অনলাইন থেকে আয় করুন সহযে। [পর্ব-০১] :: ফাইবার একাউন্ট খুলার পদ্ধতি।

আপনারা সবাই কেমন আছেন। নিশ্চইয় ভাল।

আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আমরা কি ভাবে খুব সহযে আমরা অনলাইনে আয় করতে পারি এবং ফাইবারের অ্যাকাউন্ট তৈরি নিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে কাজ শুরু করি।

প্রথমেই আপনাকে চিন্তা করতে হবে আপনি কি বিষয় নিয়ে কাজ করবেন। আগে ঠিক করুন|

এক নজরে আমার অন্য টিউন গুলো :

১) আপনার উইন্ডোজকে Mac তৈরি করে ফেলুন, আর বন্ধুকে অবাক করে দিন।

২) আপনার পিসিকে মাইক হিসাবে ব্যবহার করুন।

৩)এবারে ফ্রি নেট চালান আপনার পিসিতে, Freebasics বা Internet.org মাধ্যমে।

৪) আপনার কথা শুনবে আপনার পিসি, এখন মাউস কিবোর্ড ছাড়াই পিসি চালান [প্রমান সহ]।

৫) অসাধারন ভাবে ফটোশপে আপনার বডি আকর্ষণীয় করে তুলুন।

৬) ফটোশপে টি-শার্ট ডিজাইন, টি-শার্ট ডিজাইনে এক্সপার্ট হয়ে যান।

৭) যে কোন ছবিকে কথা বলান, শুধু তাই নয় অ্যানিমেশনো তৈরি করুন সহযে।

যেমনঃ 

  • ওয়েব ডিজাইন,
  • গ্রাফিক্স ডিজাইন,
  • টাইপ
  • ইত্যাদি।

তাহলে ফাইবার নিয়ে নিয়ে আলোচনায় আসি।  এর জন্য

  • একটি পিসি একজন ব্যবহারকারী থাকবে।
  • সব সময় অ্যাক্টিভ থাকতে হবে।
  • বায়ার মেসেজ দিলে সাথে সাথে উত্তর করতে হবে
  • ইত্যাদি।

আমরা সামনে যে সব বিষয় নিয়ে আলোচনা করবঃ

  • ফাইবার একাউন্ট খোলা।
  • ফাইবার কাষ্টমাইজ করা।
  • গিগ তৈরি করা।
  • গিগ বিক্রি করার নিয়ম।
  • পেওনিয়ার একাউন্ট তৈরী
  • ফাইবার একাউন্টে পেওনিয়ার একাউন্ট সংযোগ করা
  • ফাইবার টু পেওেনিয়ার ডলার ট্রান্সফার
  • পেওনিয়ার টু ব্যাংক একাউন্ট ডলার ট্রান্সফার
  • টাকা উত্তলোন।

আজকের আমরা শিখব কিভাবে ফাইবার একাউন্ট খুলতে হয়ঃ

দয়াকরে নিচের ভিডিওটি দেখুন কারণ এটি একটি অ্যাডভান্স কাজ।এতে করে আপনারা সহযে বুঝতে পারবেন।

আরও বিভিন্ন বিষয়ে শিখার জন্য আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন।

আপনার কোন প্রশ্ন থাকলে আমাকে জানান। আমি উত্তর করার চেষ্টা করব।

ভাল থাকবেন।

Level 1

আমি মো আব্দুল মোমিন টুটুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 46 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 18 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগলো ভাইয়া 🙂

আপনাকে ধন্যবাদ । সাথেই থাকুন।

প্রথম পেওনিয়ার একাউন্ট তৈরি এবং কার্ড পাওয়া সম্পর্কে বিস্তারিত বললে ভালো হতো…

আপনার মন্তব্য এর জন্য ধন্যবাদ । এই বিষয়ে আমি বলার চেষ্টা করব। ভাই।

কোন Invest ছাড়া প্রতিদিন ১-৩ ডলার ইনকাম রেফারেল ইনকাম বাদ দিয়েই ।
বিস্তারিতঃ=
https://www.facebook.com/groups/343052802772919/

vai ami akjon student..techtunes site e new . intermediate 1st year e pori..ami online e ghore bose mashe ontoto 1000tk income korte chai mobile e..aita ki sombov vai.if you dont mind..

আপনার মন্তব্য এর জন্য ধন্যাবাদ। আমার মনে হয় এর জন্য পিসিই প্রয়োজন। কেননা বায়ার আপনাকে যে কাজ গুলো দিবে তা করতে তো পিসিই লাগবে।