আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (প্রথম পর্ব) - অ্যাকাউন্ট তৈরি
আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (দ্বিতীয় পর্ব) – অ্যাফিলিয়েট লিংক এবং ডিপ লিংক তৈরি
আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (তৃতীয় পর্ব) – ইপিএনে কিভাবে ট্রাফিক মেথড অ্যাড করবেন?
আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z (চতুর্থ পর্ব) – EPN ড্যাশবোর্ড পরিচিতি।
বিসমিল্লাহির রাহ-মানীর রাহিম।
"আলিএক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং A to Z" চেইন টিউনের পঞ্চম পর্বে আপনাকে স্বাগতম।
গত কয়েক পর্বে দেখিয়েছিলাম ইপিএনের ড্যাশবোর্ড পরিচিতি।আজকের টিউনে দেখাবো কিভাবে EPN এ ট্র্যাফিক মেথড অ্যাড করবেন?
আমার মনে হয় ট্র্যাফিক মেথড এর বিষয়টা বুঝতে পারেন নি।চলুন একটু ক্লেয়ার করি।সাপোজ আপনি আলিএক্সপ্রেসের কোন প্রোডাক্ট এর অ্যাফিলিয়েট লিংক ক্রিয়েট করলেন। এখন চাচ্ছেন এই লিংকটা ইউটিউব ভিডিও মার্কেটিংএর মাধ্যমে প্রোমোট করতে।যেই প্রোডাক্টটি প্রোমোট করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটির উপর ভিডিও বানানো শেষ করেছেন।এখন এই ভিডিওটা আপনার চ্যানেলে আপলোড দিলেন এবং ভিডিওর ডেসক্রিপশানে আপনার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে দিলেন।
এখন আপনি যেই চ্যানেলে ভিডিওটি আপলোড করেছেন সেই চ্যানেলের লিংকটা EPN এর ট্র্যাফিক সোর্স অপশানে বসাতে হবে।আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আপনি পুরোপুরি ক্লেয়ার না।
এইজন্যই একটা ভিডিও বানিয়েছি আপনাদের জন্য।কিভাবে আপনি ইপিএনে ট্র্যাফিক মেথড অ্যাড করতে পারেন এই বিষয়টার উপর।
আশা করি পুরো ভিডিওটি দেখলে ক্লেয়ার হয়ে যাবে পুরো বিষয়টি।
ভিডিওটি কিরকম হয়েছে টিউমেন্ট করে জানাতে ভুলবেন না।
আর পরের টিউনে দেখাবো - কিভাবে খুব সহজেই এক ক্লিকের মাধ্যমে আলিএক্সপ্রসের প্রোডাক্ট পেজের সবগুলো ইমেজ একসাথে ডাউনলোড করবেন।
আমি মোঃ রিমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।