। আমি উত্তর দেয়ার চেষ্টা করব।
এরপরের পর্বে দেখানো হবে কি ভবে একটি সুন্দর গিগ দেয়া যায়।
ভাল থাকবেন। বিদায়।
আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।