ই-মেইল মার্কেটিং এর এ টু জেট

যারা ইমেইল মার্কেটিং শুরু করতে যাচ্ছেন তারা এই লিখাটি থেকে আশা করি ইমেইল মার্কেটিং সম্পর্কে প্রাথমিক ধারনা পাবেন :

ইমেইল মার্কেটিংয়ে ক্যারিয়ার এবং এর আদ্যোপান্ত একটা সময় ছিলো, যখন ক্রেতা তার প্রয়োজনীয় পণ্যের বিক্রেতাকে খুঁজে বের করতো। কিন্তু বর্তমানে বিজনেস পলিসি ভিন্ন। বিক্রেতাই বরং ক্রেতার দ্বারে দ্বারে পৌঁছে যাচ্ছে। ব্যবসায়ী জগতে এ পরবর্তিত পদ্ধতিগুলোর গুরুত্বপূর্ণ একটি হলো ইমেইল মার্কেটিং। তাই ব্যবসায়ী এবং ফিল্যান্সিং জগতে ইমেইল মার্কেটিং এর চাহিদা হু-হু করে বাড়ছে। দক্ষ ইমেইল মার্কেটারদের এখন সোনালী যুগ চলছে। ইমেইল মার্কেটিং: আমাদের দেশে দোকানে বা অফিসে বসার অভিজ্ঞতা সবারই আছে। আপনি দেখে থাকবেন, নিয়মিতভাবে বিভিন্ন লোক বিভিন্ন পণ্য বিক্রয় করার জন্য আপনাকে ওই পণ্যের গুনগান বলতে থাকে। উদ্দেশ্য আপনাকে আগ্রহী করে তোলে। ফলে আপনার যদি পণ্যটা ভালো লাগে তবে কিনে নেন। ঠিক একইভাবে ইমেইল মার্কেটিং হচ্ছে একটা চিঠির মাধ্যমে গ্রাহকের কাছে পণ্যর গুণাগুণ তুলে ধরে, তাকে ওই পন্য কিনতে আগ্রহী করে তোলা। এবং পন্যটি বিক্রয় করার ব্যবস্থা করে দেয়া। শুধু শর্ত হচ্ছে আপনাকে কোম্পানীর থেকে অনুমোদন নিতে হবে এবং চিঠিগুলো হতে হবে ভার্চুয়াল অর্থাৎ ওয়েব থেকে পাঠাতে হবে। মনে করুন, আপনার চিঠি (যাকে ওয়েব জগতে ইমেইল বলে) পেয়ে গ্রাহক/ক্রেতা আগ্রহী হয়ে পণ্যটি কিনে নিল। তবে কোম্পানী সাথে সাথে আপনার একাউন্টে তার পণ্য বিক্রয়ের একটা নির্দিষ্ট কমিশন পাঠিয়ে দিবে। এটাকেই বলে আর্নিং বাই ইমেইল মার্কেটিং। এটা জাষ্ট একটা মাধ্যম। কোম্পানী হয়তো আপনার সাথে বিক্রয়ের চুক্তি না করে ঘন্টাভিত্তিক চুক্তি করতে পারে। যেমন ধরুন, তারা আপনাকে হায়ার করলো প্রতি ঘন্টায় ১০ ডলার রেটে। শর্ত এই যে, আপনি উক্ত কোম্পানীর জন্য ইমেইল ক্যাম্পিং করবেন। তাছাড়াও শুধুমাত্র ইমেইল টেমপ্লেট ডিজাইন করে কিংবা ইমেইল এড্রেস কালেক্ট করেও প্রচুর টাকা আয় করা যায়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ইমেইল টেমপ্লেট ডিজাইন এবং ইমেইল সংগ্রহের প্রচুর কাজ পাওয়া যায়।

ইমেইল মার্কেটিং সাধারণত তিনটি ধাপে হয়ে থাকে:

১। লেটার এবং ইমেইল টেমপ্লেট :

প্রথমে আপনাকে একটা ইমেইল মার্কেটিং এর জন্য চিঠি বা ইমেইল টেম্পলেট বানাতে হবে। এক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে যে, আপনার চিঠিতে যে পণ্যটি সম্পর্কে লিখবেন সেটি দেখতে কেমন হবে। যাকে পাঠাচ্ছেন সে কিভাবে নিবে। আপনার চিঠির ভাষায় তিনি কি বিরক্ত হবেন? আপনার ইমেইলে কি বিরক্তিকর লিখা লিখেছেন? নাকি আপনার চিঠি পেয়ে তার আগ্রহ বাড়বে। এই বিষয়গুলো আপনার বিবেচনায় আনতে হবে। ইমেইল টেমপ্লেটটা যেন দেখতে সুন্দর হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। বর্তমানে অনেকে মোবাইল ডিভাইস থেকে মেইল চেক করে। তাই টেমপ্লেটটি রেসপন্সিভ হলে সুবিধা হয়। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে প্রচুর পরিমাণ রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট ডিজাইনের কাজ পাওয়া যায়। ভাল রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট তৈরি করে থিমফরেষ্টেও বিক্রি করা

ইমেইল টেমপ্লেট এডিট করে যে ভাবে তৈরি করবেনঃ-
আমার কাছে অনেক জানতে চেয়েছে কিভাবে ইমেইল টেমপ্লেট সহজভাবে বানানো যায়। তাদের জন্য বলছি আপনারা এইচ টি এম এল(html) ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইল টেমপ্লেট তৈরি করতে পারেন। টেমপ্লেট এডিট করে নতুন টেমপ্লেট তৈরির জন্য আগে তৈরিকৃত এইচটিএমএল (html)ইমেইল টেমপ্লেট দরকার। আপনি Google থেকে বিভিন্ন ক্যাটাগরির এইচটিএমএল ইমেইল টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারেন বা কাওকে দিয়ে বানিয়ে নিতে পারেন (যে এইচটিএমএল(html) ও সিএসএস (CSS) জানে)।

এইচ টি এম এল (html) ইমেইল টেমপ্লেট এডিট করে নতুন ইমেইল টেমপ্লেট তৈরি করতে আপনাকে তেমন কোন এইচ টি এম এল(html), সি এস এস (CSS)বা ফটোশপের উপর জ্ঞান থাকতে হবে না। শুধু কোন কিছু পরিবর্তন বা সংযোজন করতে পারলেই হবে। বিষয়টা এমন যে পুরনো পোশাক পাল্টে নতুন পোশাক পরিয়ে দেওয়ার মত। ধরুন, নেইমার যেমন জার্সি পরিবর্তন করে কখনো বার্সেলোনা কখনো বাজ্রিল,সাকিব আল হাসান যেমন জার্সি পরিবর্তন করে কখনো বিগ ব্যাশ,কখনো কলকাতার জার্সি আবার কখনো বাংলাদেশের। মানে জার্সি পরিবর্তন হইছে ঠিকই প্লেয়ার কিন্তু একজনই। ঠিক তেমনই ইমেইলটেমপ্লেট একটাই শুধু কোনটেন্ট(লেখা, ইমেজ ইত্যাদি) পরিবর্তন করতে হবে

আপনি শুধু তা এডিট করবেন, মানে ঐ এইচটিএমএল ইমেইল টেম্পলেটে যে ছবি ও লিখা আছে তা পরিবর্তন করে আপনি আপনার ছবি ও লিখা যুক্ত করবেন। ফন্ট পরিবর্তন করতে পারবেন, কালার পরিবর্তন করতে পারবেন, লিংক এড করতে পারবেন ইত্যাদি। এই ভাবে সহজেএইচটিএমএল(html) ইমেইল টেম্পলেট তৈরি হয়ে যাবে কোন পরিশ্রম ছাড়াই। তাছাড়া আপনার পছন্দ মত আপনি যেমন খুশি তেমন কিছু সংযোজন বা পরিবর্তন করতে পারবেন।
এখন অনেক আমাকে বলবেন ভাই ইমেইল টেমপ্লেট তো এডিট করে তৈরি করলাম বিক্রি করব কথায়। হ্যা আপনি যদি ভাল ইমেইল টেমপ্লেট ডিজাইন করতে পারেন তাহলে অনেক জায়গা ই বিক্রি করতে পারেন। যেমন Odesk,Elance, Freelancer, MailChimp, Fiverr, peopleperhou ইত্যাদি এই সাইট গুলোতে আপনি ইমেইল টেমপ্লেট Design করে দিয়ে অথবা বিক্রি করে ভাল আয় করতে পারবেন। আশা করি আপনারা যদি ভাল করে ইমেইল টেমপ্লেট এডিট করে অথবা ইমেইল টেমপ্লেট Design করতে পারেন তাহলে অললাইনে ভাল আয় করা সম্ভব।

ম্যানুয়েলি ইমেইল ডিজাইন কোডিং করা খুব সহজ কাজ নয়, ইমেইল টেম্পলেট ডিজাইন করার সময় টেবল, ইনলাইন সি এস এস, রেস্পন্সিভ করতে হয় এবং বিভিন্ন টাইপের ইমেইল ক্লায়েন্ট, ওয়েব মেল সার্ভিস এর জন্য টেম্পলেট টিকে সামঞ্জস্যপূর্ণ করতে হয়।

এই প্রসেসটিকে সহজ করার জন্য এখন অনেক ফ্রি ওপেন সোর্স ইমেইল টেম্পলেট পাওয়া যায়। এই টেম্পলেটগুলি ডাউনলোড করুন আর নিজের পছন্দ মতো মডিফাই করুন বা মন ছুঁয়ে যাওয়ার মতো কনটেন্ট দিয়ে সাজিয়ে নিন।

আজ এখানে ২৫টি সাইটের বর্ণনা দিচ্ছি যেখান থেকে ফ্রি ইমেল টেম্পলেট ডাউনলোড করতে পারবেন।

বর্তমানের শেরা অফার আপনাদের জন্য

Send With Us

Send with Us হচ্ছে ওপেন সোর্স এবং রেস্পন্সিভ ইমেইল টেমপ্লেট এর জন্য একটি কমিউনিটি-ড্রাইভেন সাইট। এখানে বিভিন্ন সাব-টেমপ্লেট সহ ১০ টি টেম্পলেট পাওয়া যায়, যেগুলো নির্দিষ্ট কিছু উদ্দেশ্যের জন্য ব্যবহার করা জায়, যেমনঃ জরিপ, ইমেল, upselling, নিশ্চিতকরণ ইত্যাদি।

Salted

Salted একটি রেস্পন্সিভ এইচটিএমএল ইমেইল টেমপ্লেট।যেটি একটি ইমেল টেমপ্লেট জন্য একটি বেস হিসাবে ব্যবহার করা যেতে পারে।এই ক্লিন টেমপ্লেটটি Litmus এ ইমেইল নিউজলেটার হিসেবে ব্যবহার করা হয়.

Cerberus

Cerberus একটি রেস্পন্সিভ ইমেইল প্যাটার্ন যেটি দিয়ে আপনি খুব সহজেই একটি রেগুলার ইমেইল টেম্পলেটকে রেস্পন্সিভ এ পরিবর্তিত করতে পারেন। এখানে দুই ধরনের টেম্পলেট আছে।একটি মিডিয়া কোয়েরি দিয়ে আর অন্যটি মিডিয়া কোয়েরি ছাড়া ফ্লুয়িড লেয়াউট এর জন্য।

Responsive HTML Email Template

এখানে এইচটিএমএল ইমেল টেমপ্লেট দুই ধরণের আছে, একটি inlined সংস্করণ এবং অন্যটি inlined ছাড়া সংস্করণ। যেটি Mailchimp এর মতো একটি মার্কেটিং সার্ভিস এ ব্যবহার করা যেতে পারে। এই ইমেইল টেমপ্লেট মেজর ইমেইল ক্লায়েন্টগুলোতে এবং মোবাইল এবং ডেস্কটপ উভয়ে পরীক্ষা করা হয়েছে।

Email Blueprints

আপনি এখানে প্রায় ২৫ টি সাধারণ টেমপ্লেট এবং ৬ টি রেস্পন্সিভি ইমেইল টেমপ্লেট পারেন, যেগুলো বিশেষ করে Mailchimp ব্যবহারকারীদের জন্য নির্মিত করা হয়েছে।

Shopify HTML Email Templates

এখানে আপনি ১০ টি টেম্পলেট খুঁজে পাবেন। এই টেম্পলেটগুলোর মধ্য নতুন ব্যবহারকারীদের স্বাগত জানানো, অ্যাকাউন্টের অ্যাক্টিভেশন,শিপিং আপডেট, পাসওয়ার্ড রিসেট করুন, রিফান্দ বিজ্ঞপ্তি, এবং আরও অনেক কিছু পাবেন।

Respmailএকটি ইমেইল টেম্পলেট যেটি প্রধান প্রধান ডিভাইস এবং ইমেল প্ল্যাটফর্মের উপর কাজ করার জন্য ডিজাইন করা। এই টেমপ্লেটটি, MailChimp blueprints এর বেস হিসেবে ব্যবহারের জন্য
এবং এটি পরীক্ষিত। এটি আউটলুক, ইয়াহু, হটমেইল, জিমেইল এবং সার্ভিসগুলোর জন্য পুনরায় গঠিত।

Transactional Email Templates

লেনদেন এর জন্য একটি রেসপন্সইভ ইমেল টেমপ্লেট। আপনি এখানে ৩ টি ইমেইল টেমপ্লেট পাবেনঃ একশন ইমেইল, ইমেইল এলার্ট এর জন্য এবং বিলিং এর  জন্য। টেমপ্লেট গূলো জনপ্রিয় সব ক্লায়েন্ট এ টেস্ট করা।

Antwort

Antwort আপনাকে রেসপন্সিভ ইমেইল টেমপ্লেট তৈরিতে সাহায্য করে।

Email Framework

Email Framework আপনাকে রেসপন্সভ ইমেইল টেমপ্লেট তৈরির জন্য প্রি-বীল্ড কম্পোনেট তৈরী করে রেখে দেয়। এটি তার টেমপ্লেটে boilerplate.html যোগ করে দেয়। এটি একটি html ফাইলের বেস যা ইচ্ছে মতো এডিট করা যায়।

Ink

Ink এমন একটি ফ্রেমওয়ার্ক যা দিয়ে আপনি একটি দ্রুত রেসপন্সইভ এইচটিএমএল ইমেইল বিল্ড করতে পারেন। যেটি যে কোনো ডিভাইসের উপর বা যে কোন ইমেইল ক্লায়েন্টের জন্য কাজ করবে। Ink দ্রুত প্রোটোটাইপিং এর জন্য কিছু UI উপাদান সঙ্গে একটি ১২ টি কলাম গ্রিড অন্তর্ভুক্ত করে।

Responsive Email Patterns

Responsive Email Patterns রেসপন্সিভ ইমেইল টেম্পলেট এর জন্য প্যাটার্ন এবং মডিউল এর একটি দারুণ কালেকশন। এখানে আপনি ন্যাভিগেশন, লিস্ট, গ্রিড ব্লক, মিডিয়া, accordions ও লেয়াউটের জন্য বিভিন্ন ধরণের স্টাইল খূজে পাবেন।

Zenith

Zenith এমন এক ইমেইল ফ্রেমওয়ার্ক যা SASS দিয়ে তৈরি। এতে রেস্পন্সিভ গ্রিড, সহজে কন্ট্রোল করার মতো লেয়াউট, কালার স্কিম, টাইপোগ্রাফি এবং SASS এর অন্যান্য ভেরিয়েবল রয়েছে।

Responsive Email

এটি একটি টেবিল বেইস রেসপন্সিভ ইমেইল টেম্পলেট। যদিও এখানে শুধুমাত্র একটি টেমপ্লেট আছে, তারপরেও আপনি অনেক লেআউট অপশন পাবেন সঙ্গে নিজের কিছু আপ করতে পারবেন।

Passion

Passion রি ডিজাইন করা রেস্পন্সিভ সাপোর্ট করা ইমেইল টেম্পলেট।

Responsive HTML email templates

এখানে তিনটি রেস্পন্সিভ ইমেইল টেম্পলেট আছে আর এগুলো সব মেজর ক্লায়েন্ট সাপোর্ট করে। আর এই টেম্পলেট গুলো ভিন্ন ভিন্ন কালার স্কিমের।

Slate

৫ টি ইমেইল টেম্পলেট যেগুলো ৩০ টির বেশি ইমেইল ক্লায়েন্ট এ টেস্ট করা। এই টেম্পলেট গুলো পণ্য আনাউন্সমেনট, সাধারণ এনাউন্সমেনট, একটি নিউজলেটার টেম্পলেট, একটি প্রাপ্তির এবং অন্যটি বেসিক টেম্পলেট।

Cakemail 

Cakemail কয়েক ডজন ফ্রি রেটিনা-রেডি নিউজলেটার টেমপ্লেট প্রভাইড করে। এখানে ৬ টি ক্যাটাগরির আছে। আপনি চাইলে শুধু পপুলার সেকশনগুলো দেখতে পারে। এছাড়াও আপনার টেম্পলেট টি ডাউনলোড করার আগে একটি কালার স্কিম পছন্দ করে নিতে পারেন।

Penrose

এটি একটি ফ্ল্যাট ইমেইল টেম্পলেট যেটি প্রায় সব ইমেইল ক্লায়েন্ট সাপোর্ট করে।

Responsive Email

আপনি কি খুব সহজ কিছু চান? শুধুই বেসিক? তাহলে বলবো আপনি পেয়ে গেছেন।আপনি আপনার নিজের ব্যবহারের জন্য এই ইমেইল টেমপ্লেট সেট করতে তিনটি ধাপ অনুসরণ করুন।

WDW

এখানে আপনি দুই ধরনের টেম্পলেট পাবেন। একটি সপ্তাহের আপডেট পাওয়ার জন্য টেম্পলেট অন্যটি সাইন আপ করার টেম্পলেট।

Mosaico

Mosaico একটি ওপেন সোর্স ইমেইল টেম্পলেট এডিটর এবং এখানে আপনি দুই টি ফ্রি ইমেইল টেম্পলেট পাবেন। এই টেম্পলেটগুলো আপনি আপনার ইচ্ছে মতো এডিট, ড্রাগ এবং ড্রপ করতে পারবেন।

Postmark Templates

Postmark templates এর তিনটি টেম্পলেট এখানে পাবেন। ওয়েলকাম টেম্পলেট, রিসেট পাসওয়ার্ড ইমেইল এবং রিসিপট ইমেইল।

Bella

Bella একটি ক্লিন, ব্রাইট এবং মডার্ন ও বিভিন্ন ভাবে ব্যবহারের জন্য ফ্রি ইমেইল টেম্পলেট। এটি HTML এবং PSD এই দুই ফরম্যাটে পাওয়া যায়।

Campaign Monitor

Campaign Monitor এ আপনি ১০০ এর উপর টেম্পলেট ডাউনলোডের জন্য পাবেন।

২। ইমেইল কালেক্ট করা : বর্তমানের শেরা অফার আপনাদের জন্য ১ সপ্তাহ কাজ করে দেখেন ১০০% আয় আসবেই

ইমেইল মার্কেটিং এর অন্যতম একটি কাজ হলো প্রচুর পরিমাণ ইমেইল কালেক্ট করা। কারণ এই ইমেইল এড্রেসগুলোতেই আপনি পণ্য সম্পর্কে আপনার বক্তব্য পাঠাবেন এবং তাকে ক্রয় করার জন্য উৎসাহিত করবেন। যত বেশি ইমেইল সংগ্রহ করা যাবে বিক্রির সম্ভাবনা তত বেশি হবে। ইমেইল এড্রেস কালেক্ট কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল : * যারা নিয়মিত আপনার ব্লগ পড়ে তাদের থেকে সাবস্ক্রাইবের মাধ্যমে ইমেইল এড্রেস কালেক্ট করুন। এবং অনুমতি নিয়ে নিন ভবিষ্যতে হয়তো আপনি ইমেইলে পাঠাতে পারেন। * একটা ব্লগ কনটেষ্ট আয়োজন করুন। এবং মেইলগুলো সংগ্রহে রাখুন। * আপনার ব্লগের পাশে একটা বিজ্ঞাপন দিন “যদি কেউ আপডেট নিউজ এবং বিভিন্ন কোম্পানীর অফার পেতে চায় তবে যেন মেইল এড্রেস ড্রপ করে”। * টুইটারে টুইট দিন এবং লোকদের ইনভাইট করুন। কোম্পানীর লেটেষ্ট নিউজ এবং অফার জানতে চায় তবে যেন তাদের মেইল এড্রেস ড্রপ করে। অবশ্যই আপনার সাইনআপ ফরমের লিংক দিয়ে দিবেন। * আপনি ব্লগের জন্য ওয়ার্ডপ্রেস ইউস করেন; তাহলে আপনি ইমেইল কালেক্টটিং প্লাগইনস ইউস করুন। তাছাড়াও বিভিন্নভাবে অনলাইন থেকে মেইল এড্রেস কালেক্ট করা যায়।

আমার দৃষ্টিতে ইমেইল মার্কেটিং সবচেয়ে গুরুত্ব হল লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং। কারণ, আপনার যদি ইমেইল এড্রেস না থাকে ইমেইল পাঠাবেন কাকে ??

লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং হল ইমেইল অ্যাড্রেসের লিস্ট তৈরি করা। যা আপনি বিভিন্নভাবে সংগ্রহ করতে পারেন।

তবে মূলত লিস্ট বিল্ডিং বা ইমেইল লিস্ট বিল্ডিং দুই পদ্ধতিতে সংগ্রহ করা হয়ে থাকে। একটি হল হোয়াট হ্যাট মেথড এবং আরেকটি হল ব্ল্যাক হ্যাট মেথড।

হোয়াট হ্যাট মেথড হল একটা বৈধ সিস্টেম। সহজ ভাষায়, আপনি কোন ব্যক্তির ইমেইল অ্যাড্রেসে ইমেইল পাঠানোর আগে তার কাছ থেকে অনুমতি নিয়ে নেওয়া।

ব্ল্যাক হ্যাট মেথড বা হারবেস্টিং মেইল সংগ্রহের পদ্ধতি হল কোন সফটওয়্যার বা বিভিন্ন সূত্র ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস খুজে বের করা। যা আসলে বৈধ কোন সিস্টেম না।

যেহেতু ইমেইল লিস্ট বিল্ডিং খুব গুরুত্ব একটি বিষয়, সেহেতু এই পর্বটিতে আমি দুই পর্বে ভাগ করেছি। এই পর্বে থাকবে ব্ল্যাক হ্যাট মেথড এর কিছু পদ্ধতি এবং আগামী পর্বে থাকবে হোয়াট হ্যাট মেথড এর সকল পদ্ধতি সাথে আরও বিশেষ কিছু।

শুধু তাই না বোনাস হিসাবে থাকছে আরেকটা স্পেশাল পদ্ধতি, যে পদ্ধতিতে আপনি হারবেস্টিং (ব্ল্যাক হ্যাট মেথড) করা ইমেইলকে অপ-টিন (হোয়াট হ্যাট মেথড) করতে পারবেন !!!

বর্তমানের শেরা অফার আপনাদের জন্য ১ সপ্তাহ কাজ করে দেখেন ১০০% আয় আসবেই কোন প্রকার সাহায্য লাগলে টিউমেন্ট করতে পারেন।

৩। লিস্ট বিল্ডিং করার কিছু ব্ল্যাক হ্যাট পদ্ধতি

সবার আগে আমি বলে নিতে চাই যে, ব্যক্তিগত ভাবে আমি ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য কোন ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করি না। তারপরও আপনাদের অনুরোধে কিছু ব্ল্যাক হ্যাট মেথড ব্যবহার করে ইমেইল অ্যাড্রেস বের করার পদ্ধতি দেখাচ্ছি।

ইমেইল লিস্ট বিল্ডিং করার জন্য অনেক অনেক ব্ল্যাক হ্যাট মেথড রয়েছে। তারমধ্য থেকে ৫টি পদ্ধতির বর্ণনা করছি।

প্রথম মেথড :- প্রথমে আপনি আপনার জীমেইল এড্রেসে প্রবেশ করুন। তারপর আপনি আপনার কন্টাক্ট অপশনে চলে যান। কন্টাক্ট অপশন থেকে যে কোন একটি লিস্ট সিলেক্ট করে নিন। তারপর লিস্টে বিদ্যমান সকল ইমেইল সিলেক্ট করে অপশন থেকে এক্সপোর্টে ক্লিক করুন। সেখান থেকে সিলেক্ট অল কন্টাক্ট সিলেক্ট করে সকল ইমেইল লিস্ট এক্সপোর্ট করুন ও সেভ করুন আপনার হার্ডডিস্কে। আপনার সেভ করা ফাইলটি হবে .csv ফরম্যাটে। এভাবে আপনি আপনার জীমেইল আকাউন্ট থেকে ইমেইল লিস্ট করতে পারেন এবং আপনি বন্ধু বা পরিচিত মানুষের জিমেইল অ্যাকাউন্টে থাকা কন্টাক্ট অপশন থেকে তাদের ইমেইল লিস্ট করতে পারেন। এই পদ্ধতিতে আপনি চাইলে ইয়াহু মেইল, হট মেইল থেকেও ইমেইল এড্রেস কলেক্ট করতে পারেন।

দ্বিতীয় মেথড :- আপনি যে কেন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেস খুজে পেতে পারেন। যা খুব সহজ ও খুবই কার্যকরী। এই জন্য আপনাকে যা করতে হবে তা হল যে ব্যক্তির নাম দিয়ে আপনি খুজতে চাচ্ছেন তার নাম + ইমেইল লিখে গুগলে সার্চ দিন এবং সার্চ রেজাল্টকে সিলেক্ট (ctrl+A) করে কপি করে নিন। তারপর এই “http:// eel.surf7.net.my” ওয়েবসাইটে ওপেন করুন। ওয়েবসাইটি মূলত ব্যবহার করা হয় ইমেইল এক্সক্রাক্ট হিসাবে ব্যবহার হয়ে থাকে। যেখানে অনেক ডাটা ভিতর থেকে শুধু ইমেইল গুলোকে খুজে বের করে আপনার সামনে বের করবে। আলাউদ্দিনের জাদুর প্রদীপের দৈত্য যেমন চাওয়া মাত্র সব হাজির করত ঠিক তেমনি আপনিও কাঙ্খিত নামে ব্যক্তি ইমেইল পেয়ে যাবেন। এখন যা করতে হবে তা হল কপি করা সার্চ রেজাল্টকে “http:// eel.surf7.net.my” ওয়েবসাইট এর ইনপুট এড্রেস অপশনে পেস্ট করে দিন এবং এক্সক্রাক্টে ক্লিক করেন। এক্সক্রাক্টে ক্লিক কারার পর আঊটপুট অপশনে চলে আসবে কাঙ্খিত নামে ব্যক্তি ইমেইল এড্রেস। এভাবে আপনি যে কেন ব্যক্তির নাম দিয়ে ইমেইল এড্রেস খুজে বের করা যায়।

তৃতীয় মেথড :- একটা ওয়েবসাইটের নাম বলছি যেটার নাম হল skymem.com ।এই ওয়েবসাইটটিকে বলতে পারেন মোটামুটি ভালোই। কারণ, যারা ব্ল্যাক হাট মেথড ব্যবহার করবেন তারা অন্তত এই পদ্ধতি জানতে পারবেন যে আপনি কার বা কোন প্রতিষ্ঠানের ইমেইল অ্যাড্রেস কালেক্ট করছেন। এই ওয়েবসাইটটিতে প্রতি মাসে তাদের নিজেস ইমেইল কালেক্ট টিম সংগৃহীত ইমেইল লিস্ট এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়। প্রতি মাসে প্রায় ৫০ হাজারেও বেশি ইমেইল অ্যাড্রেস পাওয়া যাবে। প্রথমে আপনাকে যা করতে হবে তা হল skymem.com ওপেন করুন এবং বর্তমান মাসের ইমেইল লিস্টটি একটি নতুন উইন্ডোতে ওপেন করুন। তারপর দেখুন অনেক গুলো ইমেইল লিস্ট দেখতে পাবেন। সেখান থেকে ওপেন করুন একটি একটি করে আর আপনার চোখের সামনে হাজির হবে হাজার হাজার ইমেইল অ্যাড্রেস এবং তার সাথে তাদের নাম বা প্রতিষ্ঠানের নাম ও ঠিকানা।

কিন্তু নরমাল্লি ওই ইমেইল অ্যাড্রেসগুলো আপনি সহজে কপি করতে পারবেন না। আপনাকে যা করতে হবে তা হল সবগুলো ইমেইল অ্যাড্রেসকে সিলেক্ট করতে হবে এবং মাউসের বামবাটনটি চেপে এই ওয়েবসাইটের হোমেপেজের এক্সক্রাক্ট করার জাইগায় ছেড়ে দিতে হবে। তারপর আর কি ওখান থেকে কপি করে এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে পাস্ট করে সেভ করুন। ব্যস পেয়ে গেলেন কাঙ্ক্ষিত ইমেইল অ্যাড্রেসের বস্তা……।।

চতুর্থ মেথড :- লিঙ্কডিন এই ওয়েবসাইটেরসম্পর্কে আপনারা সবাই জানেন যে এটি একটি বিজনেস নেটওয়ার্ক সাইট। আমি পার্সোনাল ভাবে মনে করি ফেসবুক, টুইটার এর চেয়ে লিঙ্কডিন অনেক বেশী ট্রাস্টফুল মনে হয়। কারণ, লিঙ্কডিনে যাদের প্রোফাইল আছে তারা আসলে তাদের কাজ বা বিসনেজ রেলেটেড সত্যিকার বিষয় নিয়ে আকাউন্ট তৈরি করে থাকে। ফেসবুক বা টুইটারের মত ভুয়া আকাউন্ট কম থাকে। তাই আমি বলবো আপনারা লিঙ্কডিন থেকে মোটামুটি টারগেটেড ইমেইল এড্রেস খুজে পাবেন। এখন আমি আপনাদের বলবো কিভাবে খুব সহজে লিঙ্কডিন থেকে ইমেইল এড্রেস বের করতে হবে। আমি আপনাদের একটি সূত্র বলে দিচ্ছি তা হল

site:uk.linkedin.com/in/ “gmail.com” OR “yahoo.com” OR “ymail.com” OR “msn.com” OR “hotmail.com” OR “mac.com” OR “ovimail.com” OR “verizon.com” OR “aol.com” OR “mail.com” “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”

এই সূত্র ব্যবহার করার নিয়ম বলছি। এখানে যা আছে তা আপনি কোন পরিবর্তন করবেন না। শুধু যা পরিবর্তন করবেন তা হল, যে দেশের ইমেইল অ্যাড্রেস প্রয়োজন সেই দেশের দুই অক্ষরের শর্ট নাম দিন। মানে এখানে আছে “UK” আপনি যদি আমেরিকান ইমেইল লিস্ট চান তাহলে আপনি ঔ জায়গায় লিখুন “US”।

আরেকটা বিষয় হল, আপনি যে যে কীওয়ার্ড এর ইমেইল অ্যাড্রেস পেতে চান সেই কীওয়ার্ড গুলো পরিবর্তন করলেই হবে। মানে এখানে আছে “photographer” OR “photographers” OR “photographers wedding” OR “photographers engagement” OR “Photo Shop Wedding & Portrait Photographer”আপনি যদি ডাক্তারদের ইমেইল লিস্ট চান তাহলে আপনি ঔ জায়গায় লিখুন “doctor” ও ডাক্তারদের সাথে সম্পর্কযুক্ত কীওয়ার্ড গুলো ব্যবহার করলেই হবে।

এখান আসি কিভাবে ইমেইল অ্যাড্রেস বের করবেন তা বলছি, প্রথমে সূত্রটি আপনার পছন্দমত দেশ ও কীওয়ার্ড পরিবর্তন করে তা কপি করুন এবং গুগলে সার্চ দিন। সার্চ রেজাল্ট যা আসবে তা কপি করে “http://eel.surf7.net.my” ওয়েবসাইট ওপেন করে ইনপুট এড্রেস অপশনে পেস্ট করে দিন এবং এক্সক্রাক্টে ক্লিক করেন। এক্সক্রাক্টে ক্লিক কারার পর আঊটপুট অপশনে চলে আসবে কাঙ্খিত দেশ ও কীওয়ার্ড ইমেইল এড্রেসের সম্ভার।এখান থেকে ইমেইল অ্যাড্রেস কপি করে এম এস ওয়ার্ড বা এম এস এক্সেলে পাস্ট করে সেভ করুন। ৫টার ভিতর এটা খুব ভাল পদ্ধতি যা আমার কাছে মনে হয়।

পঞ্চম মেথড :- এখান যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করব তা হল একটি সফটওয়্যার “Atomic Email Hunter”। আমি আসলে আপনাদের সফটওয়্যারের সাপোর্ট একদমই করি না। কিন্তু এই সফটওয়্যারটা অন্যান্য সফটওয়্যারের চেয়ে মোটামোটি ভাল। এই সফটওয়্যার দিয়ে আপনি যে কোন ওয়েবসাইট বা যে কোন কীওয়ার্ড সার্চ দিলে পেয়ে যাবেন অসংখ্য ইমেইল এড্রেসের ভাণ্ডার।

৪। লিস্ট বিল্ডিং করার কিছু টিপস ও পরামর্শ :- যতটা সম্ভব আপনি চেষ্টা করবেন ব্ল্যাক হ্যাট মেথড না ব্যবহার করার জন্য। তারপর ও যারা ফ্রীলাঞ্চিং করবেন তাদের অনেক সময় বাল্ক ইমেইল সেন্ডিং করার জন্য অনেক ইমেইল অ্যাড্রেস প্রয়োজন করবে তাদের জন্য এই ব্ল্যাক হ্যাট মেথড। কিন্তু যারা অ্যাফেলিয়েট মার্কেটিং করবেন বা নিজের কোন প্রোমোশন করবেন তারা এই ব্ল্যাক হ্যাট মেথড গুলো ব্যবহার করবেন না। তারা অবশ্যয়ই হোয়াট হ্যাট মেথড গুলো ব্যবহার করবেন।

৩। ইমেইল ডেলিভারী :

ইমেইল মার্কেটিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ ধাপ হলো ইমেইল ডেলিভারী করা। ইমেইলগুলো ডেলিভারী বা পাঠানোর জন্য SMTP (simple mail transfer protocol) সার্ভার প্রয়োজন। সাধারন ভাবে আমরা মেইল পাঠানো জন্য যে সাইটগুলো ব্যবহার করি যেমন Verizon, Comcast, AOL, Gmail, Yahoo, GoDaddy, Earthlink ইত্যাদি। এই সাইটগুলো আপনাকে বেশি পরিমাণ মেইল একদিনে পাঠাতে দিবে না। অথচ আপনাকে হয়তো প্রতিদিন হাজার হাজার মেইল বা লক্ষ মেইলও পাঠাতে হবে। তাই নিজে SMTP সার্ভার কিনে সেটআপ করে যত ইচ্ছা পাঠাতে পারবেন। একজন সফল ও ভালো মানের ইমেইলে মার্কেটার হতে হলে অবশ্যই আপনার একটি ভালো মানের SMTP সার্ভার প্রয়োজন হবে। SMTP সার্ভার কিনে নেয়াই সবচেয়ে উত্তম। যদিও বিভিন্ন রেসটিকশন সহকারে ফ্রি সার্ভার পাওয়া যায়, তবে এগুলোতে ঝামেলা লেগেই থাকে। প্রফেশনাল ইমেইল মার্কেটাররা কখনই ফ্রি সার্ভার ব্যবহার করে না। আপনি এই SMTP সার্ভার বিভিন্ন ভাবে পেতে পারেন। কোন কোম্পানী থেকে স্পেস ভাড়া নিয়ে করতে পারেন। আবার নিজস্ব পিসি থেকেও করতে পারেন। ইমেইল সেন্ডিংয়ের জন্য আপনি যে কোন ইমেইল ব্লাষ্টিং সফটওয়্যার ডাউনলোড করে কাজ চালিয়ে নিতে পারেন।আপাতত Constant Contact, MailChimp, ExactTarget, Emma Mail, AWeber, InfusionSoft সাইট থেকে কাজ চালাতে পারেন। ইমেইল ডেলিভারী দেওয়ার আগেই অবশ্যই স্পাম আইনগুলো জেনে নিবেন।

বর্তমানের শেরা অফার আপনাদের জন্য ১ সপ্তাহ কাজ করে দেখেন ১০০% আয় আসবেই কোন প্রকার সাহায্য লাগলে টিউমেন্ট করতে পারেন।

যোগাযোগ করতে পারেন skype smsabuj

 

Level 0

আমি রেজাউল করিম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস