এই বিষয়ে আজকেই আমার শেষ টিউন, ব্লেক অপশন অনেকটাই ফরেক্সের মতো, এখানে ফরেক্সের মতো ট্রেড করা যায়। তরে তার থেকে ভাল সুবিধা হচ্ছে এখানে বাইনারি অপমনে ট্রেড করা যা্য়।
এখানে আপনি একাউন্ট করলেই পাচ্ছেন ২৫ ডলার যা দিয়ে আপনি সহজেই ১০ টি ট্রেড করতে পারবেন,
তবে অসবিধা হচ্ছে এখানে প্রতিটা ট্রেড করতে হয় ১ ডলার দিয়ে। তা অটোভাবেই সিলেক্ট হয়ে থাকবে। এভাবে ১০ টি ট্রেড করলেই আপনার ব্যালেন্স থেকে ১০ ডলার কাটা যাবে, আপনি নিশ্চিত ভাবে ২৪ ঘন্টার ভিতরে আরও ১৫/২০ ডলার এই ইনকাম করতে পারবেন যা আপনার একাউন্টে ২৪ ঘন্টা পরে জমা হবে। এভাবে পরের দিন আবার ট্রেড করবেন, ২/৩ দিন পর তেকে আপনি ১৫ টা ট্রেড করতে পারবেন, এবং ভাল ইনকাম করতে পারবেন। ২৫ ডলার বাদে ৯০ ডলার হলে আপনি টাকা উঠাতে পারবেন। তারা আপনার টাকা মাসের ১৫ অথবা ২৯ তারিখে দিয়ে দিবে।
উপরে দেখেন আমার বর্তমান ব্যালেন্স
ব্ল্যাক অপশন নিয়ে এটাই আমার শেষ টিউন যদি কোন ভূল হয়ে থাকে তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আপনার নিশ্চিন্তে ট্রেড করুন আমি নিশ্চয়তা দিচ্ছি আপনি ভাল পরিমান টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। ইনশাআল্লাহ
নিচে ক্লিক করে ভিডিও দেখতে পারেন কিভাব একাউন্ট খুলতে হয়
আমি bikolpo। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Payment rcv korbo kisher maddhome…???